কলকাতা: রাজ্যে ভোটের মুখে একাধিক তারকা এবার যোগ দিলেন তৃণমূলে। হুগলির সাহাগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দিলেন  অভিনেত্রী সায়নী ঘোষ, পরিচালক রাজ চক্রবর্তী ও ক্রিকেটার মনোজ তিওয়ারি। জুন মাল্য, মানালি দে, কাঞ্চন মল্লিক, সুদেষ্ণা রায়ের মতো সিনেমা জগতের সঙ্গে যুক্তরা সামিল হলেন জোড়াফুল শিবিরে। মনোজ-সায়নী-রাজদের হাতে পতাকা তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


এবার রাজ্যে ভোটের আগে রাজনৈতিক নেতাদের সঙ্গে তারকাদেরও যুযুধান দলগুলি সামিল হওয়ার ঘটনা নজর কেড়েছে। সেই ধারাতেই এবার নয়া সংযোজন হল সাহাগঞ্জে মুখ্যমন্ত্রীর সভায়।


মনোজ গতকালই তৃণমূলে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এদিন তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন।


কিছুদিন আগে তথাগত রায়ের সঙ্গে ট্যুইট-যুদ্ধ বেঁধে গিয়েছিল সায়নীর। বিজেপির আক্রমণের মুখে পড়েছিলেন তিনি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। এরইমধ্যে কয়েকদিন আগে বিজেপি নেতা মুকুল রায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলা বিনোদন জগতের একঝাঁক তারকা। সেই ভিডিওতে দেখা গিয়েছিল সায়নীকে। তবে সায়নী বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তৃণমূলে যোগ দিলেন তিনি।


কয়েকদিন আগেই যশ দাসগুপ্ত ও পাপিয়া অধিকারীর মতো তারকারা বিজেপিতে সামিল হয়েছিলেন। এবার সায়নী-রাজরা জোড়ফুল শিবিরে নাম লেখালেন।


ভোটের আগে প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল মন্ত্রিত্ব ও তৃণমূলের সমস্ত পদ ছেড়েছিলেন। এবার ক্রিকেটার মনোজ তিওয়ারি তৃণমূলে সামিল হলেন।