WB Elections Modi At Haldia Live Updates: 'তৃণমূল অনেক ফাউল করেছে, বাংলা তাদের রামকার্ড দেখাবে, হলদিয়ায় মোদি

WB Elections Modi In Bengal: ‘এবার তৃণমূল, বাম, কংগ্রেস একসঙ্গে ম্যাচ ফিক্সিং করছে’, মন্তব্য প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Feb 2021 05:16 PM

প্রেক্ষাপট

 কলকাতা : আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হলদিয়ায় পেট্রোলিয়ামমন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এর পাশাপাশি, হলদিয়াতেই একটি রাজনৈতিক সভাও করবেন।এদিকে, প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...More

WB Election 2021: 'তৃণমূল, বাম, কংগ্রেস একসঙ্গে ম্যাচ ফিক্সিং করছে’, হলদিয়ায় মোদি



‘এবার হবেই বাংলায় পরিবর্তন। তৃণমূলের লুকিয়ে থাকা বন্ধুদের থেকে সাবধান। এবার তৃণমূল, বাম, কংগ্রেস একসঙ্গে ম্যাচ ফিক্সিং করছে। কেরলে কংগ্রেস-বামের মধ্যে সমঝোতা হয়েছে। পর্দার পিছনে যে খেলা চলছে, সেখান থেকে সতর্ক থাকতে হবে।’