WB Election 2021 Voting LIVE: পাঁচটা পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার ৭৬.১৬ শতাংশ
West Bengal Election 2021, Fourth Phase Voting Percentage LIVE Updates:আজ রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ৫ জেলায় মোট ৪৪ আসনে ভোটগ্রহণ। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৫ ও ৯ আসনে ভোট।দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় যথাক্রমে ৯, ১০ ও ১১ আসনে ভোট।
বলাগড়ে ভোটের শেষলগ্নে অশান্তি। তৃণমূল ক্যাম্প অফিস ভাঙার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। লাঠিচার্জে আহত কয়েকজন। এলাকায় তীব্র বিক্ষোভ। ঘটনায় পুলিশের প্রতিক্রিয়া জানা যায়নি।
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রাবন্তী, কটাক্ষ পার্থর
চণ্ডীতলায় বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তকে গো ব্যাক স্লোগান। ছাপ্পা ভোট ধরে ফেলাতেই বিক্ষোভ, বললেন যশ।
মুকুন্দপুরের একটি বুথে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের এক অধ্যাপকের নামে প্রক্সি ভোট। প্রতিবাদ জানিয়ে টেন্ডার ভোট দিলেন তিনি।
বিকেল পাঁচটা পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার ৭৬.১৬ শতাংশ।
কোচবিহারে ভোট পড়েছে ৭৯.৭৩ শতাংশ। আলিপুর দুয়ারে ৭৩.৬৫ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৭৫.৪৯ শতাংশ, হাওড়ায় ৭৫.০৩ শতাংশ ও হুগলিতে ৭৬.০২ শতাংশ ভোট পড়েছে।
চণ্ডীতলার ভগবতীপুরে মোল্লারচকে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। বুথের সামনে বেআইনি জমায়েতের অভিযোগে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। জখম ১। ঘটনায় বিক্ষোভ স্থানীয়দের।
বেলা তিনটে পর্যন্ত ভোটদানের সামগ্রিক হার ৬৬.৭৬ শতাংশ। কোচবিহারে ৭০.৩৯ শতাংশ, আলিপুরদুয়ারে ৬৮.৩৭ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৬৪.২৬ শতাংশ , হাওড়ায় ৬৪.৮৮ শতাংশ, হুগলিতে ৬৭.৪৫ শতাংশ ভোট পড়েছে।
বজবজে ২০ নম্বর বুথে ইভিএমে বিজেপি প্রার্থীর বোতামে লিউকোপ্লাস্ট লাগিয়ে দেওয়ার অভিযোগ। প্রিসাইডিং অফিসারকে অভিযোগ ভোটারদের। এরপর ভোটকেন্দ্রের বাইরে বেরিয়ে আসার পর কয়েকজন ওই ভোটারদের গাড়িতে ভাঙচুর ও হামলা চালানো হয় বলে অভিযোগ। বজবজ থানায় অভিযোগ ওই পরিবারের।
তৃণমূল সাংসদ সৌগত রায়ের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শীতলকুচির ওই বুথে ভোট প্রক্রিয়া বানচালের চেষ্টা করেছিল। তাদের প্রতিরোধ করেছিলেন স্থানীরা। সৌগত রায়ের অভিযোগ, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের পিছনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য ছিল। পুরো পরিকল্পনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত। এই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি জানিয়েছেন সৌগত রায়।
পাঁচলায় জয়রামপুরে ১৮৫ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ। এক তৃণমূল কর্মীর মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ।
শীতলকুচির ১২৬ নম্বর বুথে ভোট স্থগিত। এই বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনায় চার জনের মৃত্যু হয়েছে। আগামীকাল শীতলকুচি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বেহালা পূর্বে হরিদেবপুরে বিজেপি প্রার্থী পায়েল সরকারের গাড়িতে হামলার অভিযোগ। গাড়ির কাচ ভাঙলেও অক্ষত অভিনেত্রী। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
সোনারপুর উত্তরের খেয়াদার কাঠিপোতা প্রাথমিক বিদ্যালয়ের বুথের সামনে উত্তেজনা। পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতার বিরুদ্ধে লাইনে দাঁড়ানো বিজেপি সমর্থক ভোটারদের মারধরের অভিযোগ। প্রতিবাদে সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগমকে ঘিরে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী
