শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: কোচবিহারের দিনহাটায় বিজেপির শহর মণ্ডল সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় আজ সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, পরিকল্পতভাবে খুন করা হয়েছে মণ্ডল সভাপতিকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ দেহ নামাতে গেলে বিজেপি কর্মীরা বাধা দেন। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।


ঘটনাস্থলে এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়। উত্তেজনা ছড়ায় অন্যত্রও। দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহর অফিসে ভাঙচুর চালানো হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। এরপর শুরু হয়ে যায় ধুন্ধুমার। ঘটনাস্থলে যান দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি দলীয় কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন।


প্রথম দফার ভোটের তিনদিন আগে বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার...। যা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহারের দিনহাটা। দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়ল পুলিশ...ভাঙচুর হল তৃণমূল প্রার্থী উদয়ন গুহের অফিস ৷ অবরোধ করা হল দিনহাটার পাঁচমাথার মোড় ৷ বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বুধবার কার্যত বন্ ধের চেহারা নেয় দিনহাটা। সূত্রের খবর, মঙ্গলবার রাতে কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দিনহাটায় বিজেপির শহর মণ্ডল সভাপতি অমিত সরকারকে ৷ বুধবার সকালে দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় বছর পঁয়তাল্লিশের ওই নেতার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে


ক্ষোভে ফেটে পড়েন এলাকার বিজেপি কর্মীরা। দেহ নামাতে গেলে বিজেপি কর্মীদের বাধার মুখে পড়ে পুলিশ। এরপরই দিনহাটার একাধিক জায়গায় পথে নামেন বিজেপি কর্মীরা। শাসক দলের মদতে খুন করা হয়েছে এই অভিযোগে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর অফিস ভাঙচুর করা হয়। মার খান এক তৃণমূল কর্মীও।দিনহাটায় একাধিক জায়গায় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট।


কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। বিজেপির অভিযোগ, গত বছর হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মতো দিনহাটার দলীয় নেতাকে খুন করিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে দলীয় নেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করেছেন দিনহাটার বিজেপি প্রার্থী।


দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক বলেন, ‘‘এ কী রাজনীতি চলছে দিনহাটায়! এক এক কর্মীকে আমরা হারাচ্ছি, আমাদের বিধায়ককে যেভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ৷ আমরা সিবিআই তদন্ত চাই ৷’’


রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমাদের কর্মীকে, দিদি-ভাইপোর খেলা শুরু হয়েছে, ভেবেছে এভাবে আমাদের ঘরে বসিয়ে দেবে, কিন্তু তা হবে না ৷’’


যাবতীয় অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ করেছে তৃণমূল। দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন, ‘‘আমার কাছে খবর আছে এমপির বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অপমান করা হয়, রাতে আবার ডেকে নিয়ে যায়, নিশ্চয়ই পরিচিত কেউ ডাকে, তৃণমূলের কেউ ডাকলে জবরদস্তি করত,রাজনৈতিক ফায়দা তুলতে এধরনের কথা বলছে ৷’’
 
পুলিশ সূত্রে দাবি,মৃত বিজেপি নেতার পকেট থেকে মিলেছে একটি চিরকূট। যাতে কয়েক জনের নাম মিলেছে। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।