কলকাতা: আগামী ৬ এপ্রিল তৃতীয় দফা ভোট হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়। এর মধ্যে রয়েছে হাওড়ার ৭টি, দক্ষিণ ২৪ পরগনার ১৬টি এবং হুগলির ৮টি আসন।


নন্দীগ্রামের সম্ভাব্য ফল নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে এখন এটাই চলছে। এরইমধ্যে মঙ্গলবার তৃতীয় দফার ভোট। ৩ জেলার ৩১টি আসনে ভোটগ্রহণ হবে। হাওড়ার যে সাতটি আসনে ভোটগ্রহণ হবে সেগুলি হল-- উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর ও জগৎবল্লভপুর। হুগলিতে ভোট হবে জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট ও খানাকুল। 


অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার কেন্দ্রগুলি হল-- বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর। 


নির্বাচন কমিশন সূত্রের খবর, ৩ জেলায় ভোটের সুরক্ষায় মোট ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। 


নির্বাচন কমিশন সূত্রে খবর, এরমধ্যে দক্ষিণ ২৪ পরগনায় মোতায়েন থাকবে ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হুগলিতে ১৬৭ কোম্পানি। হাওড়ায় ১৪৪ কোম্পানি। অর্থাত মোট ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে তৃতীয় দফায়।


সাধারণত ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে ১০০জন জওয়ান থাকে। অর্থাত ৬১ হাজার ৮০০ জন জওয়ান।


তবে, একটি কোম্পানিতে ১০০ জন জওয়ানের মধ্যে কয়েকজন অন্যান্য নানা কাজে যুক্ত থাকেন। তাই তৃতীয় দফায় সরাসরি ভোটের সঙ্গে ৪৯ হাজারের কিছু বেশি জওয়ান মোতায়েন থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।


এর আগে, দ্বিতীয় দফার ভোটে মোতায়েন ছিল ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।


এবার দেখে নেওয়া যাক, ২০১৬ সালের বিধানসভা ও ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে এই ৩১টি আসনে কী ফলাফল হয়েছিল---


গত বিধানসভা ভোটে এই ৩১টি আসনের মধ্যে ২৯টিতে জিতেছিল তৃণমূল। ২টিতে জিতেছিল বাম-কংগ্রেস জোট। 


তিনবছর পর, ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখেও, এই ৩১টি আসনের মধ্যে ২৯টিতেই এগিয়ে ছিল তৃণমূল। বাকি ২টি আসনে এগিয়ে ছিল বিজেপি।