WB Election 2021 LIVE Updates:  আজ সন্ধে ৬ থেকে কাল রাত ১২ পর্যন্ত দিনহাটা বনধের ডাক তৃণমূলের

ভোট মিটলেও জেলায় জেলায় অব্যাহত রাজনৈতিক হিংসা...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 May 2021 05:53 PM
WB Election 2021 LIVE: নন্দীগ্রাম কেন্দ্রের সব ইভিএম সুরক্ষিত রাখা হল প্রশাসনিক অফিসে

অবশেষে কাটল জট। কড়া নিরাপত্তায় ক্যামেরার নজরদারিতে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের সব ইভিএম গণনাকেন্দ্র থেকে হলদিয়ার প্রশাসনিক অফিসে সরানো হল। ভোটযন্ত্র কড়া সুরক্ষা বলয়ে রাখা হবে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কাছে এই আশ্বাস পেয়ে, পাঁচদিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়া তৃণমূল কর্মীরা পথ ছেড়ে দেন।

West Bengal Election 2021 LIVE:  উদয়ন গুহর ওপর হামলার প্রতিবাদে দিনহাটা বনধের ডাক তৃণমূলের

রাজ্যে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। দিনহাটায় আক্রান্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হাত ভেঙে যায় উদয়ন গুহর, বুকে ও পিঠে চোট। মারধরের জেরে মাথা ফাটল ২ নিরাপত্তা রক্ষীর। আজ সন্ধে ৬ থেকে কাল রাত ১২ পর্যন্ত দিনহাটা বনধের ডাক তৃণমূলের

WB Election 2021 LIVE: দিনহাটায় এবার বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর

কোচবিহারের দিনহাটায় ফের উত্তেজনা। উদয়ন গুহর উপর হামলার পর বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাল্টা তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অশান্তির দায়ে গ্রেফতার বেশ কয়েকজন তৃণমূল কর্মী। 

West Bengal Election 2021 LIVE:  নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোট-পরবর্তী হিংসা রাজ্যে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ভোট পরবর্তী হিংসায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য। যে দলের কর্মী খুন হয়েছেন, তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য। অর্ধেক বিজেপি ও অর্ধেক তৃণমূল কর্মী মারা গেছেন।’

West Bengal Election 2021 LIVE:  নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোট-পরবর্তী হিংসা রাজ্যে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ভোট পরবর্তী হিংসায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য। যে দলের কর্মী খুন হয়েছেন, তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য। অর্ধেক বিজেপি ও অর্ধেক তৃণমূল কর্মী মারা গেছেন।’

WB Election 2021 LIVE: নন্দীগ্রামে কেন্দ্রে পুনর্গণনার দাবিতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

দলের তারকা প্রার্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর এবার তথাগত রায়কে দিল্লিতে তলব করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন বিজেপি নেতা। এর আগে বিধানসভা ভোটে দলের তারকা প্রার্থীদের পরাজয় নিয়ে ট্যুইটারে কটাক্ষ করেন তথাগত রায়। এবিপি আনন্দকে দেওয়া ফোনেও ক্ষোভ উগড়ে দেন তথাগত। আজ ফের বিজেপি নেতৃত্বকে নিশানা করেছেন তিনি। তারকাদের প্রার্থী নির্বাচন করা প্রসঙ্গে ট্যুইটে তথাগত রায় লিখেছেন, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা আর ফিটার মিস্ত্রির শংসাপত্র থাকা নেতৃত্বের কাছ থেকে এর বেশি কী আশা করা যায়। কটাক্ষ তথাগত রায়ের। ট্যুইটে তিনি লেখেন, পুরনো কর্মীদের না ফেরালে, দল শেষ হয়ে যাবে। সাত তারা হোটেল থেকে তৃণমূলের জঞ্জালদের টিকিট দেওয়া হয়েছে বলেও ট্যুইটারে আক্রমণ করেন বিজেপি নেতা। এরপরই তথাগত রায়কে দিল্লিতে ডেকে পাঠানো হয়।

