WB Election 2021 Live Updates: দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১৬
তিন দফায় ৯০-এর বেশি আসনে ভোট হয়ে গিয়েছে। তাতে আমরা কিন্তু জিতছি। কোচবিহারের সভায় এই দাবিই করলেন তৃণমূল নেত্রী। পাল্টা হাওড়ায় অমিত শাহের দাবি, ৩ দফায়, ৯০ আসনের মধ্যে ৬৩ থেকে ৬৫টি আসন পাবে বিজেপি! সংযুক্ত মোর্চা নবান্ন দখলের দিকে এগোচ্ছে। আশাবাদী অধীর চৌধুরীও। এরইমধ্যে আজ চতুর্থ পর্বের ভোটের প্রচার শেষ হচ্ছে। শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণ।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Apr 2021 08:04 AM
প্রেক্ষাপট
কলকাতা: তিন দফায় ৯০-এর বেশি আসনে ভোট হয়ে গিয়েছে। তাতে আমরা কিন্তু জিতছি। কোচবিহারের সভায় এই দাবিই করলেন তৃণমূল নেত্রী। পাল্টা হাওড়ায় অমিত শাহের দাবি, ৩ দফায়, ৯০ আসনের মধ্যে...More
কলকাতা: তিন দফায় ৯০-এর বেশি আসনে ভোট হয়ে গিয়েছে। তাতে আমরা কিন্তু জিতছি। কোচবিহারের সভায় এই দাবিই করলেন তৃণমূল নেত্রী। পাল্টা হাওড়ায় অমিত শাহের দাবি, ৩ দফায়, ৯০ আসনের মধ্যে ৬৩ থেকে ৬৫টি আসন পাবে বিজেপি! সংযুক্ত মোর্চা নবান্ন দখলের দিকে এগোচ্ছে। আশাবাদী অধীর চৌধুরীও। এরইমধ্যে আজ চতুর্থ পর্বের ভোটের প্রচার শেষ হচ্ছে। শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণ।কোচবিহারের সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন, আমি একা জিতে তো সরকার গঠন করতে পারব না। আমাদের ২০০ আসন পার করতে হবে।অন্যদিকে, বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ দাবি করেছেন,বাংলায় ২০০-র বেশি আসন পাবে বিজেপি।ভোটের ফল বেরোতে এখনও বাকি ২৪ দিন। তার আগে দু’পক্ষই ২০০-র বেশি আসন পাওয়ার বিষয়ে তাল ঠুকে চলেছে।আর এই প্রেক্ষাপটেই তৃণমূল-বিজেপি দু’দলের উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বাম-কংগ্রেস জোট।প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, একটা বৃহৎ অংশের লোক আছে যারা বাংলায় সুস্থ-স্বাভাবিক পরিবেশ চায়। তাদের স্বপ্নপূরণ করতে আমরা সংযুক্ত মোর্চার নামে লড়ছি...মোর্চা ক্রমশ এই নির্বাচনে নিজেদের স্থান সুনিশ্চিত করছে। ব্রিগেডে মানুষের উপস্থিতি আমাদের উৎসাহিত করেছে। ২৮ ফেব্রুয়ারি আমাদের ব্রিগেড দেখেছেন। এরপর মোদির ব্রিগেড দেখেছেন। লক্ষ লক্ষ টাকা খরচ করা হল, মোদির ব্রিগেড বিলাসিতার প্রতীক। মোর্চার ব্রিগেড সাধারণ মানুষের উৎসাহের প্রতীক। যার সুফল আমরা পেতে চলেছি।নন্দীগ্রামে কে জিতবে, তা নিয়েও তৃণমূল-বিজেপির মধ্যে মাইন্ড গেম চলছে।বিজেপি লাগাতার দাবি করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে গেছেন।পাল্টা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পদ্ম শিবিরের দাবিকে গুরুত্ব দিতেই নারাজ।তৃণমূল নেত্রী বলেছেন, আমি একা জিতে তো লাভ নেই। আমার ভোট হয়ে গিয়েছে। আমি জিতবই। আমি যেখানে দাঁড়াই জিতবই। আমি এখানে দাঁড়ালেও আপনারা আমাকে ভোট দিতেন।সার্বিক ফলাফল কীভাবে হবে, তা নিয়ে যেমন ভবিষ্যদ্বাণীর লড়াই চলছে, তেমনই দফাভিত্তিক ফলাফল ঘোষণাতেও তৃণমূল-বিজেপি একে অপরের থেকে পিছিয়ে থাকতে নারাজ। তৃণমূল নেত্রীর দাবি, তিন দফায় ৯০-এর বেশি আসনে ভোট হয়ে গিয়েছে। জেনে রাখবেন তাতে আমরা কিন্তু জিতছি।চাপদানির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, যদি বিজেপিকে ১০-০ গোলে ময়দানের বাইরে পাঠাতে না পারি, তাহলে রাজনীতির আঙিনায় পা রাখব না।ফাঁসিদেওয়ার সভা থেকে স্মৃতি ইরানির দাবি, মমতা আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না।অধীর চৌধুরীর দাবি, মোর্চা নবান্ন দখলের দিকে এগোচ্ছে।সব মিলিয়ে ২ মে ফল না বেরোনো পর্যন্ত, জয় নিয়ে এই দাবি পাল্টা দাবি চলবে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021 Live: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়ার বাগনান
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়ার বাগনান। বিজেপি কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর-বোমাবাজি। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা দাবি শাসক দলের