কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সব পেট্রোল পাম্প থেকে মোদির ছবি সরাতে নির্দেশ। ৭২ ঘণ্টার মধ্যে মোদির ছবি সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে তৃণমূলের অভিযোগের পরই এই সিদ্ধান্ত নেয় কমিশন। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় এই পদক্ষেপ কমিশনে।


করোনা ভ্যাকসিনের শংসাপত্র বা পেট্রোল পাম্পে রান্নার গ্যাসের বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি। এই নিয়েই তীব্র আপত্তি তোলে তৃণমূল। তাদের অভিযোগ, ভোট ঘোষণার পরে মোদির ছবি ব্যবহারে লঙ্ঘিত হয়েছে আদর্শ আচরণ বিধি। এ নিয়ে নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছে তৃণমূল। বিজেপি অবশ্য এই অভিযোগকে গুরুত্ব দেয়নি।


করোনা ভ্যাকসিনের শংসাপত্রে মোদির মুখ। পেট্রোল পাম্পে, রান্নার গ্যাসের বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি। বাংলায় নির্বাচনী আচরণ বিধি চালু হওয়ার পরও এই সব জায়গায় ‘মোদির মুখ’ থাকায় তীব্র আপত্তি তুলেছে তৃণমূল। মঙ্গলবারই তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানান। এই ইস্যুতেই বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নালিশ জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ তৃণমূল নেতারা। বিজেপি অবশ্য এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘‘কোনও রাস্তার কাজ যদি শুরু হয়, তাহলে এমসিসি চালু হলেও, তা বন্ধ করা যায় না ৷’’


অন্যদিকে, মঙ্গলবার শহিদ মিনার ময়দানে সারা ভারত কীর্তন-বাউল-ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টের সমাবেশে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তিনি প্রতিশ্রুতি দেন, রাজ্যে ক্ষমতায় এলে, কীর্তনশিল্পীদের জন্য পেনশন চালু করবে বিজেপি। কৈলাস বিজয়বর্গীয় এর আগে জানিয়েছিলেন, আমারা ক্ষমতায় এলে, কীর্তন শিল্পীদের পেনশন দেব। ষাট হলেই পাওয়া যাবে পেনশন ৷


একেও নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হিসেবেই দেখছে তৃণমূল। ৮০ বছর বা তার বেশি বয়সী ভোটারদের এবার পোস্টাল ব্যালটে ভোট দানের সুযোগ দেবে নির্বাচন কমিশন। সেই সংক্রান্ত নথি ও তালিকা যাতে সঠিক সময়ে রাজনৈতিক দলগুলির হাতে তুলে দেওয়া হয়, নির্বাচন কমিশনে সেই দাবিও জানিয়েছে তৃণমূল।