WB Election 2021 Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটপ্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কমিশনের

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের। আজ রাত ৮ টা থেকে আগামীকাল রাত ৮ টা পর্যন্ত বহাল থাকবে যে নিষেধাজ্ঞা। আদর্শ আচরণবিধি চলাকালীন তাঁর বিভিন্ন মন্তব্য রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে জানিয়েছে কমিশন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Apr 2021 06:37 AM
ECI Bans Mamata Campaigning: নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল দুপুরে ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচন কমিশনে ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল দুপুরে ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, 'ভারতের নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক ও সংবিধানবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামীকাল দুপুর ১২ টা থেকে গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছি।'


 

Mamata Campaigning Ban: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কমিশনের

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের। আজ রাত ৮ টা থেকে আগামীকাল রাত ৮ টা পর্যন্ত বহাল থাকবে যে নিষেধাজ্ঞা। পাঁচ পাতার বিবৃতি জারি করে যেমনটা জানিয়েছে কমিশন। তাঁকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, তিনি যাতে এমন কোনও মন্তব্য না করেন, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়ে বা আইন-শৃঙ্খলার সমস্যা হয়। আদর্শ আচরণবিধি চলাকালীন তাঁর বিভিন্ন মন্তব্য রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে জানিয়েছে কমিশন।

Amit Shah Rally Live: '২ মে দিদির বিদায় নিশ্চিত'

অমিত শাহ বলেছেন, ২ মে দিদির বিদায় নিশ্চিত। 

Amit Shah Rally Live:'দিদির শুধুমাত্র তোষণের রাজনীতি করছেন'


অমিত শাহ বলেছেন, অনুপ্রবেশের সমস্যা একমাত্র বিজেপি সরকারই দূর করতে পারবে। দিদির শুধুমাত্র তোষণের রাজনীতি করছেন। সিএএ চালু করে মতুয়া সহ সমস্ত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। 

Amit Shah Rally Live: 'দিদি তাঁর সভায় বাংলার থেকে আমার নাম বেশিবার বলছেন'

ধূপগুড়ির জনসভায়  অমিত শাহ বলেছেন, টিএমসি-র বিরুদ্ধে লড়াই করছে উত্তরবঙ্গের মানুষ। দিদি আমার ইস্তফা চাইছেন। ইস্তফাপত্র আমার পকেটেই রয়েছে।একমাত্র  মানুষ চাইলেই ইস্তফা দিয়ে দেব। দিদি তাঁর সভায় বাংলার থেকে আমার নাম বেশিবার বলছেন। 


 

WB Election 2021 Live Updates: 'ভোটে গোহারা হারবে বিজেপি'


তৃণমূল নেত্রী বলেছেন,   ‘ভোটে গোহারা হারবে বিজেপি। নিজেদের কর্মীকেও খুন করেছে বিজেপি। বুলেটে নয় ব্যালটে বিজেপিকে শিক্ষা দিন’। 

WB Election 2021 Live Updates: মমতা বলেছেন,’ আমি আপনাদের পাহারাদার'

  মমতা বলেছেন,’ আমি আপনাদের পাহারাদার। আমি চা পর্যন্ত সরকারের পয়সায় খাই না’। 

Mamata Banerjee Rally Live:‘পুরোটার প্ল্যানিং করেছেন অমিত শাহ'

মমতা বলেছেন, ‘পুরোটার প্ল্যানিং করেছেন অমিত শাহ। আর গুলি চালনার পর ক্লিনচিট দেওয়া প্রধানমন্ত্রীর শোভা পায় না’।

Mamata Banerjee Rally Live:‘শীতলকুচির ঘটনার তদন্ত করবই'

মমতা বলেছেন,  ‘শীতলকুচির ঘটনার তদন্ত করবই, আসল ঘটনা বের করব। এসপির-র সঙ্গে বলে প্ল্যান বিজেপির। কারা কারা প্ল্যানে ছিল, তদন্তে বের করা হবে’। 

WB Election 2021 Live Updates: শীতলকুচি কাণ্ডে ফের বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রীর

