আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ:  দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জনসভায় ফের অমিত শাহর মুখে উঠে এল ভাইপো-প্রসঙ্গ। ভাইপোকেই মুখ্যমন্ত্রী করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি অমিত শাহর। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।


ঘূর্ণিঝড় আমফানে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। প্রথম দফার ভোটের তিন দিন আগে সেই দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলের খাসতালুকে দাঁড়িয়ে আমফান দুর্নীতি ইস্যুতে ফের অমিত শাহর গলায় উঠে এল ভাইপো-র প্রসঙ্গ!


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, মোদিজি অনেক টাকা পাঠাচ্ছেন। মোদিজি ১০ হাজার টাকা পাঠিয়েছেন, কোনও টাকা পেয়েছেন? ভাইপো অ্যান্ড কোম্পানি সেই টাকা খেয়ে নিয়েছে। সেই টাকা যে চুরি করেছে সিট তৈরি করে তাদের জেলে ঢোকানো হবে। বঙ্গভূমি এখন ঘুস, তোলাবাজির আখড়া তৈরি হয়েছে।


পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সারা বাংলা জানে নরেন্দ্র মোদি এসে ১০০০ কোটি টাকা পাঠিয়েছিল, তখনই ৬ হাজার কোটি টাকা চাওয়া হয়েছিল। পরে রাজ্য সরকার নিজের পকেট থেকে টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। অমিত শাহর এই সব ভাঁওতার জবাব মানুষ দেবেন।


শুধু দুর্নীতির প্রসঙ্গে নয়, গোসাবার সভা থেকে অনুন্নয়ন ইস্যুতেও তৃণমূলকে আক্রমণ করেছেন অমিত শাহ। বলেন, ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান? মমতার নজর এদিকে। মোদির নজর আপনাদের উন্নয়নে। মমতা ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চান। মোদি আপনাদের উন্নয়ন করতে চান।


জবাব দিয়েছে শাসক দল। ফিরহাদ হাকিম বলেন, অভিষেক যুবনেতা, অমিত শাহ নিজের ছেলে যে কোনও দিন ক্রিকেট খেলেনি, তাকে বিসিসিআই সেক্রেটারি করেছে। আদর্শগত ভাবে যুবকদের আমরা দলে আনতে চাই।


সব মিলিয়ে দুই হেভিওয়েটের দ্বৈরথে ভোটের মুখে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।