West Bengal Election 2021 LIVE:  তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে রামপুরহাটের তিলাই গ্রামে উত্তেজনা

রাজ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে রিপোর্ট পাঠাতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, খবর সূত্রের। অন্যদিকে, রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আজ রাজ্যে এসেছে চার সদস্যের প্রতিনিধিদল। এদিন নবান্নে গিয়ে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যরা। দিল্লি ফিরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দেবে এই প্রতিনিধিদল। ভোট-পরবর্তী হিংসার প্রেক্ষিতে ৩ মে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব চিঠি লেখেন রাজ্যের মুখ্য সচিবকে। গতকাল ফের চিঠি লেখেন তিনি। এরপরই রাজ্যে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

WB Election 2021 LIVE: নন্দীগ্রামে কেন্দ্রে পুনর্গণনার দাবিতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

নন্দীগ্রামে কেন্দ্রে পুনর্গণনার দাবিতে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। অবশেষে পাঁচদিনের মাথায় জেলাশাসকের হস্তক্ষেপে কাটল জট। নন্দীগ্রামে কেন্দ্রে পুনর্গণনার দাবিতে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে রবিবার থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা। এর ফলে ইভিএম বের করা যাচ্ছিল না। শেষপর্যন্ত জেলাশাসকের আশ্বাসে কাটল জট, উঠল অবস্থান বিক্ষোভ। ইভিএমগুলোকে ওয়ার রুমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

West Bengal Election 2021 LIVE:  তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে রামপুরহাটের তিলাই গ্রামে উত্তেজনা

তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে রামপুরহাটের তিলাই গ্রামে উত্তেজনা। আহত উভয়পক্ষের ১০ জন। বিজেপির অভিযোগ, তাদের সমর্থকদের গ্রাম থেকে বেরোতে বাধা দিচ্ছে তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করায় সংঘর্ষ বাধে। হামলা-যোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, উল্টে তাদের এক কর্মীকে মারধর করে বিজেপি কর্মীরা। গন্ডগোলে জড়িত সন্দেহে দু’ পক্ষের ৪ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে পুলিশি টহল চলছে। 

WB Election 2021 LIVE:  নারায়ণগড়ে বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর

নারায়ণগড়ে বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল ফুলগেড়িয়া গ্রামে বিজেপির নারায়ণগড় মধ্য মণ্ডলের সম্পাদক হরিদাস ভুঁইয়ার বাড়িতে ভাঙচুর চলে। ভোটে সক্রিয় ভূমিকা নেওয়ায় তৃণমূলই পরিকল্পনামাফিক হামলা চালিয়েছে বলে বিজেপি নেতার অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, নির্বাচনী খরচ নিয়ে গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা

West Bengal Election 2021 LIVE:  পশ্চিম মেদিনীপুরে বিজেপির পার্টি অফিসে আগুন

পশ্চিম মেদিনীপুরের ডেবরার বালিচক গ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন। পুড়ে যায় আসবাব ও নথি। গতকাল রাতে বিজেপির পার্টি অফিসে আগুন লাগে। গেরুয়া শিবিরের দাবি, রাজ্যজুড়ে সন্ত্রাস চলছে। তার প্রভাব পড়েছে ডেবরাতেও। তবে পার্টি অফিসে কীভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয় বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছে। বিজেপির তোলা সন্ত্রাসের অভিযোগ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB Election 2021 LIVE:  শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তকারী অফিসারকে তলব সিআইডি-র

শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তকারী অফিসারকে তলব করল সিআইডি। আজই শীতলকুচিকাণ্ডের তদন্তকারী অফিসারকে ভবানী ভবনে তলব করা হয়েছে। মাথাভাঙা থানার আইসিকে-ও তলব করা হবে বলে সিআইডি সূত্রে খবর। ১০ এপ্রিল, চতুর্থ দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। এই ঘটনায় ডিআইজি সিআইডি কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠন করা হয়েছে সিট।

