WB Election 2021 Voting LIVE: পাঁচটা পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার ৭৬.১৬ শতাংশ

West Bengal Election 2021, Fourth Phase Voting Percentage LIVE Updates:আজ রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায়   ৫ জেলায় মোট ৪৪ আসনে ভোটগ্রহণ। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৫ ও ৯ আসনে ভোট।দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় যথাক্রমে ৯, ১০ ও ১১ আসনে ভোট।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 Apr 2021 11:35 PM

প্রেক্ষাপট

   কলকাতা:  আজ রাজ্য বিধানসভা নির্বাচনের (WB Election 2021) চতুর্থ দফায়   ৫ জেলায় মোট ৪৪ আসনে ভোটগ্রহণ। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৫ ও ৯ আসনে ভোট।দক্ষিণবঙ্গের তিন জেলা...More

WB Election Voting LIVE: বলাগড়ে ভোটের শেষলগ্নে অশান্তি, তৃণমূল ক্যাম্প অফিস ভাঙার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

বলাগড়ে ভোটের শেষলগ্নে অশান্তি। তৃণমূল ক্যাম্প অফিস ভাঙার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। লাঠিচার্জে আহত কয়েকজন। এলাকায় তীব্র বিক্ষোভ। ঘটনায় পুলিশের প্রতিক্রিয়া জানা যায়নি।