WB Election 2021 LIVE: কুলতলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় গরহাজির জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল, তুঙ্গে জল্পনা

West Bengal election 2021 live updates: বেলেঘাটায় বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়ে হুমকি, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। থানায় নালিশ জানাতে গেলে, পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। প্রতিবাদে রাতে বেলেঘাটা থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Jan 2021 10:16 PM
ভিক্টোরিয়ায় নেতাজি-জয়ন্তীর সরকারি অনুষ্ঠানে জয় শ্রী রাম ধ্বনি ঘিরে বিতর্ক তুঙ্গে। বিশিষ্টদের একাংশের মতে, এই ঘটনা অনভিপ্রেত। বাংলার সংস্কৃতির পক্ষে অপমানজনক। ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বক্তব্য না রাখার বিষয়টিও ঠিক নয় বলে কেউ কেউ মনে করছেন।
প্রার্থী তালিকা প্রকাশের আগেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর নাম দিয়ে টাঙানো হল ফ্লেক্স। ঘটনার নেপথ্যে তৃণমূল বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির। এই ঘটনায় দল জড়িত নয়, পাল্টা দাবি করেছে শাসক দল।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার প্রতিবাদে পথে নামল তৃণমূল। জেলায় জেলায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তৃণমূলকর্মীরা। হুগলির বৈদ্যবাটিতে নাগরিকমঞ্চের তরফে মিছিল করা হয়। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলকে জেতানোর ডাক দিলেন রাজবংশী নেতা। গোটা উত্তরবঙ্গেই দল ভাল ফল করবে বলে দাবি তৃণমূলের। তৃণমূলের বিরুদ্ধে পাইয়ে দেওয়ার রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি।
ভিক্টোরিয়ায় বক্তৃতা বয়কট করে নেতাজিকেই অপমান করেছেন মমতা। কটাক্ষ কৈলাস বিজয়বর্গীয়র।
ভিক্টোরিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখতে বাধা দেওয়ার মতোই পরিবেশ তৈরি করা হয়েছিল। নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। কুলতলির সভা থেকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
ব্যারাকপুরের বটতলায় বিজেপির পার্টি অফিসের সামনে শহিদ বেদি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা। ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। ভেঙে দেয় পার্টি অফিসের সামনের শহিদ বেদি। ভাঙচুরের ঘটনায় দলীয় যোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, রাস্তায় শহিদ বেদি তৈরি করায়, আপত্তি জানান স্থানীয় ব্যবসায়ীরা। তাই নিয়েই গন্ডগোলের জেরে বেদি ভাঙার ঘটনা ঘটেছে। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই সমৃদ্ধ হতে পারে পশ্চিমবঙ্গ। সেজন্য পুলিশ প্রশাসনকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে হবে। এই প্রজাতন্ত্র দিবসে বাংলায় হিংসামুক্ত নির্বাচনের শপথ নিই। ট্যুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্ম জয়ন্তী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম বলার প্রতিবাদে পথে নামলেন কবীর সুমন। এদিন লেক মলের সামনে ও গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়ে একক প্রতিবাদ করেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। সাধারণ নাগরিক হিসেবে তিনি মাননীয়াকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অসম্মানের প্রতিবাদ করতেই পথে নেমেছেন বলে জানান কবীর সুমন। পাশাপাশি, তিনি যে বিজেপি-আরএসএস-এর ভাবধারার বিরোধী, তাও ফের একবার স্পষ্ট করে দেন তৃণমূলের প্রাক্তন সাংসদ।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনায় মুখ্যমন্ত্রীকে অসম্মান করার অভিযোগ এনে জেলায় জেলায় পথে নামল তৃণমূল কংগ্রেস। আজ বীরভূমের দুবরাজপুরে বাইক মিছিল করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। লোবা গ্রাম পঞ্চায়েতের মেটে গ্রামে এই মিছিলের আয়োজন করা হয়। রবিবার সকালে দুর্গাপুরের ডিভিসি মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী, সমর্থকরা। আজ হুগলির বৈদ্যবাটিতেও মিছিল হয়। বৈদ্যবাটি-শেওড়াফুলি শহর অধিবাসীবৃন্দের নামে ওই ধিক্কার মিছিলে অংশ নেন পুরসভার বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। ছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরাও। মিছিল শেষে রাজ্যে অশুভ শক্তিকে বিনাশের যজ্ঞও করেন তাঁরা। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি
কুলতলির সভা থেকে পরিবারতন্ত্র নিয়ে মুখ খুললেন অভিষেক। কালই রাজনীতি ছেড়ে দেব। কিন্তু যাঁদের পরিবারের একাধিক সদস্য সাংসদ, বিধায়ক, তাঁদেরও ছাড়তে হবে। চ্যালেঞ্জ অভিষেকের।
অভিষেক বলেছেন, ‘দিলীপ ঘোষ গুণ্ডা, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত।

ঘুষখোর শুভেন্দু অধিকারী, নাম করে বলছি। এক পরিবারের পাঁচজন রাজনীতি করে।

এরা আবার পরিবারতন্ত্রের কথা বলে। আমার পরিবারে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ রাজনীতি করবেন না’

‘করলে আমি রাজনীতি ছেড়ে দেব। যারা বলছে, তারা এই গ্যারান্টি দিতে পারবে?

তিন বছর পরে একজন রাস্তায় নেমেছেন। নারদায় আমার নাম করে টাকা নিয়েছিলেন। আমার তো মানহানির মামলা করা উচিত। দক্ষিণ ২৪ পরগনায় ৩১টা আসনই মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে।’
শুভেন্দু অধিকারীকে নিশানা করে অভিষেক বলেন, ‘তোমাকে টিভিতে টাকা নিতে দেখা গেছে। আর তুমি আমাকে তোলাবাজ বলছ? সুদীপ্ত সেন বলেছিলেন যে, তিনি শুভেন্দুকে টাকা দিয়েছেন। শুভেন্দু অধিকারীকে ৬ কোটি টাকা দিয়েছিলেন। ১০ বছর খেয়ে মধু, তোলাবাজ এখন সাজছে সাধু। সুদীপ্ত সেন আদালতকে চিঠিতে লিখেছিলেন। এমন প্রমাণ আমার বিরুদ্ধে নেই। সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেল করতেন শুভেন্দু অধিকারী।

আমি প্রমাণ দিয়েছি, আমার বিরুদ্ধে প্রমাণ দিতে পারবে? প্রমাণ দিতে পারলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।

টিভির পর্দায় টাকা নিয়েছ, আর ভাইপো তোলাবাজ?’

অভিষেকের অভিষোগ, ‘জিএসটির টাকা আটকে ভাতে মারতে চাইছে কেন্দ্র। তিনি আরও বলেছেন, দিলীপ ঘোষরা বলছেন স্বাস্থ্যসাথী আসলে ভাঁওতা। আবার ওনার পরিবারের লোকেই গিয়ে কার্ড নিচ্ছে। উন্নয়ন ও পরিসংখ্যানের নিরিখে লড়াই হোক। ১০-০ গোলে হারাতে না পারলে রাজনীতিতে পা রাখব না। এরা উন্নয়ন নিয়ে কথা বলতে পারে না। যত আক্রমণ করা হচ্ছে আমাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে আমার সঙ্গে লড়ুন। ভাইপো না বলে আমার নাম উচ্চারণ করে দেখান। কড়ায় গণ্ডায় সব বুঝিয়ে দেব।’
গতকাল ভিক্টোরিয়ায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস পালন অনুষ্ঠানের প্রসঙ্গ উঠে আসে অভিষেকের ভাষণে। তিনি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়। ভিক্টোরিয়ায় তেমনই পরিবেশ তৈরি করা হয়েছিল। বক্তৃতা না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিবাদ জানিয়েছেন। নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর জবাব পেয়েছিলেন। তাতেও তাদের শিক্ষা হয়নি। নেতাজিকে যারা অপমান করল, তাদের শিক্ষা দেবেন। যেন কোথাও মাথা তুলে না দাঁড়াতে পারে। ধর্মকে নিয়ে এসে বাংলাকে কলুষিত করার চেষ্টা হচ্ছে। বাংলার মানুষের সঙ্গে জুমলা পার্টির লড়াই হবে।’