শীতলকুচি বিধানসভা আসনের জোড় পাটকিতে ১২৬ নম্বর বুথের বাইরে গুলি চালনায় চার জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা সম্পর্কে সিআরপিএফ জানিয়েছে, ওই বুথে তাদের কোনও জওয়ান মোতায়েন ছিলেন না এবং এই ঘটনার সঙ্গে কোনওভাবে যুক্ত নয়।
১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫২.৮৯ শতাংশ।
আলিপুরদুয়ারে ৫৬.৯৩ শতাংশ, হাওড়ায় ৫১.২৩ শতাংশ, হুগলিতে ৫৪.২০ শতাংশ, দক্ষিণ ২৪ পরগণায় ৪৮.৩৯ শতাংশ ও কোচবিহারে ৫৬.৮৭ শতাংশ ভোট পড়েছে।
ভোটের দিন সকালে উলুবেড়িয়া পূর্বের শ্যামসুন্দরচকে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতের নাম নন্দ নস্কর। পরিবারের দাবি, গতকাল রাতে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরেন ওই বিজেপি কর্মী। আজ সকালে শোওয়ার ঘরের মধ্যে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সকালে ঘটনাস্থলে যান উলুবেড়িয়া পূর্বের বিজেপি প্রার্থী প্রত্যুষ মণ্ডল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি
সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চামুরাট ৪৩ নম্বর বুথ এলাকায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ, তৃণমূলের লোকজন গতকাল রাতে ভোট দিতে যেতে বারণ করে, রীতিমতো হুমকি দেওয়া হয় তাঁদের। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার আইসি-র নেতৃত্বে ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গ্রামবাসীদের আশ্বস্ত করে অবরোধ তুলে দেয়।
চণ্ডীতলার নবাবপুরে মায়ের হয়ে ভোট দেওয়ার অভিযোগ মেয়ের বিরুদ্ধে। বয়স্ক মাকে ইভিএম পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম, দাবি মেয়ের। ওই বুথে অনিয়মের অভিযোগ তোলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম
হুগলির পাণ্ডুয়া বিধানসভার শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি তৃণমূল নেতার। নিজেকে তৃণমূলের এজেন্ট বলে দাবি করলেও, নথি দেখাতে পারেননি শাসক-নেতা। পরে তাঁকে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী।
চতুর্থ দফার নির্বাচনে ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩.৯৮ শতাংশ।
আলিপুরদুয়ারে ৩৮.৬৯ শতাংশ, হাওড়া ৩৩.৭২ শতাংশ, হুগলি ৩৬.৬৩ শতাংশ, দক্ষিণ ২৪ পরগণা ৩০.১৭ শতাংশ ও কোচবিহারে ৩৪.১১ শতাংশ ভোট পড়েছে।
সোনারপুর উত্তর বিধানসভার রানা ভুতিয়া প্রাথমিক বিদ্যালয়ের চারটি বুথের ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযুক্তকে কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেন সোনারপুর উত্তরের বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্য।
শীতলকুচির ঘটনায় বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে যে রিপোর্ট পৌঁছেছে, তা অনুসারে, দুই দলের সংঘর্ষ বেধে গিয়েছিল। থামাতে গিয়ে আক্রান্ত হয় বাহিনী। আত্মরক্ষার্থে গুলি চালাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে।
কসবায় উত্তেজনা। বাইক বাহিনীর দাপটের অভিযোগ বিজেপি প্রার্থীর। তাঁকে ধাক্কাধাক্কি, হেনস্থা করা হয়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি প্রার্থীর।
শীতলকুচির গুলি চালনোর ঘটনায় কমিশনকে জবাব দিতে হবে, দাবি তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে, বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের দাবি, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফলেই কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করা হচ্ছে।
শীতলকুচির জোড় পাটকিতে গুলিবিদ্ধ হয়ে মৃত ৪। শীতলকুচির ১২৬ নম্বর বুথের বাইরে গুলি চালানোর অভিযোগ। কমিশন জানিয়েছে, গুলি চালিয়েছে সিএপিএফ।
শীতলকুচির জোড় পাটকিতে গুলিবিদ্ধ হয়ে মৃত ৪। শীতলকুচির ১২৬ নম্বর বুথের বাইরে গুলি চালানোর অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। মৃতরা তাদের সমর্থক বলে দাবি তৃণমূলের। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে দালালি করছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, আটজনের গুলি লেগেছে।
