WB Elections Modi At Haldia Live Updates: 'তৃণমূল অনেক ফাউল করেছে, বাংলা তাদের রামকার্ড দেখাবে, হলদিয়ায় মোদি

WB Elections Modi In Bengal: ‘এবার তৃণমূল, বাম, কংগ্রেস একসঙ্গে ম্যাচ ফিক্সিং করছে’, মন্তব্য প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Feb 2021 05:16 PM
WB Election 2021: 'তৃণমূল, বাম, কংগ্রেস একসঙ্গে ম্যাচ ফিক্সিং করছে’, হলদিয়ায় মোদি



‘এবার হবেই বাংলায় পরিবর্তন। তৃণমূলের লুকিয়ে থাকা বন্ধুদের থেকে সাবধান। এবার তৃণমূল, বাম, কংগ্রেস একসঙ্গে ম্যাচ ফিক্সিং করছে। কেরলে কংগ্রেস-বামের মধ্যে সমঝোতা হয়েছে। পর্দার পিছনে যে খেলা চলছে, সেখান থেকে সতর্ক থাকতে হবে।’
WB Election 2021: 'পিসি-ভাইপোকে উৎখাত করতে বাংলার মানুষ মনস্থির করেছে’, হলদিয়ায় মোদি



‘পিসি-ভাইপোকে উৎখাত করতে বাংলার মানুষ মনস্থির করেছে। টিএমসির তোলাবাজ, সিন্ডিকেট আর কিছুদিন থাকবে। নিশ্চয় সংবিধান মেনে চলবে বাংলার প্রশাসন।’
WB Election 2021: 'তৃণমূল অনেক ফাউল করেছে, বাংলা তাদের রামকার্ড দেখাবে, হলদিয়ায় মোদি



‘তৃণমূল পরপর অনেক ফাউল করেছে। বিরোধীদের আক্রমণ, টাকা লুঠ, বাংলায় মানুষ সব দেখছে। খুব দ্রুত বাংলা তৃণমূলকে রামকার্ড দেখাবে।’
WB Election 2021: 'বাংলার সরকার কর্মচারীদের সময়মতো মাইনে দিতে পারে না', হলদিয়ায় মোদি



‘ত্রিপুরাতেও বাম শাসনে কোনও উন্নতি হয়নি। বিজেপি সরকার আসার পর ত্রিপুরায় প্রভূত উন্নতি। কেন্দ্রের এক দেশ এক রেশন কার্ডের সুবিধা মেলেনি। সপ্তম বেতন কমিশন অন্য রাজ্যে চালু হলেও বাংলায় হয়নি। বাংলার সরকার কর্মচারীদের সময়মতো মাইনে দিতে পারে না।’
WB Election 2021: 'বাংলার উন্নয়নের গতি আনতে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন', হলদিয়ায় মোদি



‘বাংলার মানুষ উন্নতিতে সবসময় সচেষ্ট কেন্দ্র। হাইওয়ে, ফ্লাইওভার, রেল, বিমান, পোর্ট, ইন্টারনেট সুবিধা দিতে সচেষ্ট কেন্দ্র। পিএম আবাস যোজনায় বহু মানুষ বাড়ি তৈরি করতে পেরেছে। বাংলার উন্নয়নের গতি আনতে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন। যখন আসল পরিবর্তন আসবে, তখন দুর্নীতিমুক্ত বাংলা হবে।
WB Election 2021: 'বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গড়বে, কৃষকরা টাকা পাবেন', হলদিয়ায় মোদি



‘বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গড়বে। বিজেপি ক্ষমতায় এসে যে টাকা পায়নি কৃষকরা, সেই টাকা মিলবে। আয়ুষ্মান প্রকল্পে চিকিৎসায় ৫ লক্ষ টাকা থেকে বঞ্চিত রাজ্যের মানুষ। রাজ্য সরকারের জন্য আয়ুষ্মান প্রকল্প থেকে বঞ্চিত রাজ্যের মানুষ।
WB Election 2021: 'মা, মাটি, মানুষের সরকারের জন্য টাকা পায়নি রাজ্যের কৃষকরা', হলদিয়ায় মোদি



