Amit Shah Speech LIVE: ‘সিএএ হলে মুসলিমদের নাগরিকত্ব যাবে না’, ঠাকুরনগরে বললেন শাহ

Amit Shah Speech LIVE Updates in Thakurnagar: বৃহস্পতিবার বিকেলে ঠাকুরনগরে মতুয়াদের মাঝে পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Feb 2021 04:49 PM
‘বিজেপি ক্ষমতায় এলে শুধু অনুপ্রবেশ নয়, পায়রাও ঢুকতে পারবে না’

‘বিজেপি ক্ষমতায় এলে শুধু অনুপ্রবেশ নয়, পায়রাও ঢুকতে পারবে না,’ ঠাকুরনগরে বললেন অমিত শাহ।

'অনুপ্রবেশ রুখতে পারবে না মমতার সরকার'

‘বিজেপি ক্ষমতায় এলে ঠাকুরনগর রেলস্টেশনের নাম শ্রীধাম রেলস্টেশন হবে। অনুপ্রবেশ রুখতে পারবে না মমতার সরকার,’ বললেন অমিত শাহ।

তৃণমূল, বাম, কংগ্রেস সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে: অমিত শাহ

‘এপ্রিলের পর মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল, বাম, কংগ্রেস সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে। বলছে নাগরিকত্ব চলে যাবে। সিএএ লাগু করবে বিজেপি, কারও নাগরিকত্ব যাবে না। সিএএ হলে মুসলিমদের নাগরিকত্ব যাবে না,’ ঠাকুরনগরে বললেন অমিত শাহ।

‘৭০ বছর ধরে মতুয়া, নমঃশূদ্ররা নাগরিকত্ব পাননি, ২০১৮ সালে বলেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেবে বিজেপি'

‘৭০ বছর ধরে মতুয়া, নমঃশূদ্ররা নাগরিকত্ব পাননি। ২০১৮ সালে বলেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেবে বিজেপি। ২০১৯ সালে মতুয়া সমাজ বিজেপির ঝুলি ভরে দিয়েছিল। ২০২০ সালে সিএএ নিয়ে এসেছি। করোনার জন্য সিএএ পিছিয়ে গেছে। মমতা বলছেন বিজেপি মিথ্যা কথা বলছেন। আমরা যা বলি, তাই করি,’ ঠাকুরনগরে বললেন অমিত শাহ।

'বাংলায় হিংসা, মহিলাদের ওপর অত্যাচার সবচেয়ে বেশি। এত হিংসা হলে কীভাবে বাংলায় উন্নতি হবে?’

‘মমতার আমলে বাংলা ধ্বংস হয়ে গেছে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার, সোনার বাংলা গড়বে বিজেপি। বাংলায় হিংসা, মহিলাদের ওপর অত্যাচার সবচেয়ে বেশি। এত হিংসা হলে কীভাবে বাংলায় উন্নতি হবে?’ ঠাকুরনগরে মমতা সরকারকে আক্রমণ অমিত শাহর

বামেদের আমল থেকে বাংলায় হিংসা শুরু হয়েছে: অমিত শাহ

‘শান্তনু ঠাকুরকে বলেছিলাম ঠাকুরনগরে আসব। বামেদের আমল থেকে বাংলায় হিংসা শুরু হয়েছে। মমতা হিংসা রুখতে পারেননি, বিজেপি রুখবে। মতুয়াদের যথাযোগ্য সম্মান দেবে বিজেপি,’ ঠাকুরনগরে বললেন অমিত শাহ

‘৫ বছরে গরিবদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বিজেপি'

‘৫ বছরে গরিবদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বিজেপি। আয়ুষ্মান ভারতে মানুষদের স্বাস্থ্যের জন্য ৫ লক্ষ টাকা,’ ঠাকুরনগরে বললেন অমিত শাহ

এপ্রিল তো অনেক দেরি, ঠাকুরনগরে আমি বারবার আসব: অমিত শাহ

আমি আগেরবার বাংলা সফরে ঠাকুরনগরে না আসায় মমতাদিদি খুব খুশি হয়েছিলেন, আরে এপ্রিল তো অনেক দেরি। আমি এখানে বারবার আসব। ঠাকুরনগরে বললেন অমিত শাহ

প্রেক্ষাপট

ঠাকুরনগর: বৃহস্পতিবার বিকেলে ঠাকুরনগরে মতুয়াদের মাঝে পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে এদিন কোচবিহারের সভা থেকে মমতাকে চ্যালেঞ্জ করেন অমিত শাহ। বলেন, 'গুন্ডাদের দিয়ে বাংলা দখল করার চেষ্টা রুখবে বিজেপি।'

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.