কলকাতা: আজই বিজেপির ইস্তেহার প্রকাশ করতে চলেছেন অমিত শাহ। বিকেল সাড়ে ৫টা নাগাদ সল্টলেকের ইজেডসিসি-তে ইস্তেহার প্রকাশ করা হবে। সূত্রের খবর, একুশের নির্বাচনে বাংলার জন্য বিজেপির ইস্তেহারে থাকছে বেশ কিছু প্রতিশ্রুতি।


এর মধ্যে রয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের অঙ্গীকার। সপ্তম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতিও থাকতে পারে বিজেপির ইস্তেহারে। বিজেপি সূত্রে খবর, তাদের ইস্তেহারে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করার অঙ্গীকার থাকবে। কলকাতাকে এশিয়ার স্মার্টেস্ট সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও থাকবে। জেলা শহরগুলির সামগ্রিক মানোন্নয়নের কথা বলা হবে। মাছ চাষের জন্য পৃথক দফতর তৈরির ভাবনা। কর্মক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি থাকতে পারে বিজেপির ইস্তেহারে। দিঘা-ডুয়ার্স-দার্জিলিং-কলকাতা, রাঢ়বঙ্গ ও সুন্দরবনে ৬টি নতুন পর্যটন সার্কিট তৈরি করা হবে। শহরের সমস্ত নিম্নবিত্ত এলাকায় তৈরি করা হবে পাকা বাড়ি। আগামী পাঁচ বছরে গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমস্ত বাড়িকে পাকা করার প্রতিশ্রুতি। বিজেপির ইস্তেহারে এসবই থাকতে চলেছে বলে সূত্রের খবর।


নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। আজ রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এগরায় জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখান থেকে তিনি হুঙ্কার দেন, বিজেপি কর্মীদের যারা খুন করেছে, প্রয়োজনে তাদের পাতাল থেকে খুঁজে বার করে জেলে ঢোকানো হবে।


খুনিদের পাতাল থেকে বের করে জেলে ঢোকাব, হুঙ্কার শাহর


এগরায় অমিত বলেন, ‘বিজেপি কর্মীদের যারা মেরেছে পাতাল থেকে বের করব। আবার বলছি, খুনিদের পাতাল থেকে বের করে জেলে ঢোকাব। এবার তৃণমূলের গুন্ডারা শিক্ষা পাবে।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় দাঁড়িয়ে বাংলার সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ‘মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামের মাটি। দিদি বলেছিলেন পরিবর্তন করব। আপনারাই বলুন পরিবর্তন হয়েছে?’ তাঁর বক্তব্যের সমর্থনে অমিত শাহ বলেন, ‘আগেও অনুপ্রবেশ হত। এখনও হচ্ছে।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, ‘মমতা অনুপ্রবেশ থেকে রাজ্যকে মুক্ত করতে পারবেন না?’


বিকেলে বিজেপির কার্যালয় থেকে ইস্তেহার প্রকাশ করার কথা অমিত শাহরই।