সন্দীপ সমাদ্দার, সৌভিক মজুমদার  আশাবুল হোসেন, পুরুলিয়া ও কলকাতা: পুরুলিয়ার জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়ন গতকাল স্ক্রুটিনির পর বাতিল করেছে নির্বাচন কমিশন। আজ কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল প্রার্থী। হাইকোর্ট নির্দেশ দেয়, কমিশনকে তৃণমূল প্রার্থীর মনোনয়ন গ্রহণ করে তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে।


গতকাল বিধানসভা ভোটে পুরুলিয়ার জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। কিন্তু তার ২৪ ঘণ্টা পরেই আজ কলকাতা হাইকোর্ট ওই মনোনয়ন গ্রহণ করার নির্দেশ দিল। রাজ্যের শাসক দলের এই প্রার্থীর মনোনয়ন ঘিরেই তৈরি হয় বিতর্ক।


আগামী ২৭ মার্চ প্রথম দফায় পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রে ভোট। মনোনয়ন পেশের শেষ দিন ছিল ৯ মার্চ। মনোনয়ন জমা দেন ১৩ জন। স্ক্রুটিনি হয় গতকাল। নির্বাচন কমিশন সূত্রে খবর, স্ক্রুটিনিতে বাতিল হয় তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের  মনোনয়ন। কিন্তু কেন বাতিল হয় উজ্জ্বলের মনোনয়ন? নির্বাচন কমিশন সূত্রে খবর, তৃণমূল প্রার্থীর হলফনামায় ত্রুটি থাকার কারণে মনোনয়ন বাতিল করা হয়। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি। পাল্টা নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল।


আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ জানায়, নির্বাচন কমিশন যে কারণ দেখিয়ে মনোনয়ন বাতিল করেছে, তা সামান্য কারণ। সেটা উপেক্ষা করলে অসুবিধা নেই। যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, তা গ্রহণ করতে হবে।


জয়পুর কেন্দ্রে এবার মূলত ত্রিমুখী লড়াই। তৃণমূলের প্রার্থী উজ্জ্বল কুমার, বিজেপি প্রার্থী নরহরি মাহাতো এবং সংযুক্ত মোর্চার সমর্থনে ফরওয়ার্ড ব্লকের টিকিটে এই কেন্দ্রে লড়ছেন ধীরেন মাহাতো।