পশ্চিম মেদিনীপুর:  আসল নাম হিরণময় চট্টোপাধ্যায়। রূপোলি পর্দার হিরণ। এক সময়ের যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি। গত ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগনার নামখানায় অমিত শাহর সভায় যোগদান করেন বিজেপিতে।  


এবার তিনি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরের বিজেপি প্রার্থী। লড়াই ত্রিমুখী হলেও এই আসনে গেরুয়া শিবিরের তারকাপ্রার্থীর দিকেই নজর সকলের। খড়গপুর সদর কেন্দ্রে হীরণের লড়াই ঘাসফুল প্রার্থী প্রদীপ সরকার ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রীতা শর্মার সঙ্গে। প্রচারে চলছে জোরকদমে ৷


গত ১২ মার্চ দিলীপ ঘোষের সঙ্গে হুডখোলা জিপে র‍্যালি করে খড়গপুর সদরে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে হলফনামা দিয়ে জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান। 


হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে হিরণের মোট আয় ৭ লক্ষ ৮০ হাজার ২৫০ টাকা। তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের মোট আয় ৪ লক্ষ ৮২ হাজার ৯৩০ টাকা।মনোনয়ন জমা দেওয়ার সময় হাতে নগদ ছিল ২ লক্ষ টাকা। স্ত্রীর হাতে ছিল ২০ হাজার টাকা। 


বিজেপি প্রার্থী ও তার স্ত্রীর সঞ্চয় আছে অসংখ্য ব্যাঙ্কে। বিনিয়োগ করেছেন বন্ড, শেয়ার, এনএসএস ও মিউচুয়াল ফান্ডে।হলফনামা অনুযায়ী, তারকা প্রার্থীর একটি গাড়ি আছে। যার বর্তমান দাম ৭ লক্ষ ৬৮ হাজার টাকা। 


স্ত্রীর নামে কোনও গাড়ি নেই। হিরণের নামে সোনা আছে ৪ লক্ষ টাকার। স্ত্রীর গয়নার বাজার দাম ৬ লক্ষ টাকা।সব মিলিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮৬ লক্ষ ২ হাজার ৮৯৩ টাক। আর তাঁর স্ত্রী অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৯ লক্ষ ১ হাজার ২৮৯ টাকা।অর্থাত্‍ দু’জনের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ, ২ কোটি ৬৫ লক্ষ ৪ হাজার ১৮২ টাকা। 


শুধু অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়াই নয়, হলফনামায় খড়গপুর সদরের বিজেপির তারকা প্রার্থী জানিয়েছেন,তাঁর স্ত্রীর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। হিরণের স্থাবর সম্পত্তি বলতে আছে ফ্ল্যাট। যার বর্তমান দাম ৪০ লক্ষ টাকা। আর আছে ব্যবসায়িক কাজে ব্যবহরের বাড়ি। যার দাম ৯০ লক্ষ টাকা। 


অর্থাত্‍ হিরণ চট্টোপাধ্যায়ের স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪০ লক্ষ টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে দম্পতির সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৫০ লক্ষ ৪ হাজার ১৮২ টাকা। হলফনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে ফৌজদারি মামলা রয়েছে।