WB Cabinet Ministers Oath LIVE: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিদ্যুৎ, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস
বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর, ৫-মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ৫ দিন পর, আজ ১০ মে, শপথ নেবে তাঁর মন্ত্রিসভা। তৃণমূল সূত্রে খবর, সোমবার মন্ত্রীপদে শপথ নেবেন ৪৩ জন। তাঁর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী বাদে আরও ৮ জন মহিলা, মন্ত্রী হচ্ছেন। ৭ জন সংখ্যালঘু বিধায়কও মন্ত্রী হচ্ছেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা
প্রাণীসম্পদ উন্নয়নমন্ত্রী স্বপন দেবনাথ
বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষামন্ত্রী জাভেদ আহমেদ খান
গণশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী
কৃষি বিপণনমন্ত্রী বিপ্লব মিত্র
জনস্বাস্থ্য ও কারিগরী মন্ত্রী পুলক রায়
খাদ্য ও গণবন্টনমন্ত্রী রথীন ঘোষ
সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি
কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
সমবায়মন্ত্রী অরূপ রায়
আইনমন্ত্রী মলয় ঘটক
সেচ ও জলপথমন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র
নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা
সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা
স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, ভূমি- ভূমিসংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।
কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
স্কুলশিক্ষা এবং উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
শক্তি, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস
পরিবহণ ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম
ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতর সাধন পাণ্ডের হাতে
বন ও অপ্রচলিত শক্তি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া
শিল্প, বাণিজ্য, তথ্য-প্রযুক্তি এবং পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়
অর্থ, পরিকল্পনা ও সংখ্যতত্ত্ব মন্ত্রী অমিত মিত্র
মমতা বলেছেন, ‘যাঁরা মন্ত্রিসভায় জায়গা পাননি, তাঁদের কমিটির মাথায় বসানো হবে। বিধানসভার ডেপুটি চিফ হুইপ হচ্ছেন তাপস রায়। ‘বিধানসভার ডেপুটি স্পিকার হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেছেন, ‘বেসরকারি হাসপাতালগুলিকে ১ কোটি ভ্যাকসিন দেব। রাজ্যের সবাইকে নিখরচায় ভ্যাকসিন দেব।’
মমতা বলেছেন, ‘একদম লকডাউন না করে, লকডাউনের মতো কড়া বিধি দরকার’
মমতা বলেছেন, ‘কোভিড-পরিকাঠামো তৈরি করতে গেলে যেন জিএসটি না নেওয়া হয়। দেশের ৬৫ শতাংশ ভ্যাকসিন বাইরে গেলে, অন্য দেশ থেকে আনাতে হবে। কোথা থেকে ভ্যাকসিন আনানো হবে, কেন্দ্র ঠিক করুক। এ জন্য সুস্পষ্ট নীতির দরকার।
মন্ত্রিসভার শপথের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কোভিড হাসপাতালে জন্য একটা বিল্ডিং দিচ্ছে সেন্ট জেভিয়ার্স’।
কোভিড-যুদ্ধে সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন মমতার।
এবারের জনাদেশ উন্নয়ন, সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের জনাদেশ, নবান্নে বললেন মমতা।
নতুন মন্ত্রীরা কোভিড মোকাবিলাকেই অগ্রাধিকারের কথা বলেছেন। তাঁরা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উন্নয়ন ও কোভিড মোকাবিলার কাজ করবেন।
শপথগ্রহণের পর নবান্ন সভাঘরে পৌঁছছেন নতুন মন্ত্রীরা। এখানে হবে নয়া মন্ত্রিসভার বৈঠক হবে। বৈঠকে মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন হবে।
