WB Election 2021 LIVE: কুলতলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় গরহাজির জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল, তুঙ্গে জল্পনা

West Bengal election 2021 live updates: বেলেঘাটায় বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়ে হুমকি, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। থানায় নালিশ জানাতে গেলে, পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। প্রতিবাদে রাতে বেলেঘাটা থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Jan 2021 10:16 PM

প্রেক্ষাপট

কলকাতা: বেলেঘাটায় বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়ে হুমকি, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। থানায় নালিশ জানাতে গেলে, পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। প্রতিবাদে রাতে...More

ভিক্টোরিয়ায় নেতাজি-জয়ন্তীর সরকারি অনুষ্ঠানে জয় শ্রী রাম ধ্বনি ঘিরে বিতর্ক তুঙ্গে। বিশিষ্টদের একাংশের মতে, এই ঘটনা অনভিপ্রেত। বাংলার সংস্কৃতির পক্ষে অপমানজনক। ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বক্তব্য না রাখার বিষয়টিও ঠিক নয় বলে কেউ কেউ মনে করছেন।