‘পিএম নিধি প্রকল্পে দেশের ১০ কোটি কৃষকরা টাকা পেয়েছেন। কিন্তু এই প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পায়নি। রাজ্য সরকার কৃষকদের এই টাকা থেকে বঞ্চিত করেছে। কিছুদিন আগে চাপে পড়ে কৃষকদের নাম পাঠিয়েছে রাজ্য সরকার। বাংলার প্রায় ২৫ লক্ষ কৃষক তৃণমূল সরকারের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু ২৫ লক্ষের মধ্যে মাত্র ৬ হাজার কৃষকের নাম পাঠিয়েছে রাজ্য। কেন্দ্র সরকার এখনও ৬ হাজার কৃষককে টাকা পাঠাতে পারছে না। কৃষকদের ব্যাঙ্কের তথ্য কেন্দ্রকে দেয়নি রাজ্য সরকার। মা, মাটি, মানুষের সরকারের জন্য টাকা পায়নি কৃষকরা।’
WB Election 2021: 'মমতার সরকার মানুষের কাছে রেশন পৌঁছে দেয়নি', হলদিয়ায় মোদি



‘কেন্দ্র পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করেছিল। কিন্তু মমতার সরকার মানুষের কাছে সেই রেশন পৌঁছে দেয়নি। রাজ্যের কৃষক, গরিবদের জন্য ৪ কোটি জনধন অ্যাকাউন্ট খুলেছিল কেন্দ্র। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে অ্যাকাউন্ট খুলতে সাহায্য করেছিল কেন্দ্র। করোনাকালে পশ্চিমবঙ্গের কৃষকরা হাজার হাজার কোটি টাকা পায়নি।’
WB Election 2021: 'রাজনীতির দুর্বৃত্তায়ন করেছে তৃণমূল সরকার', হলদিয়ায় মোদি



‘রাজনীতির দুর্বৃত্তায়ন করেছে তৃণমূল সরকার। বাংলার সরকার দুর্যোগের সময় দুর্নীতিতে জড়ায়। আমফানের ত্রাণ নিয়েও দুর্নীতি হয়েছে।’
WB Election 2021: 'ভারত মাতার স্লোগান শুনলেও রেগে যান মমতা', হলদিয়ায় মোদি



‘দিদিকে উন্নয়ন নিয়ে প্রশ্ন করলে রেগে যান। ভারত মাতার স্লোগান শুনলেও রেগে যান মমতা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অথচ দিদি চুপ কেন? দেশ সব ধরণের ষড়যন্ত্রের কড়া জবাব দেবে।’
WB Election 2021: 'মমতার শাসনের দশ বছরে শুধুই নির্মমতা', হলদিয়ায় মোদি



‘কংগ্রেসের আমলে দুর্নীতি ছিল। বামেদের আমলেও উন্নয়ন থমকে ছিল। মমতার পরিবর্তনের সওয়ালে ভরসা করেছিলেন অনেকে। মমতার শাসনের দশ বছরে শুধুই নির্মমতা। বাংলায় পরিবর্তন নয়, বাম শাসনের পুনরুজ্জীবন হয়েছে। বাংলায় শুধু অপরাধ, হিংসার পুনরুজ্জীবন হয়েছে।’
WB Election 2021: 'এক সময় শিক্ষাক্ষেত্রে বাংলা দিশা দেখাত, কেন এতটা পিছিয়ে পড়ল?', হলদিয়ায় মোদি



‘বাংলায় সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসছে। কেন্দ্রীয় প্রকল্পে চা বাগানের শ্রমিকদের অনেক উন্নতি হবে। এক সময় শিক্ষাক্ষেত্রে বাংলা দিশা দেখাত। কেন বাংলায় উন্নয়নের সেই গতিধারা ধাক্কা খেল? উন্নয়নের সেই ধারা বজায় থাকলে বাংলার ছবি বদলে যেত। ‘আমি জানতে চাই কেন বাংলা এতটা পিছিয়ে পড়ল? বাংলার মানুষ তাই এখন পরিবর্তন চাইছেন।’
WB Election 2021: 'বাংলায় ৫ হাজার কোটির প্রকল্পের সূচনা করব, প্রচুর কর্মসংস্থান হবে', হলদিয়ায় মোদি



‘বাংলায় ৫ হাজার কোটির প্রকল্পের সূচনা করব। বাংলার মানুষের প্রচুর কর্মসংস্থান হবে। সাধারণ মানুষ এই সব প্রকল্পের প্রচুর সুবিধে পাবেন। বাংলার অনেক জেলায় এলপিজি গ্যাস পাইপ লাইনে পৌঁছবে। বাংলায় সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসছে।’
WB Election 2021: 'মেদিনীপুরের মাটির গুণে আমি মুগ্ধ, পবিত্র মাটিকে কুর্নিশ', হলদিয়ায় মোদি



‘মেদিনীপুরের পবিত্র মাটিতে আসতে পেরে ধন্য মনে করছি। এই মাটিতেই তৈরি হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। মেদিনীপুরের মাটির গুণে আমি মুগ্ধ। বাংলার এই পবিত্র মাটিকে কুর্নিশ জানাচ্ছি।’
WB Election 2021: হলদিয়ায় পৌঁছলেন মোদি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু রাজনৈতিক সভা



