আশাবুল হোসেন ও অরিত্রিক ভট্টাচার্য,কলকাতা :  বিজেপি ভেবেছিল, এক পায়ে খেলতে পারব না। এমন খেলা হবে, জেতাও হবে! বাঁকুড়ার সভা থেকে বিজেপির উদ্দেশে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের।  পাল্টা আক্রমণে প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিংহ বললেন, খেলা হবে, শান্তির খেলা হবে বাংলায়! দাদাগিরি চলবে না।


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষামন্ত্রী। বাংলা দখলে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। উল্টোদিকে হুইলচেয়ারে চেপে সভার পর সভা, গেরুয়া শিবিরের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমে উঠছে নির্বাচনী প্রচার ৷ মেজিয়ার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ২৭ মে খেলতে হবে। একটা ভোট, একটা খেলা। বিজেপি ভেবেছিল আমি এক পায়ে খেলতে পারব না। আমি এমন খেলা খেলব। খেলা হবে, জেতাও হবে ৷ সবংয়ের সভায় বিজেপি সাংসদ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ পাল্টা বলেন, দিদি, সৌরভের মতো ৬ মারব ৷  তিনি বলেছেন, সৌরভ মনস্থির করলেই স্টেপ আউট করে ছয় মারতেন। বাংলার মানুষও তৃণমূলকে স্টেপ আউট করে মাঠের বাইরে ফেলতে মনস্থির করেছেন। সবংয়ের সভা থেকে এভাবেই আক্রমণ শানিয়েছেন রাজনাথ ।


মমতা বনাম রাজনাথ ৷ ভোটে জিততে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফের একবার তাঁর পরীক্ষিত পুরনো অস্ত্র বের করছেন, তখন মমতা সরকারকে আক্রমণ করতে গিয়ে রাজনাথ সিংয়ের হাতিয়ার সেই কাটমানির অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘প্রার্থী যে-ই হোন, এই ভোট আমার ভোট। আপনারা ভোট না দিলে আর সরকার গড়তে পাব না। সব প্রকল্প আটকে যাবে। বিজেপি কিচ্ছু করবে না ৷’’ রাজনাথ সিংহ অন্যদিকে সবংয়ের সভায় বলেন, ‘‘বাংলায় কাটমানি রাজত্ব চলছে। কেন্দ্র থেকে পাঠানো টাকা উন্নয়নে ব্যবহার করা হচ্ছে না ৷’’


রাজনাথ সিংয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক বরাবরই অত্যন্ত ভাল। কিন্তু, ভোট যুদ্ধে, একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।


ভোটের আগে এভাবেই  তৃণমূল ও বিজেপির বাকযুদ্ধ তুঙ্গে উঠেছে। আগামী দিনগুলিতে তা আরও তীক্ষ্ণ হবে বলেই মনে করা হচ্ছে।