অমিতাভ রথ, ঝাড়গ্রাম: প্রচারে বেরিয়েছেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী! আশেপাশে ঘিরে রয়েছেন অনুগামীরা! মানুষের সঙ্গে কথা বলছেন, হাত নাড়ছেন! এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল! কিন্তু গোল বাধে এরপরই! ভোটারদের ভোটের আগের দিন খরচ দিয়ে দেওয়ার প্রতিশ্রুতির কথা শোনা যায় বিজেপি প্রার্থীর পাশে থাকা এক ব্যক্তির গলায়!


ভাইরাল এই ভিডিও সামনে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক! ভিডিওটি দিন সাতেক আগেকার। সেদিন ঝাড়গ্রামের জুবিলি মার্কেট লাগোয়া এলাকায় প্রচারে বেরিয়েছিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী সুখময় শতপথি। তখনই এই ঘটনা ঘটে। এ ছবি দেখার পরই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা বলেন, ‘‘নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছি। ভোটের আগে এরকম অনেককিছু করবে। মানুষ বুঝে গেছে। কোনও লাভ হবে না।’’


ভাইরাল হওয়া ভিডিওয় প্রচারে তাঁর পাশে থাকা ব্যক্তিকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিতে শোনা গেলেও তা অস্বীকার করেছেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী সুখময় শতপথী ৷ তিনি বলেন, ‘‘এগুলো তৃণমূল করে থাকে। আমরা এসব করি না। কে কী বলেছে তার দায়িত্ব আমার নয়।’’


লোকসভা ভোটের সময় থেকেই বিজেপির বিরুদ্ধে নির্বাচনে টাকা ছড়ানোর অভিযোগ করে একের পর এক তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভা ভোটের আগে ভাইরাল হওয়া ঝাড়গ্রামের ভিডিও সামনে আসার পরেই পুরুলিয়ার পারার সভা থেকে এ নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ঝাড়গ্রামের প্রার্থী টাকার তোপ দিচ্ছেন। পাঁচশো, হাজার টাকা দিলে নিয়ে নি, ভোট দেবেন না বিজেপিকে।


২৭ মার্চ প্রথম দফায় ভোটগ্রহণ রয়েছে ঝাড়গ্রামে। তার আগে নির্বাচন কমিশনে বিজেপির বিরুদ্ধে টাকা দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ দায়ের হল।