নতুন মন্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাজ্যপালের। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদাভাবে কথাবার্তা বলেন রাজ্যপাল।
করোনা আবহে মাত্র সাত মিনিটের মধ্যে শপথগ্রহণ পর্ব শেষ হল।একসঙ্গে শপথ নিলেন পূর্ণ মন্ত্রীরা। একসঙ্গে শপথ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের। একসঙ্গে শপথ প্রতিমন্ত্রীদের।
রাজ্যেরমন্ত্রীপদে ভার্চুয়ালে শপথ অমিত মিত্র, ব্রাত্য বসু, রথিন ঘোষের।
থ্রোনরুমে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল। জাতীয় সংগীতের পর শুরু শপথগ্রহণ অনুষ্ঠান।
রাজভবনের থ্রোনরুমে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা। আর কিছুক্ষণ পরেই ১০.৪৫ টায় থ্রোনরুমে পৌঁছবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তারপরই শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে।
রাজভবনের থ্রোনরুমে অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থ্রোনরুমেই কোভিড আবহে অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। কোভিড-বিধি মেনে হবে শপথগ্রহণ হবে। শপথ গ্রহণের পর নবান্নে হবে মন্ত্রিসভার বৈঠক। সেখানে মন্ত্রিদের মধ্যে দফতর বন্টন করা হবে বলে খবর।
তৃণমূল সূত্রে খবর, সোমবার মন্ত্রীপদে শপথ নেবেন ৪৩ জন। তাঁর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী বাদে আরও ৮ জন মহিলা, মন্ত্রী হচ্ছেন। ৭ জন সংখ্যালঘু বিধায়কও মন্ত্রী হচ্ছেন।
সূত্রের খবর, অর্থমন্ত্রকের দায়িত্ব থাকছে অমিত মিত্রর হাতেই
প্রেক্ষাপট
কলকাতা: আজ সকাল পৌনে ১১টায় রাজভবনে মন্ত্রীপদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪৩ জন সদস্য। তার মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ১০ জন এবং প্রতিমন্ত্রী ৯ জন। একাধিক নতুন মুখ থাকছে মন্ত্রিসভায়।
বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর, ৫-মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ৫ দিন পর, আজ ১০ মে, শপথ নেবে তাঁর মন্ত্রিসভা।
আজ রাজভবনে সকাল পৌনে ১১টায় নতুন মন্ত্রীদের শপথগ্রহণ। হেভিওয়েট পুরনো মন্ত্রীদের প্রায় প্রত্যেকেই মন্ত্রিসভায় ঠাঁই পেলেও, থাকছে কিছু নতুন মুখও।
তৃণমূল সূত্রে খবর, সুব্রত মুখোপাধ্যায়, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সাধন পাণ্ডে, মানস ভুঁইয়া, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ বিশ্বাস, অরূপ রায়, ব্রাত্য বসু, শশী পাঁজা, জাভেদ খানের মতো হেভিওয়েট বিধায়করা পূর্ণ মন্ত্রী হচ্ছেন এবারও।
এছাড়াও নতুন মুখ হিসেবে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বঙ্কিমচন্দ্র হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্রদের।
তৃণমূল সূত্রে খবর, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে তালিকায় নাম রয়েছে, সুজিত বসু এবং ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, সুব্রত সাহা, চন্দ্রিমা ভট্টাচার্যের। এছাড়াও নতুন মুখ হিসেবে শপথ নেবেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার হুমায়ুন কবীর, অখিল গিরি, রত্না দে নাগ, সন্ধ্যারানি টুডু, বুলুচিক বরাইক।
পাশাপাশি, প্রতিমন্ত্রীদের তালিকায় নাম রয়েছে, দিলীপ মণ্ডল, আখরুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা, জ্যোত্স্না মাণ্ডি, পরেশচন্দ্র অধিকারী, ও মনোজ তিওয়ারির।
অসুস্থ থাকায় অমিত মিত্র এবং করোনা আক্রান্ত হওয়ায় ব্রাত্য বসু ভার্চুয়াল শপথ নেবেন। রাজ্যের বিধানসভা আসনের নিরিখে সর্বোচ্চ মন্ত্রী হতে পারেন ৪৪ জন। মুখ্যমন্ত্রীকে নিয়ে এবার মন্ত্রীর সংখ্যা ৪৪-ই হচ্ছে।গতবারের মন্ত্রিসভায় ৪১ জন মন্ত্রী ছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -