WB Election 2021: জলপাইগুড়ি: ‘লাঠি দেখালে, দা দেখাবেন’, হুঁশিয়ারি বিজেপির, পাল্টা ‘খেলা হবে’ স্লোগান তৃণমূলের

জলপাইগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে বিজেপি তৃণমূল চাপানউতোর। রথযাত্রার আগে তৃণমূলের বাইক মিছিলে ‘খেলা হবে’ স্লোগান। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হুঁশিয়ারির সুর বিজেপির মুখে। বীরভূমে ফের উঠল ‘খেলা হবে’ স্লোগান।

Continues below advertisement

 

Continues below advertisement

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে বিজেপি তৃণমূল চাপানউতোর। রথযাত্রার আগে তৃণমূলের বাইক মিছিলে ‘খেলা হবে’ স্লোগান। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হুঁশিয়ারির সুর বিজেপির মুখে। বীরভূমে ফের উঠল ‘খেলা হবে’ স্লোগান।

নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে তারইমধ্যে রাজ্যের নানা প্রান্ত থেকে হিংসার খবর অব্যাহত। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বাবু মাস্টারের ওপর হামলার পর বুধবার বিস্ফোরণে আহত হন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী জাকির হোসেন।

এরই মধ্যে তৃণমূলের বিরুদ্ধে হুমকির সুর জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর মুখে। তিনি বলেন, ‘‘তৃণমূল লাঠি দেখালে, তাদের দা দেখাবেন। ওরা দা দেখালে ওদের কুড়ুল দেখাবেন...৷’’

জলপাইগুড়ির তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী জানান, ‘‘এদের শিক্ষার অভাব, যোগ্যতা নেই, তাঁরাই এসব মন্তব্য করে, বিজেপি রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারছে না ৷’’

বুধবার, জলপাইগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হয়। সেখানকার তিনটি বিধানসভা পেরিয়ে নাগরাকাটায় রথ পৌঁছনোর পর দলীয় সভায় প্রকাশ্যে এই হুঁশিয়ারি দেন বিজেপি জেলা সভাপতি।

অন্যদিক রাজগঞ্জ বিধানসভায় রথ ঢোকার আগে বিশাল বাইক মিছিল করে তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের জেলা প্রেসিডেন্ট। সেই মিছিল থেকে ওঠে ‘খেলা হবে’ স্লোগান।

জলপাইগুড়ির এসসি এসটি ওবিসি সেলের প্রেসিডেন্ট কৃষ্ণ দাস জানান, ‘‘খেলা হবে ভোটের বাক্সে, ২০০ আসন পাব, এমন গোল দেব শূণ্য হাতে ফিরতে হবে, ১৫হাজার বাইক মিছিল প্রমাণ করে জেলায় সাতে সাত করব, ধর্মীয় রথ নিয়ে এতে বিভ্রান্ত হবেন না, রথযাত্রা এরা সফল করতে পারবে না, মমতাই ক্ষমতাই আসবে ৷’’

অন্যদিকে জলপাইগুড়ির বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী জানান, ‘‘তৃণমূল মরার সময় হরির নাম শুরু করা হয়েছে, আমরা সবাইকে জয় শ্রীরাম বলিয়ে ছাড়ব, পরিবর্তন যাত্রা মানে সবকিছুর পরিবর্তন হবে, কাটমানি, চুরি বন্ধ হবে, লাঠি দেখালে দা দেখাব, একটা মারলে তিনটে মারব।’’ সবমিলিয়ে ভোটের বঙ্গে রাজনৈতিক তরজায় বিরাম নেই।

Continues below advertisement
Sponsored Links by Taboola