West Bengal Election 2021 LIVE:  দিনহাটায় আক্রান্ত উদয়ন গুহ

রাজ্যে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। দিনহাটায় আক্রান্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হাত ভেঙে যায় উদয়ন গুহর। তাঁর বুকে ও পিঠেও চোট লেগেছে। মারধরের জেরে  উদয়ন গুহর এক নিরাপত্তা রক্ষীরও মাথা ফেটে যায়। 

WB Election 2021 LIVE:  পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী, ভাঙচুর গাড়ি

আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে রাজ্যে এসে, পশ্চিম মেদিনীপুরের পাঁচখুড়ি এলাকায় হামলার মুখে পড়লেন বিদেশ ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভেল্লামভেলি মুরলীধরন। ভাঙচুর করা হল তাঁর গাড়ি। হামলা হল রাজ্য বিজেপির নেতা রাহুল সিন্হার ওপরও।

WB Election 2021 LIVE:  ভোটের ফল ঘোষণার পরেই উত্তপ্ত নন্দীগ্রাম

ভোটের ফল ঘোষণার পরেই উত্তপ্ত নন্দীগ্রাম। কেন্দামারি, জলপাই, ভেটুরিয়া, সামসাবাদ এলাকায় একাধিক বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর, পানের বরজে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা গোকুলনগর, মহেশপুর এলাকায় তৃণমূল সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। 

West Bengal Election 2021 LIVE:  বিজেপির মহিলা কর্মীকে গণধর্ষণ ও খুনের চেষ্টা

বিজেপির মহিলা কর্মীকে গণধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে উত্তপ্ত খেজুরি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, মানতে নারাজ শাসক দল। রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামেও। অন্যদিকে, বারাসাতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলেও, তা উড়িয়ে দিয়েছে শাসক দল।

WB Election 2021 LIVE:   শপথগ্রহণের মঞ্চেই ফের মুখ্যমন্ত্রী-রাজ্যপাল দ্বৈরথের ছায়া!

শপথগ্রহণের মঞ্চেই ফের মুখ্যমন্ত্রী-রাজ্যপাল দ্বৈরথের ছায়া! রাজ্যে বিভিন্ন জায়গায় অশান্তি নিয়ে রাজ্যপাল বলেন, এই মুহূর্তে রাজ্যে হিংসা বন্ধ করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত মুখ্যমন্ত্রীর। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন প্রশাসনের রাশ কমিশনের হাতে ছিল! তবে অশান্তি বন্ধ করতে কড়া পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

প্রেক্ষাপট

কলকাতা: জেলায় জেলায় রাজনৈতিক হিংসা। কোথাও মৃত তৃণমূল কর্মী। কোথাও আক্রান্ত বিজেপি। রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।


দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ইংরেজবাজারের নেতাজি কলোনি।সংঘর্ষে আহত উভয়পক্ষের ৫ জন। ভোটের পর ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত ছিল নেতাজি কলোনি এলাকা। গতকাল থেকে দফায় দফায় দু’ পক্ষের সংঘর্ষ বাধে।তৃণমূল কর্মীর বাড়ি, দোকান ভাঙচুর করে বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। পরে র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 


ভোটের ফল ঘোষণার পরেই উত্তপ্ত নন্দীগ্রাম। কেন্দামারি, জলপাই, ভেটুরিয়া, সামসাবাদ এলাকায় একাধিক বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর, পানের বরজে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা গোকুলনগর, মহেশপুর এলাকায় তৃণমূল সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। 


কোচিহারের চিলাখানায় তৃণমূল কর্মীর হাত-পা বাঁধা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূলকর্মীদের। অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির দাবি, তাঁদের কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল। ভাঙচুর করা হয় ঘরবাড়ি।


বিজেপির মহিলা কর্মীকে গণধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে উত্তপ্ত খেজুরি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, মানতে নারাজ শাসক দল। রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামেও। অন্যদিকে, বারাসাতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলেও, তা উড়িয়ে দিয়েছে শাসক দল।


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.