ভাঙড়ের সাঁইহাটিতে আইএসএফ কর্মীদের ভোটদানে বাধার অভিযোগ। আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকিকে হেনস্থার অভিযোগ।
চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার পাঁচ। এলাকায় প্রচুর পুলিশ বাহিনী। সংশ্লিষ্ট পাড়ায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশের টহলদারি শুরু।
বেহালার মল্লিকপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি।
দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহর ওপর হামলার অভিযোগ। বুথে বুথে ঘোরার সময় তাঁর গাড়ি বিজেপি সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ উদয়ন গুহর। তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। কমিশনে অভিযোগ উদয়ন গুহর।
ক্যাম্প অফিসে নকল ইভিএম মেশিন বসিয়ে স্লিপ দেওয়ার সময় তৃণমূলে ছাপ দেওয়ার পদ্ধতি দেখিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ভাঙ্গরের উত্তর গাজিপুরের ঘটনা।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই রিটার্নিং অফিসারের নির্দেশে ঘটনা খতিয়ে দেখেন সেক্টর অফিসার। তিনি নিজে ঘটনাস্থলে যান। তবে অনৈতিক কোনও কিছু তিন দেখতে পাননি বুথ চত্বরে। বুথের পরিস্থিতি শান্তিপূর্ণই ছিল।
কসবার ধানকল এলাকায় বিজেপি সমর্থকদের হুমকি, ভোটারদের ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
চুঁচুঁড়ার বিশলপাড়ায় লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
টালিগঞ্জের ব্রহ্মপুরে ‘জাল ভোটার’কে হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁকে দেখে ওই ভোটার পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ।পাল্টা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তোলে তৃণমূল।
দুটি অভিযোগের প্রেক্ষিতেই নির্বাচন কমিশন জানিয়েছে, এই ধরনের কোনও ঘটনাই ঘটে। ভোটগ্রহণ এগিয়েছে শান্তিপূর্ণভাবে।
ভোটের লড়াইয়ের আবহে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দুই তারকা প্রার্থী অঞ্জনা বসু ও লাভলি মৈত্রের গলায় একে অপরের জন্য শোনা গেল শুভেচ্ছা, সৌহার্দ্যের বার্তা
লিলুয়ায় তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ বিজেপির।
কোচবিহারের পাঠানটুলিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। দফায় দফায় পথ অবরোধ দুই দলের। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এলাকায় উত্তেজনা।
বেহালা পূর্বের হরিদেবপুরে আধা সেনার সঙ্গে তর্কাতর্কি তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি।
শীতলকুচির পাগলা পীর এলাকায় প্রথমবার ভোট দিতে এসে ১৮ বছরের তরুণের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু। গুলি চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম আনন্দ বর্মন। ভোটের লাইনে দাঁড়ানো ওই তরুণের পিঠে গুলি লাগে। মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। মৃতের বাবার দাবি, তাঁর ছেলে বিজেপি সমর্থক। অন্যদিকে, মৃতকে নিজেদের সমর্থক বলে দাবি করেছে তৃণমূল। অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন।
এর আগে এই এলাকায় বেআইনি জমায়েত হঠাতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের দাবি, তাদের এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়।
সকালে ভোট শুরুর আগে থেকেই পাগলা পীর এলাকায় রাস্তায় বোমা পড়ে থাকতে দেখা যায়। ২৬৫ নম্বর বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মুখে ঢুকিয়ে বোতল ঢুকিয়ে দেওয়ায় গুরুতর জখম হন এক বিজেপি কর্মী। বোমা-বন্দুক নিয়ে বিজেপি কর্মীদের হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। প্রতিবাদে বাঁশ-লাঠি নিয়ে রাস্তায় জড়ো হন বিজেপি কর্মীরা। শুরু করেন পথ অবরোধ। পরে ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় এক তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ।
দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রিসাইডিং অফিসারের সামনেই তৃণমূল এজেন্টকে বসতে বাধা, রাজি না হওয়ায় ভাইপোকে পণবন্দি করে ভয় দেখিয়ে বের করে দেওয়ার অভিযোগ। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল ভোটাররা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তাঁরা। খবর পেয়ে এলাকায় যান দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। প্রার্থীর হস্তক্ষেপে শেষপর্যন্ত বুথে বসেন তৃণমূলের এজেন্ট। ঘটনাস্থলে যায় ক্যুইক রেসপন্স টিম।
সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার ১৫.৮৫ শতাংশ।
কোচবিহারে ভোটদানের হার ১৫.৮৫ শতাংশ। আলিপুরদুয়ারে ১৭.৯৭ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ১৩.২৬ শতাংশ। হাওড়ায় ১৭.৪৮ শতাংশ। হুগলিতে ১৭.০৪ শতাংশ।
যাদবপুরের গাঙ্গুলিবাগানের রায়পুরের একটি বুথে সিপিএম এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। ভুয়ো ভোটারকে চিহ্নিত করার পরই তাঁর চোখে লঙ্কার গুঁড়ো দেওয়া হল বলে অভিযোগ ওই এজেন্টের।
অভিযোগ অস্বীকার তৃণমূলের।
এবিপি আনন্দর খবরের জের, ভেটাগুড়ির বুথের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন।
দিনহাটায় ভেটাগুড়িতে পুলিশকে ঘিরে বিক্ষোভ। ভোট দিতে বাধা, ভয় দেখানোর অভিযোগ। এই অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ ভোটারদের।এক্ষেত্রে ভোটারদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।
তৃণমূল এজেন্টের ভাইপোকে অপহরণের অভিযোগ। বুথ থেকে তৃণমূল এজেন্ট না বেরোলে ছাড়া হবে না বলে হুমকি। সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারের বক্তব্যে বিভ্রান্তি।
রাজ্যে চতুর্থ দফা ভোটের আগে দিন উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে এসে খুন বিহার পুলিশের অফিসার। ঘটনাটি ঘটেছে পান্তাপাড়া গ্রামে। নিহত পুলিশ অফিসারের নাম অশ্বিনী কুমার। গতকাল রাতে অভিযুক্তকে ধরতে চাকুলিয়ায় আসে বিহারের কিষাণগঞ্জ থানার পুলিশ। পূর্ণিয়া পুলিশের আইজি জানিয়েছেন, স্থানীয় দুষ্কৃতীরাই ওই পুলিশ অফিসারকে খুন করে।
কসবায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর। প্রার্থীর অভিযোগ, বেআইনি জমায়েত নিয়ে।
শীতলকুচিতে ভোটের লাইনে দুষ্কৃতীদের গুলিতে নিহত ১৮-২০ বছরের নতুন ভোটার।
শীতলকুচিতে ভোটের লাইনে গুলি, মৃত্যু ১। মৃত তাদের সমর্থক বলে দাবি তৃণমূলের। যদিও পরিবারের দাবি, তিনি বিজেপি সমর্থক।তাঁদের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে।
ভাঙড়ে চলছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল।
শীতলকুচির জোর পাটকিতে ভোটারদের বাধাদানের অভিযোগ। ২৬৫ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বাধা দানের অভিযোগ।
টালিগঞ্জে গাঁধী কলোনিতে বিজেপি এজেন্টকে বাধাদানের অভিযোগ। বুথে যান বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। প্রয়োজনীয় নথি ছিল না, দাবি তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের।
শীতলকুচির পাগলা পীরে গুলি চালানোর অভিযোগ। তৃণমূলের অভিযোগ, গুলি চালিয়েছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ তৃণমূলের। বেআইনি জমায়েত সরাতে লাঠিচার্জ পুলিশের।
ভোট শুরুর কয়েকঘণ্টা আগে বেহালা পূর্ব বিধানসভার রামজীবনপুরে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর। বিজেপি কর্মীদের অভিযোগ, ভোট দিতে গেলে খেলা হবে বলে হুমকি দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিবাদ করায় শুরু হয় ইটবৃষ্টি। হামলা, হুমকির অভিযোগ অস্বীকার তৃণমূলের। তিনজন তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে। আক্রান্ত কর্মীদের বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী পায়েল সরকার।
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখনও পর্যন্ত যাদবপুরে চলছে নির্বিঘ্নে ভোটগ্রহণ। এর আগে পাটুলিতে আক্রান্ত হয়েছিলেন সিপিএমের মহিলা এজেন্ট।
কসবায় বিজেপি প্রার্থীকে বাধাদানের অভিযোগ। আটক এক তৃণমূল কর্মী।
কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁকে ঘিরে উত্তেজনা। বুথের বাইরে ঘিরে ধরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ।
ভোট শুরুর আগে বালি বিধানসভার অন্তর্গত ৬৪ নম্বর বুথে বেলুড়ের লালবাবা কলেজে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে উত্তেজনা। বিজেপির অভিযোগ, বুথে বসতে বাধা দেওয়া হয় তাদের এজেন্টকে। এনিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা গড়ায় হাতাহাতিতে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’ পক্ষের এজেন্টকেই বুথে বসানো হয়
ভোটের দিন সকালে হেলমেট পরে বাড়ি থেকে বেরোলেন নাটাবাড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ।
আজ রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ। কলকাতার একাংশ-সহ ৫ জেলার ৪৪টি আসনে ভোটগ্রহণ । হাওড়ার ৯টি, আলিপুরদুয়ারের ৫টি, কোচবিহারের ৯টি, দক্ষিণ ২৪ পরগনার ১১টি ও হুগলির ১০টি আসনে ভোটগ্রহণ। মোতায়েন থাকছে প্রায় ৮০০ কোম্পানি বাহিনী। কলকাতায় বুথের ২০০ মিটার ও অন্যত্র ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি হয়েছে।
হাওড়ার যে ৯টি আসনে আজ ভোটগ্রহণ- বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব এবং ডোমজুড়।
আলিপুরদুয়ারের ৫টি আসন হল-কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা ও মাদারিহাট।
কোচবিহারের ৯টি আসন হল- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি ও তুফানগঞ্জ।
দক্ষিণ ২৪ পরগনার যে ১১টি আসনে ভোটগ্রহন হচ্ছে-সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ।
হুগলির ১০টি আসন হল- উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম এবং চণ্ডীতলা।
কোচবিহারের শীতলকুচি বিধানসভার পাগলাপিতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম এক বিজেপি কর্মী। প্রতিবাদে পথ অবরোধ বিজেপির। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি
যাদবপুর শহিদ স্মৃতি কলোনিতে যুবশক্তি সঙ্ঘের বুথে বিজেপি এজেন্টের মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ভোট শুরুর কয়েকঘণ্টা আগে বেহালা পূর্ব বিধানসভার রামজীবনপুরে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর। বিজেপি কর্মীদের অভিযোগ, ভোট দিতে গেলে খেলা হবে বলে হুমকি দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিবাদ করায় শুরু হয় ইটবৃষ্টি। হামলা, হুমকির অভিযোগ অস্বীকার তৃণমূলের।
ভোটের আগের রাতে ভাঙড় বিধানসভার কৃষ্ণমাটি এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, হামলার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য এসমাইল মোল্লার বাড়ির সামনে পার্টি অফিস ভাঙচুর করে আইএসএফ সদস্যরা। যদিও আইএসএফের দাবি, নিজেরা ভাঙচুর করে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে তৃণমূল।
ভোট শুরুর আগেই পাটুলিতে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ। এক্ষেত্রে মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বামপ্রার্থী সুজন চক্রবর্তী ঘটনাস্থলে এসে পৌঁছন। ঘটনাস্থলে এসে পৌঁছছে নিরাপত্তা বাহিনী।
সকাল সাতটা থেকে শুরু ভোটগ্রহণ
প্রেক্ষাপট
কলকাতা: আজ রাজ্য বিধানসভা নির্বাচনের (WB Election 2021) চতুর্থ দফায় ৫ জেলায় মোট ৪৪ আসনে ভোটগ্রহণ। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৫ ও ৯ আসনে ভোট।দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় যথাক্রমে ৯, ১০ ও ১১ আসনে ভোট।
কোন কোন আসনে ভোট-
কোচবিহার (৯)- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।
আলিপুরদুয়ার(৫)- কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।
দক্ষিণ ২৪ পরগণা (১১)- সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াব্রুজ।
হাওড়া (৯)-উত্তর হাওড়া, বালি, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, পাঁচলা, সাঁকরাইল, ডোমজুড়, উলুবেড়িয়া পূর্ব।
হুগলি (১০)- উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -