WB Election 2021 LIVE: বৈশালীকে বহিষ্কারের পরের দিনই তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বেলুড়, জিটি রোড অবরোধ, চলল 'গুলি'
ভোটের আগে ফের ধাক্কা। বনমন্ত্রী পদে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দিয়ে, বেরিয়ে বললেন, আড়াই বছর ধরে আমার ভিতরে অনেক ক্ষোভ ছিল। ইস্তফা নিয়ে রাজীবের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Jan 2021 01:56 PM
প্রেক্ষাপট
কলকাতা: ভোটের আগে ফের ধাক্কা। বনমন্ত্রী পদে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দিয়ে, বেরিয়ে বললেন, আড়াই বছর ধরে আমার ভিতরে অনেক ক্ষোভ ছিল। ইস্তফা নিয়ে রাজীবের বিরুদ্ধে পাল্টা...More
কলকাতা: ভোটের আগে ফের ধাক্কা। বনমন্ত্রী পদে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দিয়ে, বেরিয়ে বললেন, আড়াই বছর ধরে আমার ভিতরে অনেক ক্ষোভ ছিল। ইস্তফা নিয়ে রাজীবের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।শুভেন্দু অধিকারী, লক্ষ্মীরতন শুক্লার পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে তৃণমূলের পরপর ধাক্কা। দু’মাসে মন্ত্রিত্ব ছাড়লেন তিনজন। আর লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগের পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ায় হাওড়ার বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূল।শুভেন্দু অধিকারী মন্ত্রিত্বের সঙ্গে বিধায়ক পদ এবং দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ৫ জানুয়ারি ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ ছেড়েছেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা। এবার সেই পথে হাঁটলেন হাওড়ারই ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তাঁর ক্ষোভের যে একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তা-ও এদিন কার্যত স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন রাজীব।পদত্যাগী বনমন্ত্রী বলেছেন, ‘আড়াই বছর আগে আমার দফতর বদল হয়। একটা জিনিস তখন আমার খারাপ লেগেছিল। ন্যূনতম সৌজন্য তখন আমি পাইনি। মন্ত্রী হিসেবে সেদিনও সব বৈঠক করেছি। আমাকে টিভিতে দেখতে হয়েছে যে আমাকে সরানো হয়েছে। আমি সেদিন অত্যন্ত অপ্রস্তুত হয়েছিলাম। তারপর দিনই আমি মন্ত্রিত্ব ছেড়ে দিতে চেয়েছিলাম। সেদিন আমাকে উনি নিরস্ত করেছিলেন।’মন্ত্রী হলেও, মন্ত্রিসভার শেষ পাঁচটি বৈঠকে তিনি আসেননি। দু’দফায় তাঁর সঙ্গে বৈঠক করে, মানভঞ্জনের চেষ্টা করেছেন তৃণমূলের মহাসচিব। কিন্তু, তাতে কাজ হয়নি। শুক্রবার রাজীব যখন মন্ত্রিত্ব ছেড়ে ক্ষোভ উগরে দিচ্ছেন, তখন অবশ্য তাতে আর গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘যাঁরা দল ছেড়ে যান, কী কারণে যান, তাঁরারই বলতে পারবেন। জনসমুদ্রের সমর্থনে তৃণমূল আজ এই জায়গায়। সমুদ্র থেকে দু’-ঘটি জল তুলে নিলে সমুদ্রের কিছু যায় আসে না। ঠিক যেমন দুটো পাতা ঝরে গেলে বটগাছের কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই একটা ইঞ্জিন। তিনিই সকলকে টেনে নিয়ে যান। কোন স্টেশনে কে নেমে গেলেন, তাতে কিছু যায় আসে না।’
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
প্রবীণদের নিয়ে দক্ষিণেশ্বর-আদ্যাপীঠ-বেলুড় মঠ দর্শনে গেলেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল নেতা। গতকাল বারাসাত থেকে গাড়িতে করে শতাধিক প্রবীণদের নিয়ে দক্ষিণেশ্বর-আদ্যাপীঠ দর্শনে যান জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর নারায়ণ গোস্বামী। এরপর ওই প্রবীণদের জলপথে নিয়ে যাওয়া হয় বেলুড় মঠেও। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির কটাক্ষ, নির্বাচনের কথা মাথায় রেখে, প্রবীণ ভোটারদের মনজয় করতেই তৃণমূলের এই উদ্যোগ। রাজনীতি-যোগ উড়িয়ে তৃণমূল নেতার দাবি, প্রবীণ নাগরিকদের আনন্দ দিতেই তাঁদের ঘোরানোর ব্যবস্থা করা হয়।