হিন্দোল দে, কলকাতা: যাদবপুরে এক বিজেপি কর্মীকে গরম চাটু দিয়ে ছেঁকা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই, পাল্টা দাবি করেছে শাসক দল।


ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক হানাহানির ঘটনা। এবার তার আঁচ লাগল কলকাতাতেও। যাদবপুরের সুলেখা মোড়ের কাছে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। শুক্রবার রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


সুশান্ত বণিক নামে ওই বিজেপি কর্মীর অভিযোগ, রাতে খাবার কিনতে দোকানে গেলে দুই দুষ্কৃতী প্রথমে শাসানি দেয়। এরপরই তাঁকে আক্রমণ করা হয়।


এই বিষয়ে তৃণমূলের স্থানীয় ওয়ার্ড প্রেসিডেন্ট দাবি করেছেন, অভিযুক্তরা দুষ্কৃতী। তৃণমূলের সঙ্গে কোনও সম্পর্ক নেই। ওই দুই দুষ্কৃতী বিজেপির সঙ্গেই যুক্ত।


যাদবপুর থানার পুলিশ জানিয়েছে, বিজেপির দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।