শীতলকুচি কাণ্ডে ফের বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রীর। বলেছেন, ‘কেউ কেউ বলছে গুলি চালিয়ে দাও, কেউ কেউ বলছে আটজনকে গুলি করা উচিত ছিল। এই সব নেতাদের ব্যান করা উচিত’। 

Mamata Banerjee Rally Live: ’ বাংলাকে বহিরাগত গুণ্ডাদের হাতে দেব না'

রানাঘাটে জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,’ বাংলাকে বহিরাগত গুণ্ডাদের হাতে দেব না। বাংলাকে উত্তরপ্রদেশ-গুজরাত হতে দেব না। বিজেপি মনে করে রাজনীতি মানে গুলি চালানো। রাজনীতি মানে ভোটের লাইনে গুলি চালানো নয়’।

WB Election 2021 Live Updates: 'দিদির খেলা ধরে ফেলেছেন মানুষ'

মোদি বলেছেন, ‘টিএমসি কোম্পানি ভাইপোকে দেওয়ার পরিকল্পনা করেছেন দিদি। দিদির খেলা ধরে ফেলেছেন মানুষ। দিদির টিমকে মাঠের বাইরে বের করে দিয়েছেন বাংলার মানুষ’।

PM Modi Rally Live: 'বাংলা চায় আসল পরিবর্তন'

মোদি বলেছেন,   ‘বাংলা চায় না তৃণমূলের দুঃশাসন। বাংলা চায় না পিসি-ভাইপোর হিংসার খেলা। বাংলা চায় আসল পরিবর্তন। বাংলা চায় বিকাশ, শিক্ষা, নারী সুরক্ষা, ভয়মুক্ত পরিবেশ’।

WB Election 2021 Live Updates:''দলিতদের অপমান করে তৃণমূল পাপ করেছে’

 প্রধানমন্ত্রী বলেছেন, ‘তফশিলিদের দিদির দল ভিখিরি বলেছে। এতবড় অপমান, দিদি প্রতিবাদ করলেন না। দলিতদের অপমান করে তৃণমূল পাপ করেছে’।

PM Modi Rally Live: 'বাংলার মানুষ তৃণমূলকে মাঠ থেকে বের করে দিয়েছে'

মোদি বলেছেন, বাংলার মানুষ তৃণমূলকে মাঠ থেকে বের করে দিয়েছে। কংগ্রেস-বাম ক্ষমতা থেকে গিয়ে আর ফেরেনি। তৃণমূলও আর ফিরবে না।

WB Election 2021 Live Updates:'প্রথম চার দফা ভোটে তৃণমূল সাফ হয়ে গিয়েছে'

বর্ধমানের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন,  ‘প্রথম চার দফা ভোটে তৃণমূল সাফ হয়ে গিয়েছে। দিদির এত তিক্ততা-হতাশা কেন?  অর্ধেক ভোটেই তৃণমূল পুরো সাফ হয়ে গিয়েছে। অর্ধেক ভোটেই সেঞ্চুরি করেছে বিজেপি। এজন্যই দিদির হতাশা-তিক্ততা’।

WB Election 2021 Live Updates: শীতলকুচির ঘটনায় মমতাকে নিশানা দিলীপের

ভোট চলাকালীন শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ দিলীপ ঘোষের। তিনি বলেছেন, উনি পাপ করছেন, অন্যায় করছেন। মানুষকে উস্কে দিচ্ছেন। প্রচার বন্ধ করে দেওয়া উচিত। মমতার বিরুদ্ধে মামলা করা উচিত।


এ ব্যাপারে  তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন,  গুলিকে করে মারা হল চারজনকে। তাই কমিশনের বিরুদ্ধে মমতার উষ্মা প্রকাশ স্বাভাবিক।