অভিষেক বলেছেন, ‘এই জেলায় পরিবর্তনের প্রথম চাকা ঘুরেছিল। কুলতলিতে তৃণমূল প্রার্থীই জিতবেন।

পঞ্চাশ হাজারের বেশি ভোটে জিতবেন।’
কুলতলির জনসভায় ভাষণ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বক্তৃতার শুরুতেই বিরেোধীদের কটাভ করে স্লোগান তুললেন, ‘যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি’।
‘শান্তিপুরের বিধায়ককে ওয়াই ক্যাটিগরি নিরাপত্তা। কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন অরিন্দম ভট্টাচার্য।
নিজেই জানিয়েছেন শান্তিপুরের বিধায়ক । তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতেই বাড়ল নিরাপত্তা।
আজ রাজ্যপালের সঙ্গেও দেখা করেন অরিন্দম।
তৃণমূলে যোগদান অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের। তৃণমূলে যোগ দিলেন ইম্পার কর্তা পিয়া সেনগুপ্ত। তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করলেন তাঁরা।
ভিক্টোরিয়ায় মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগ গড়িয়াহাট মোড়ে প্রতিবাদ কবীর সুমনের। হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনায় মুখ্যমন্ত্রী অসম্মান করার অভিযোগ এনে জেলায় জেলায় পথে নামল তৃণমূল। বীরভূমের দুবরাজপুরে বাইক মিছিল করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। লোবা গ্রাম পঞ্চায়েতের মেটে গ্রামে এই মিছিলের আয়োজন করা হয়। রবিবার সকালে দুর্গাপুরের ডিভিসি মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী, সমর্থকরা। রবিবার হুগলির বৈদ্যবাটিতে মিছিল হয়। বৈদ্যবাটি-শেওড়াফুলি শহর অধিবাসীবৃন্দের নামে ওই ধিক্কার মিছিলে অংশ নেন পুরসভার বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। ছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরাও। মিছিল শেষে রাজ্যে অশুভ শক্তিকে বিনাশের যজ্ঞও করেন তাঁরা। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার প্রতিবাদে সরাসরি বিজেপিকে নিশানা করলেন মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদের ট্যুইট, একঝাঁক বানরের মধ্যে একা সিংহির মতো দাঁড়িয়ে রইলেন তিনি। মমতাদির দলের সদস্য হিসেবে এতটা গর্বিত আগে হইনি। ট্যুইট লেখেন মহুয়া মৈত্র।
ভিক্টোরিয়ায় বক্তৃতা বয়কট করে নেতাজিকেই অপমান করেছেন মমতা। কটাক্ষ কৈলাস বিজয়বর্গীয়র
কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা সহ একাধিক দাবিতে পথে নামল বামেরা। রবিবার সকালে সন্তোষপুর থেকে শুরু হয়ে সার্ভে পার্কের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে মিছিলে অংশ নেন বাম কর্মী, সমর্থকরা।
ব্যারাকপুরের বটতলায় বিজেপির পার্টি অফিসের সামনে শহিদ বেদি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা। ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। ভেঙে দেয় পার্টি অফিসের সামনের শহিদ বেদি। ভাঙচুরের ঘটনায় দলীয় যোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, রাস্তায় শহিদ বেদি তৈরি করায়, আপত্তি জানান স্থানীয় ব্যবসায়ীরা। তাই নিয়েই গন্ডগোলের জেরে বেদি ভাঙার ঘটনা ঘটেছে। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
আজ কুলতলিতে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জামতলা পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে দুপুর ১টা নাগাদ এই সভা হওয়ার কথা।

প্রেক্ষাপট

কলকাতা: বেলেঘাটায় বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়ে হুমকি, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। থানায় নালিশ জানাতে গেলে, পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। প্রতিবাদে রাতে বেলেঘাটা থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। ঘটনার সূত্রপাত কলকাতা গতকাল সকালে। বিজেপির অভিযোগ, মিঞাবাগান এলাকায় তাদের কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেয়, মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাতে বেলেঘাটা থানায় নালিশ জানাতে যাওয়ায়, বিজেপির মণ্ডল সভাপতি গিরিশ শুক্লাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বিজেপি নেতার অনুগামীরা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.