WB Election 2021 LIVE Updates রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত বিজেপির
৫ জন বিচারপতি থাকবেন বিশেষ বেঞ্চে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 May 2021 04:22 PM
প্রেক্ষাপট
কলকাতা: রাজনৈতিক তর্জা অব্যাহত। কোচবিহার থেকে কাঁকুড়গাছি, খেজুরি থেকে খানাকুল - জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি। রাজনৈতিক দলগুলি ব্যস্ত সেই অশান্তি নিয়ে তরজায়।একমাস ধরে চলা ভোটের পর, ফল ঘোষণা হয়ে গেছে।...More
কলকাতা: রাজনৈতিক তর্জা অব্যাহত। কোচবিহার থেকে কাঁকুড়গাছি, খেজুরি থেকে খানাকুল - জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি। রাজনৈতিক দলগুলি ব্যস্ত সেই অশান্তি নিয়ে তরজায়।একমাস ধরে চলা ভোটের পর, ফল ঘোষণা হয়ে গেছে। তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য সরকার গঠন করে ফেলেছে। সাধারণ মানুষ আশা করেছিল, এবার অন্তত রাজনীতি ভুলে করোনা-মোকাবিলায় ঝাঁপাবে সব দল। কিন্তু, একসঙ্গে করোনা মোকাবিলা দূরের কথা, রাজনৈতিক দলগুলি ব্যস্ত অশান্তি নিয়ে তরজায়। কোচবিহারের চিলাখানায় মঙ্গলবার রাতে এক তৃণমূলকর্মীর হাত-পা বেঁধে, বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূলকর্মীর। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির মহিলা মোর্চার এক কর্মীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কাঁকুড়গাছিতে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নদিয়ার গাংনাপুর, কোচবিহারের সিতাই ও দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।অন্যদিকে, পূর্ব বর্ধমানের রায়না, হুগলির খানাকুল ও আলিপুরদুয়ারে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের তিন নেতা-কর্মীকে খুনের অভিযোগ উঠেছে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021 LIVE: ধর্মতলায় গাঁধীমূর্তির পাদদেশে বিজেপির মহিলা মোর্চার ধর্নায় উত্তেজনা
রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধর্মতলায় গাঁধীমূর্তির পাদদেশে বিজেপির মহিলা মোর্চার ধর্নায় পুলিশের বাধা, উত্তেজনা। করোনার কারণে জমায়েতের অনুমতি নয়, জানিয়ে দেয় পুলিশ। জোর করে ধর্নায় অংশ দিতে গেলে প্রথমে ২ বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে ঘটনাস্থলে মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়রা পৌঁছলে উত্তেজনা চরমে ওঠে। অগ্নিমিত্রা, রূপা সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।