WB Election Rallies 2021 LIVE: বিজেপির সবকিছুই জুমলা, ইস্তেহার প্রকাশের পর আক্রমণ সৌগত রায়ের

West Bengal Assembly Election 2021 LIVE Updates: অমিত শাহও এদিন পূর্ব মেদিনীপুরের এগরায় জনসভা করবেন। অমিত শাহের সভায় আমন্ত্রণ জানাতে গতকাল শিশির অধিকারীর বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য। দু’জনের প্রায় আধঘণ্টা বৈঠক হয়। সভায় যেতে সম্মত হয়েছেন শিশিরও। তাহলে কি আজই পদ্মে-প্রবেশ সিনিয়র অধিকারীর? জল্পনা তুঙ্গে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Mar 2021 07:14 AM

প্রেক্ষাপট

 কলকাতা: আজ রাজ্যে ভোটের প্রচারে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়ায় মোদি, এগরায় অমিত শাহ জনসভায় ভাষণ দেবেন। বিকেলে বিজেপির ইস্তেহার প্রকাশিত হবে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে...More

WB Election 2021: প্রচারের শেষপর্বে এসে বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের স্লোগান কাল্টু এখন পাল্টু

পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ। প্রচারের শেষপর্বে এসে বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের স্লোগান কাল্টু এখন পাল্টু। প্রচারে বিজেপি প্রার্থীর দলবদলের ইতিহাসকেই কটাক্ষ শাসক শিবিরের। ভোটের ফল বের হলে উল্টে যাবে তৃণমূল সরকার, পাল্টা জোড়াফুলের দলকে নিশানা গেরুয়া শিবিরের প্রার্থীর।