WB Election 2021 Live Updates: এনআরসি নিয়ে নানা রকম কথা বলছেন অমিত শাহ, জনসভায় মমতার

আজ শীতলকুচির নিহতদের পরিবারের লোকজনদের সঙ্গে সাক্ষাৎ মমতার। প্রচারে রাহুল গাঁধী।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Apr 2021 10:25 AM
WB Election 2021 Live Updates: এনআরসি নিয়ে অসত্য কথা বলছেন অমিত শাহ, জনসভায় মমতা

ধূপগুড়ির জনসভা থেকে বিজেপিকে নিশানা মমতার। তিনি বলেছেন, লাগাতর মিথ্যে বলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। তাঁরা চা বাগান শ্রমিকদের মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। বাংলায় এনআরসি করতে দেব না। এনআরসি নিয়ে অসত্য কথা বলছেন অমিত শাহ।

WB Election 2021 Live Updates: দোষীদের সাজা হবে, বললেন মমতা

ভোট মিটলে ঘটনার তদন্ত হবে। দোষীদের সাজা হবে। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আনন্দ বর্মনের খুনীদেরও ধরবই।

WB Election 2021 Live : শীতলকুচির নিহতদের পরিজনদের সঙ্গে কথা মমতার

মাথাভাঙায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচিতে নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করে কথা বললেন তৃণমূল নেত্রী। কথা বললেন নিহত আনন্দ বর্মনের সম্পর্কে দাদুর সঙ্গেও।

WB Election 2021 Live : আনন্দ বর্মনের মৃত্যু সম্পর্কে এখনও নীরব মুখ্যমন্ত্রী, অভিযোগ নাড্ডার

রাজ্যে ভোটের প্রচারে এসে রাজারহাটে অম্বেডকরকে শ্রদ্ধা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা  জে পি নাড্ডার। তিনি বলেছেন, ‘শীতলকুচিতে বিজেপি কর্মী আনন্দ বর্মনকে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা।আনন্দ বর্মনের মৃত্যু সম্পর্কে এখনও নীরব মুখ্যমন্ত্রী।এর থেকেই স্পষ্ট তৃণমূল দলিত বিরোধী।’

WB Election 2021 Live : আগরপাড়া থেকে উদ্ধার হল তাজা বোমা

ভোটের আগে পানিহাটি বিধানসভার আগরপাড়া থেকে উদ্ধার হল তাজা বোমা। আজ সকালে ৬ নম্বর মহাজাতিনগর এলাকায় রাস্তার ধারে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এলাকায় বেশ কিছুদিন ধরে বহিরাগতদের আনাগোনা বেড়েছে। ভোটের আগে তারাই বোমা মজুত করছে বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনাস্থলে যায় খড়দা থানার পুলিশ।

WB Election 2021 Live :আজ রাজ্যে ফের ভোটের প্রচারে জেপি নাড্ডা

রাজ্যে ভোটের প্রচারে ফের আজ রাজ্যে বিজেপি সভাপতি জেপি নাড্ডা। রাজারহাটে বিআর আম্বেডকরের মূর্তিতে মালা দিয়ে আজ প্রচার কর্মসূচী শুরু করবেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।    বাগনানে রোড শো, মঙ্গলকোট ও জামালপুরে জনসভা করবেন বিজেপি সভাপতি। এরপর আসানসোলে দলীয় কর্মসূচীতে যোগ দেবেন তিনি।

WB Election 2021 Live Updates: শীতলকুচির নিহতদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে মঞ্চে পৌঁছে গিয়েছেন

শীতলকুচির নিহতদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে মঞ্চে পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণ পরেই পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রেক্ষাপট

কলকাতা:  কমিশনের বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার মেয়াদ শেষ হতেই আজ শীতলকুচিকাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে মাথাভাঙায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০টায় সেখানে পৌঁছবেন তিনি। মাথাভাঙা হাসপাতালের পাশের মাঠে তৈরি হয়েছে শহিদ মঞ্চ। সেখানেই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, মৃত বিজেপি কর্মী আনন্দ বর্মনের পরিবারের সঙ্গেও দেখা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু নিহতের পরিবারের সঙ্গে তৃণমূলের তরফে যোগাযোগ করা হলে, তারা জানিয়ে দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সাহায্য তাঁরা চান না। তৃণমূলনেত্রীর সফরকে কটাক্ষ করেছে বিজেপি।
 এদিকে,  আজই চলতি বিধানসভা নির্বাচনে ভোটের প্রচারে প্রথমবার আসছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী। এ পর্যন্ত গাঁধী পরিবারের কেউ এবারের ভোটের প্রচারে রাজ্যে আসেননি। আজ পঞ্চম দফার নির্বাচনের প্রচারের শেষ দিন রাহুল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ও বাগডোগরায় জনসভা করবেন রাহুল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.