কলকাতা: করোনা পর্বে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতিতে কীভাবে হবে কাজ তা নিয়ে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জমায়েত এড়াতে বাড়ি বাড়ি প্রার্থী নিয়ে প্রচারের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা বেধে দিয়েছে কমিশন। শুধু তাই নয় কোভিড পর্বে ভোটকেন্দ্রেও একাধিক বিধির কথা ঘোষণা করেছে কমিশন।


কমিশন জানিয়েছে, ভোট কেন্দ্রে বাধ্যতামূলক স্যানিটাইজেশন। ভোট গ্রহণের আগের দিন এই স্যানিটাইজেশনের কাজ করতে হবে। ভোট কেন্দ্রে ঢোকার আগে প্রত্যেককে থার্মাল স্ক্রিনিং করানো হবে। এই কাজ করবেন ভোট কর্মী, প্যারা মেডিক্যাল বা আশা কর্মীরা। প্রত্যেকের মাস্ক পরা বাধ্যাতমূলক। যাঁরা মাস্ক পরবেন না তাঁদের মাস্ক দেওয়া হবে।


কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী যদি তাপমাত্রা বেশি হয় তাহলে দ্বিতীয়বার দেখা হবে। তাতেও সংশ্লিষ্ট ব্যক্তির দেহের তাপমাত্রা পরিবর্তন না হলে ভোটগ্রহণের শেষ একঘণ্টার মধ্যে তাঁকে ভোট দিতে আসতে হবে।


ভোট দেওয়ার আগে লাইনে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। পুরুষ, মহিলা এবং প্রবীণ নাগরিকদের জন্য আলাদা লাইন হবে। একটি লাইনে ১৫ থেকে ২০ জন দাঁড়াতে পারবে। প্রত্যেকের মধ্যে থাকতে হবে ৬ ফুটের দূরত্ব। এই দূরত্ববিধি বজায়া রাখা হচ্ছে কি না তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক থাকতে পারবেন। পুরুষ, মহিলা, প্রবীণ নাগরিকদে লাইন আলাদা বোঝানোর জন্য দড়ি ব্যবহার করা যেতে পারে।


কোভিড বিধি সম্পর্কে সচেতন করতে পোস্টার দেওয়া যাবে বলে জানিয়েছে কমিশন। ভোটারদের চিহ্নিত করার জন্য কিছু সময়ের জন্য মাস্ক খোলা যেতে পারে। কমিশন জানিয়েছেন, কোয়ারান্টিনে আছেন এমন ভোটাররা শেষ ঘণ্টায় স্বাস্থ্যবিধি, কোভিড গাইডলাইন মেনে ভোট দিতে পারবেন। এমন ভোটারের সংখ্যা কত তার হিসেব রাখবেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার। যারা কোন্টেইনমেন্ট জোনে আছেন, এমন ভোটারদের জন্য আলাদা গাইডলাইন প্রকাশ করা হবে। কমিশন সাফ জানিয়েছে, ভোটকেন্দ্রে ব্যবহার করা গ্লাভস যথা স্থানে ফেলতে হবে। ছড়িয়ে রাখা বা নোংরা করা যাবে না।