ফের রাজ্যে প্রধানমন্ত্রী। প্রথমে হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে রাজনৈতিক সভায় অংশ নেবেন নরেন্দ্র মোদি। এরপর পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে বিপিসিএলের এলপিজি টার্মিনাল, ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইন ও হলদিয়ার রানিচকে একটি রেল ওভারব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধেয় কলকাতা ফিরে রাতেই দিল্লি উড়ে যাবে তাঁর বিমান। অন্যদিকে, হলদিয়ার সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না বলে প্রধানমন্ত্রীর দফতরকে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর।
WB Election 2021: 'হলদিয়ায় কেন্দ্র বিনিয়োগ করেছে, বহু কর্মসংস্থান হবে', মোদির সফরের আগে শুভেন্দু



‘হলদিয়ায় কেন্দ্র বিনিয়োগ করেছে, বহু কর্মসংস্থান হবে। ‘বাংলায় একটাও নতুন শিল্প আসেনি। রাজ্য সরকার শিল্পায়নে সম্পূর্ণ ব্যর্থ। কর্মসংস্থানের যন্ত্রণায় বিদ্ধ রাজ্যের মানুষ। কেন্দ্র ও রাজ্যে একই সরকার হলে উন্নয়ন হবে। রাজ্যে প্রকৃত পরিবর্তন আসেনি।'
WB Election 2021: কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী



কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী। একগুচ্ছ সরকারি কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠক। এদিন সিপিএমের রাজ্য দফতরে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। জোটের বৈঠকে রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বাম-কংগ্রেস জোটে সামিল হতে চেয়ে চিঠি দিয়েছে আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। সূত্রের খবর, ৪০টি আসনে লড়াই করতে চায় তারা। এই বিষয়টি নিয়েও আজ বাম-কংগ্রেস নেতৃত্বের মধ্যে আলোচনা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, সিদ্দিকির দলকে জোটসঙ্গী করার আর্জি জানিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে চিঠি দিয়েছিলেন।
কালো পতাকা দেখানো বিজেপির সংস্কৃতি, ওটা আমাদেরসংস্কৃতি নয়, পাল্টা কল্যাণ।
ডোমজুড়ে আর নয় অন্যায় কর্মসূচিতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা চলাকালীন উত্তেজনা। সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ককে দেখানো হল কালো পতাকা। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী, সমর্থকরা। বিক্ষোভে গুরুত্ব না দিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে শুরু করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন পদযাত্রা শুরুর আগে তৃণমূলত্যাগী প্রাক্তন বিধায়কের নাম না করে বিশ্বাসঘাতক অ্যাখ্যা দিয়ে একাধিক জায়গায় কালো রঙের পোস্টার লাগানো হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলই এই ঘটনা ঘটিয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ডোমজুড়ে শুরু রাজীবের পদযাত্রা। ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় উত্তেজনা।পদযাত্রায় রাজীবকে দেখানো হল কালো পতাকা
বিজেপি সমর্থকদের নিয়ে হলদিয়ামুখী বাসে হামলা। প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে হামলা।মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় বাসে পাথরবৃষ্টি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বাস থামিয়ে বিক্ষোভ।
নবান্ন অভিযানের সমর্থনে বামেদের বাইক মিছিল। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে টালিগঞ্জে। এদিন শ্যামবাজারে মিছিলের সূচনা করেন বিমান বসু।
বোলপুরে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা। বিজেপির লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ।‘দেওয়াল লিখন মুছে নিজেদের প্রতীক এঁকেছে তৃণমূল’।অভিযোগ বিজেপি কর্মীদের।বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার তৃণমূলের।ঘটনার তদন্তে বোলপুর থানা।

