শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি মণ্ডল সহ-সভানেত্রীর বাড়িতে বোমাবাজি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। পাল্টা, প্রার্থী নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে দাবি করেছে তৃণমূল।
গত লোকসভা ভোটের সময় থেকেই বারে বারে উত্তপ্ত হয়েছে কোচবিহারের মাটি। ২ বছর পর, বিধানসভা ভোটের মুখেও অব্যাহত সেই ট্রাডিশন। এবার তুফানগঞ্জে বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজি! শনিবার রাতে মহিষকুচি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির মণ্ডল সহ-সভানেত্রীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। ক্ষতিগ্রস্ত হয় বাড়ির টিনের চাল। বিজেপির অভিযোগ, ভোটের মুখে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই তৃণমূল বোমাবাজি করেছে।
তুফানগঞ্জ ৩৩ নম্বর মণ্ডলের সহ-সভানেত্রী রীতা অধিকারীর অভিযোগ, ‘এর আগেও আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে। গতকাল রাতে আমার বাড়িতে বোমা মারে, ইট মারে। তৃণমূলের দুষ্কৃতীরা একাজ করেছে।’
আক্রান্ত দলীয় নেত্রীর বাড়িতে যান বিজেপির জেলা সভানেত্রী তথা তুফানগঞ্জের প্রার্থী মালতী রাভা রায়। হামলার ঘটনার কড়া নিন্দা করেন তিনি।
তৃণমূলের পাল্টা দাবি, প্রার্থী নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি করা হয়েছে।
খবর পেয়ে রবিবার সকালে এলাকায় যায় বক্সীরহাট থানার পুলিশ। কে বা কারা বোমাবাজি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ভোটের মুখে ফের অশান্ত কোচবিহারের দিনহাটা। একাধিক জায়গায় রাজনৈতিক অশান্তি। পরশু রাতে পুঁটিমারিতে তৃণমূলের ব্লক কমিটির সম্পাদককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে তৃণমূল নেতার গাড়ির কাচে। হামলার অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। দিনহাটার কলেজ পাড়ায় টিএমসিপি নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হয় ২টি তাজা বোমা। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূলের ছাত্র নেতা। অন্যদিকে, ভেটাগুড়িতে তিরবিদ্ধ এক বিজেপি কর্মী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, তা অস্বীকার করেছে শাসকদল। বাংলার মহারণের মুখে কোচবিহারের দিনহাটার তিন জায়গার তিনটি ঘটনা ঘিরে সরগরম এলাকা।