পশ্চিম মেদিনীপুর: গদ্দার-কটাক্ষ নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তৃণমূলনেত্রীর উদ্দেশ্যেবিজেপি রাজ্য় সভাপতি বললেন, 'বাকিদের গদ্দার বলার অধিকার নেই ওনার।'


সম্প্রতি নির্বাচনী জনসভা থেকে একাধিকবার নাম না করে শুভেন্দু অধিকারীর পরিবারকে গদ্দার করে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী বলেন, "যাঁরা পালিয়ে গেছে গদ্দারি করেছে, তাঁরা কে কত নিয়েছে জিজ্ঞেস করুন। বিজেপির সঙ্গে যারা যোগাযোগ রাখে তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখি না। তারা গেল আর এল আমার কোনও যায় আসে না। একসময় অনেক সম্মান করতাম ও ভালবাসতাম। আজ সেই গদ্দার, মীরজাফর, বিশ্বাসঘাতকের দল বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছে। আর বলছে ২০১৪ সাল থেকে তাদের সম্পর্ক ছিল। তার মানে ঘরে ঢুকে সিঁদ কেটেছে। এদের থেকে বড় গদ্দার আর কেউ হতে পারে না।"


এদিন পাল্টা আক্রমণ করেন দিলীপ। বলেন, ১০ বছর ধরে নন্দীগ্রামের মানুষ ওনার সঙ্গে ছিলেন উনি কতবার নন্দীগ্রামে গেছিলেন? কেন ওখানে একটা অফিস খুলে উন্নয়ন করলেন না? যে ওখানে এতদিন প্রাণ বাজি রেখে দলকে জিতিয়েছিল, সে আজ গদ্দার হয়ে গিয়েছে। শুভেন্দু, তাঁর বাবা, তাঁর পরিবার তৃণমূলের জন্য সব করেছে। উনি কংগ্রেস ছেড়ে এসে যদি গদ্দার না হন, তাহলে এঁরা কী করে গদ্দার হলেন? 


বিজেপি নেতা প্রলয় পালকে করা মমতার ফোন নিয়ে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে দিলীপ যোগ করেন, আজকে আমাদের পার্টির নেতাকে ফোন করে বলছেন, চলে এসো সহযোগিতা করতে। ওকে গদ্দারি শেখাচ্ছেন? গদ্দারিটা উনি করেছিলেন, সেই জন্যে বাকিদের গদ্দার বলার অধিকার নেই ওনার।


প্রথম দফার ভোটের পর বাকি দফা নিয়ে যথেষ্ট আশাবাদী দিলীপ। বলেন, মর্নিং শোজ দ্য ডে। শুরু হয়েছে ভাল, শেষ হবে ভাল। আমরা বারবার মানুষকে আবেদন করছিলাম, এগিয়ে এসে ভোট দিন। বাহিনী আছে, কমিশন আছে। নিজের অধিকার সুরক্ষিত করুন। মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। ভোটকেন্দ্রে কোনও অসুবিধে হয়নি। 


তবে, বাইরে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমাদের দলের ৩ কর্মী খুন হয়েছেন। সাধারণ মানুষ এসব উপেক্ষ করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। গত কয়েকদিন ওখানে করতে পারেনি। ফলস্বরূপ, বিজেপি ওখানে প্রায় আসন জিতছে। ওঁর অহঙ্কার চূর্ণ হয়ে গেছে। এখন অনুনয়-বিনয় করে বিভিন্ন লোককে ফোন করছেন। আবেদন-নিবেদন করছেন। উনি ব্যাকফুটে চলে গেছেন। 


ইভিএম নিয়ে প্রশ্ন তোলার জন্য মমতাকে আক্রমণ করেন দিলীপ। বলেন, ২০১১ ও ২০১৬ সালেও এই ইভিএম এই কেন্দ্রীয় বাহিনী ছিল। তখন তিনি জিতেছিলেন। তাহলে এখন কেন ইভিএম ও বাহিনীকে টার্গেট করছেন? কেন এদের হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন? 


WB Election 2021 news, West Bengal Assembly Election 2021, WB Election 2021, West Bengal Election 2021, WB election, West Bengal election,  Mamata Banerjee, Dilip Ghosh