মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: "খেলা হবে" স্লোগানে এবার নির্বাচনী উত্তাপ চরমে। আর সেই ক্যাচলাইন স্লোগানের ঢেউ এবার আছড়ে পড়ল বাঙালীর চৈত্র সেলের বাজারে। রাজনৈতিক প্রচারের ময়দানে ওভার বাউন্ডারি সীমানা ছাড়িয়ে টি-শার্টের পড়ে এবার মেয়েদের চুড়িদারে 'খেলা হবে' বাহারি লেখা ফুটে উঠেছে দুর্গাপুরের বেনাচিতি বাজারে। চৈত্র সেলের পসরায় বস্ত্র ব্যাবসায়ীদের নতুন চমক ইতিমধ্যেই বাজার মাত করেছে। দেদার বিকোচ্ছে টি-শার্টের পাশাপাশি চুড়িদারও।


রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রচারে তাঁদের মুখেও "খেলা হবে" স্লোগান। গ্রামবাংলা থেকে শহরতলিতে মিটিং-মিছিলে "খেলা হবে" স্লোগানের পাশাপাশি গানও বাজছে। দেওয়াল লিখন থেকে ফ্লেক্স ও ব্যানারেও "খেলা হবে" একই স্লোগান। 


তবে খেলা হবে স্লোগানের আগে আবার কোথাও কোথাও যোগ হয়েছে, "ভাঙা পা'য়ে খেলা হবে এবার"। রাজনৈতিক নেতাকর্মীরা সকলেই বলছে 'খেলা হবে'। ওই ক্যাচলাইন স্লোগান এখন কথায় কথায় আমজনতার মুখেও জায়গা নিয়েছে। রাজ্যের বেশকয়েকটি বাজারে 'খেলা হবে' স্লোগান লেখা টি- শার্ট ইতিমধ্যেই দেদার বিকোচ্ছে তবে দুর্গাপুরের বাজারে কেবল টি- শার্ট নয় মেয়েদের চুড়িদারেও 'খেলা হবে' লেখা জ্বলজ্বল করছে।


বাঙালীর চৈত্র সেলেও এই রাজনৈতিক স্লোগান নতুন ফ্যাশনের জায়গা নিয়েছে। বেনাচিতি বাজারে বেশ কয়েকটি দোকানে বিক্রি হচ্ছে 'খেলা হবে ' লেখা টি - শার্ট ও চুড়িদার। বেনাচিতি বাজারের একজন বস্ত্র ব্যাবসায়ী  বলেন, এবার নির্বাচনে ' খেলা হবে' কথাটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয় হওয়ায় বাজারে চাহিদা রয়েছে 'খেলা হবে' লেখা টি-শার্টের। চাহিদা বুঝে এক ডজন টি-শার্ট এনে ছিলাম।  অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে চাহিদা সব থেকে বেশি। পাশাপাশি  মহিলাদেরও চাহিদা থাকায় এবার চুড়িদার নিয়ে এসেছি। প্রায় ২০ ডজন এনেছিলাম এখন সেগুলি প্রায় শেষের মুখে। তিনি যোগ করেন, গ্রাহকরা সব রকম রঙের টি-শার্ট ও চুড়িদার কিনছেন। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের রঙ দেখছে না। টি-শার্ট ১০০ টাকা করে ও চুড়িদার ১৫০ টাকা করে সেলের বাজারে বিক্রি করছি। এখন চৈত্র সেলের বাজার তারমধ্যে আবার নির্বাচন থাকায় ব্যাবসা ভালোই হচ্ছে।


ওই বাজারের একজন ক্রেতা বলেন, রাজনীতি তেমন কিছু বুঝিনা। তবে এবার নির্বাচনে কেবল শুনছি খেলা হবে। কি খেলা হবে জানি না। তবে এখন প্রতিটি বন্ধুর মুখে কথায় কথায় শুনছি 'খেলা হবে'। সবক্ষেত্রেই এই কথাটি ব্যবহার হচ্ছে। 'খেলা হবে' কথাটি বর্তমানে ফ্যাশন স্টেটমেন্ট হয়ে গিয়েছে। তাই 'খেলা হবে' লেখা চুড়িদার কিনেছি।তৃণমূল সমর্থক অপর এক ক্রেতা উজ্জ্বল ধীবর বলেন, এবার ভোটে বহিরাগতদের সাথে খেলা হবে। বাংলার উন্নয়ন'কে সামনে রেখে খেলা হবে। ভাঙা পা'য়ে খেলা হবে। আমরা সর্বত্র প্রচার করছি বিভিন্ন রকম ভাবে। এবার ' খেলা হবে' লেখা টি-শার্ট পড়ে সর্বক্ষণ প্রচার করবো।