WB Election 2021 Live: ভোটের পরের দিন শীতলকুচির বেলাকোবায় উদ্ধার তাজা বোমা

ভোটের পরের দিন সকালে শীতলকুচির বেলাকোবায় উদ্ধার হল তাজা বোমা। নিরাপত্তার দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে এলাকায় বোমাবাজি করে দুষ্কৃতীরা। আজ সকালে পুলিশ এসে মাঠের মধ্যে থেকে একটি তাজা বোমা উদ্ধার করে। বেলাকোবার এই গ্রাম থেকে ১০-১৫ কিলোমিটার দূরত্বে জোড় পাকড়ি গ্রামে গতকাল ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়।

WB Election 2021 Live: হাঁসখালিতে বিজেপির বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ

প্রধানমন্ত্রীর কৃষ্ণনগরের সভা থেকে ফেরার পর, বিজেপির বুথ সভাপতিকে গুলি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাঁসখালির মামজোয়ান গ্রামে। বিজেপির বুথ সভাপতি নিত্যানন্দ সরকারের অভিযোগ, প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পর, গতকাল রাতে তাঁর বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান বলে দাবি বিজেপি নেতার। অভিযোগ, এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন ওই বিজেপি নেতা। প্রতিবাদে রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের বিজেপির প্রার্থী অসীম বিশ্বাসের নেতৃত্বে রাতে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। রাজনৈতিক-যোগ অস্বীকার  তৃণমূলের দাবি, চুর্ণি নদীর ফেরিঘাটের টেন্ডার নিয়ে দুই গোষ্ঠীর বিবাদের জেরেই এই ঘটনা।

WB Election 2021 Live: জীবনতলা বাজার এলাকায় তৃণমূলের ধিক্কার মিছিল

ভোট চলাকালীন শীতলকুচিতে ৫ জনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর প্রতিবাদ। দক্ষিণ ২৪ পরগনার যুব তৃণমূল জেলা সভাপতি শওকত মোল্লার নেতৃত্বে জীবনতলা বাজার এলাকায় বুকে কালো ব্যাজ লাগিয়ে ধিক্কার মিছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন তৃণমূল কর্মীরা।

WB Election 2021 Live: আজ জোড় পাটকিতে কালাদিবস পালন গ্রামবাসীদের

ভোট চলাকালীন শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে জোড় পাটকি গ্রামের চারজনের। প্রতিবাদে আজ কালাদিবস পালন করবেন গ্রামবাসীরা। পাশাপাশি, গ্রামে কালো পতাকা নিয়ে  শোকমিছিল করবেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় তুলছেন তাঁরা। গতকালের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। গ্রামবাসীরা  শহিদ বেদি গড়বেন এবং কালো পতাকা নিয়ে শোকমিছিল।

WB Election 2021 Live: আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ

আমডাঙা বিধানসভায় আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল চানকিয়া থেকে হামিদপুর পর্যন্ত মিছিল করেন আইএসএফ প্রার্থী জামালউদ্দিন। অভিযোগ, মিছিলে অংশ নেওয়ায় রাতে এক কলেজ ছাত্রকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ওই তরুণের চোখে আঘাত লাগে বলে অভিযোগ। হামলা-যোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, মিছিল চলাকালীন গ্রামের মহিলাদের কটূক্তি করা হয়। তার জেরেই গ্রামবাসীরা প্রতিবাদ করে। তবে এই ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

WB Election 2021 Live: কোচবিহারে ঢুকতে কমিশনের নিষেধাজ্ঞা, যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহারে ঢুকতে কমিশনের নিষেধাজ্ঞা, যাচ্ছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শীতলকুচিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী। রাতে রাজনৈতিক নেতৃত্বকে কোচবিহারে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। মাথাভাঙা হাসপাতালের পাশে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হচ্ছিল। সেই কাজ স্থগিত রাখা হয়েছে।

প্রেক্ষাপট

কলকাতা: রাজ্যে আজও জমজমাট ভোটের  প্রচার।  বিজেপির হয়ে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা রয়েছে বর্ধমান, কল্যাণী ও বারাসাতে। আজ কালিম্পং, ধূপগুড়ি, হেমতাবাদ ও শিলিগুড়িতে প্রচার করবেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।


তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে রানাঘাট, বসিরহাট ও দমদমে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.