ডোমজুড়ে আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের রোড শো। রোড শো শুরুর আগেই উত্তেজনা।‘বিশ্বাসঘাতক’ বলে পোস্টার পড়ল এলাকায়। এলাকায় লাগানো হয়েছে কালো পতাকা।
হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভার আগে, নন্দকুমারে ছেঁড়া হল বিজেপির ফ্লেক্স। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর সভার সমর্থনে নন্দকুমার হাই রোডের একাধিক এলাকায় লাগানো হয় ফ্লেক্স। বিজেপির অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে সেগুলি ছিঁড়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এনিয়ে সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।
কৃষি আইনের প্রতিবাদে রবিবার সকালে হুগলিতে পথে নামল তৃণমূল। উত্তরপাড়া থেকে হিন্দমোটর পর্যন্ত পদযাত্রা।পদযাত্রা করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
শুভেন্দুর সঙ্গে যা ইচ্ছে তাই করা হচ্ছে। ওঁর পরিবারকেও অপমান করা হয়েছে। কোনও যোগ্য লোককে ওঁরা দলে থাকতে দেবে না, কটাক্ষ দিলীপ ঘোষের।
অরূপ রায় নিজের নেতা, বিধায়ক-সাংসদদের সামলে রাখুন। বিজেপি কর্মীরা পাগল হয়নি যে তৃণমূলে যোগ দেবে। কটাক্ষ দিলীপ ঘোষের। কিছু শিল্পীর কাজ হারানোর ভয় আছে, একঘরে করে দেওয়া হচ্ছে, তাই তারা তৃণমূলে যোগ দিচ্ছে।দাবি বিজেপির রাজ্য সভাপতি।
হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভার আগে নন্দীগ্রামের কমলপুরে বিজেপির প্রস্তুতি সভায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত হয়েছেন ৫ বিজেপি কর্মী। ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় যাওয়া নিয়ে দলের প্রস্তুতি বৈঠক চলাকালীন রড-বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। এই ঘটনায় বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির আদি ও নব্যের দ্বন্দ্বের জেরে এই ঘটনা, দাবি শাসক শিবিরের। মুখ্যমন্ত্রী, তৃণমূলের যুব নেতা ইঞ্চিতে-ইঞ্চিতে দেখে নেব, বুঝে নেব বলে উস্কানি দিচ্ছেন, এধরনের ঘটনা তারই পরিণতি, নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর হামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

প্রেক্ষাপট

 কলকাতা : আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হলদিয়ায় পেট্রোলিয়ামমন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এর পাশাপাশি, হলদিয়াতেই একটি রাজনৈতিক সভাও করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দফতরের তরফে শনিবার প্রধানমন্ত্রীর দফতরকে একথা জানিয়ে দেওয়া হয়েছে।

গত ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মদিবসে, সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠার প্রতিবাদে বক্তৃতা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি ভোটমুখী বাংলায় নানা বিষয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাত চলছে! তাই কি রবিবারের সরকারি অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী? এমন জল্পনা চলছে রাজনৈতিক মহলে। উল্টোদিকে, হলদিয়ায় পেট্রোলিয়ামন্ত্রকের অনুষ্ঠানে থাকবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী!

সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সাক্ষাতের জন্য সময় চান দিব্যেন্দু। ১০ ফেব্রুয়ারি সেই সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।সেদিন, তিনি সাংসদ পদ ছাড়তে পারেন বলেও জল্পনা শুরু হয়েছে।এদিকে, বিধানসভা ভোটের মুখে বঙ্গ সফরের আগে শনিবার বাংলায় ট্যুইট করেন নরেন্দ্র মোদি!

ট্যুইটে তাঁর বার্তা, রবিবার সন্ধ্যায় হলদিয়ায় একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী,রবিবার দুপুর ৩টে ১০ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবে তাঁর বিমান।সেখান থেকে হেলিকপ্টারে করে ৩টে ৫০-এ হলদিয়ায় পৌঁছবেন মোদি।বিকেল ৪টেয় হলদিয়ার হেলিপ্যাড গ্রাউন্ডে রাজনৈতিক সভায় অংশ নেবেন। এরপর বিকেল ৪টে ৫০-এ সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সেই অনুষ্ঠানেই বিপিসিএলের এলপিজি টার্মিনাল। ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইনের উদ্বোধন করবেন মোদি।

হলদিয়ার রানিচকে একটি রেল ওভারব্রিজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।রবিবার সন্ধে ৬টা ২০-তে দিল্লির উদ্দেশে রওনা হবেন নরেন্দ্র মোদি।

গতকালই নবদ্বীপে বিজেপি রথযাত্রা কর্মসূচীর সূচনা করে তৃণমূলকে নিশানা করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের শুরুর দিকেও বঙ্গ সফরে এসেছিলেন জেপি নাড্ডা। ডিসেম্বরে ডায়মন্ডহারবারে জনসভায় যাওয়ার পথে তাঁর কনভয় আক্রান্ত হয়েছিল। যা নিয়ে তুঙ্গে উঠেছিল তৃণমূল কংগ্রেস ও বিজেপি-র রাজনৈতিক তরজা। গত জানুয়ারি মাসে নাড্ডার গন্তব্য ছিল বীরভূমে। সেখানেও ডায়মন্ডহারবারের মতোই জনসভা করেছিলেন তিনি। পাশাপাশি বীরভূম কৃষকদের বাড়িতে গিয়ে জনসংযোগ বাড়ানোর কাজও করেছিলেন নাড্ডা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.