WB Election 2021 LIVE Updates রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত বিজেপির

৫ জন বিচারপতি থাকবেন বিশেষ বেঞ্চে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 May 2021 04:22 PM
WB Election 2021 LIVE: ধর্মতলায় গাঁধীমূর্তির পাদদেশে বিজেপির মহিলা মোর্চার ধর্নায় উত্তেজনা

রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধর্মতলায় গাঁধীমূর্তির পাদদেশে বিজেপির মহিলা মোর্চার ধর্নায় পুলিশের বাধা, উত্তেজনা। করোনার কারণে জমায়েতের অনুমতি নয়, জানিয়ে দেয় পুলিশ। জোর করে ধর্নায় অংশ দিতে গেলে প্রথমে ২ বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে ঘটনাস্থলে মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়রা পৌঁছলে উত্তেজনা চরমে ওঠে। অগ্নিমিত্রা, রূপা সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal Election 2021 LIVE: বিধানসভায় নিষিদ্ধ হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশ

বিধানসভায় নিষিদ্ধ হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশ।  আজ বিধানসভার সচিব এ নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছেন।  বিধানসভার স্পিকারের নির্দেশে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গতকাল একটি ঘটনার প্রেক্ষিতে এই নির্দেশ জারি হয়েছে।  গতকাল বিধানসভায় শপথ নিতে আসেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।  সে সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।  অভিযোগ, শুভেন্দু বেরনোর সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরণ করেন। ওই ঘটনার প্রেক্ষিতেই আজ জারি হয়ে বিজ্ঞপ্তি।

WB Election 2021 LIVE: সোমবার শপথ নতুন মন্ত্রিসভার সদস্যদের

রবিবার নয়, সোমবার শপথ নতুন মন্ত্রিসভার সদস্যদের। রাজভবনে সকাল ১১টায় শপথগ্রহণ। শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্যরা

West Bengal Election 2021 LIVE: রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত বিজেপির

‘বিধানসভার অধিবেশন বয়কট করছে বিজেপি। রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভা বয়কট। বিধানসভায় আসবেন না কোনও বিজেপি বিধায়ক। বিধানসভার অধ্যক্ষ নির্বাচনেও অংশ নেবেন না বিজেপি।’ সিদ্ধান্ত বিজেপির পরিষদীয় দলের বৈঠকে, জানালেন দিলীপ ঘোষ

West Bengal Election 2021 LIVE: ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চ

ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানিতে বিশেষ বেঞ্চ। বিশেষ বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট। ৫ জন বিচারপতি থাকবেন বিশেষ বেঞ্চে। 

WB Election 2021 LIVE: ‘যা বলার পরে ডেকে বলব’, বিধানসভায় শপথ নিয়েও নীরব মুকুল

বিধানসভায় শপথ নিয়েও নীরব মুকুল রায়। জল্পনা বাড়িয়ে বললেন, ‘যা বলার পরে ডেকে বলব’। থাকছেন না বিজেপির পরিষদীয় দলের বৈঠকেও। শুভেচ্ছা বিনিময় তৃণমূলের সুব্রত বক্সির সঙ্গে। 

West Bengal Election 2021 LIVE: সরকারি সাহায্য নিতে রাজি নিহত বিজেপি কর্মী আনন্দ বর্মণের পরিবার

কোচবিহারে ভোটের দিন দুষ্কৃতীদের গুলিতে নিহত বিজেপি কর্মী আনন্দ বর্মণের পরিবার সরকারি সাহায্য নিতে রাজি।  আজ তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের পাশে বসে নিহত আনন্দ বর্মণের দাদা গোবিন্দ বর্মণ জানান, মুখ্যমন্ত্রী গতকাল যে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন, তা তাঁরা নিতে রাজি।  সরকারের দেওয়া চাকরির প্রস্তাবও পরিবার নিতে রাজি বলে জানিয়েছেন তিনি। এর আগে পরিবারের তরফে বলা হয়েছিল, সরকারি সাহায্য তাঁরা নেবেন না।  গত ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে ভোটের দিন দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন বিজেপি কর্মী আনন্দ বর্মণ।       

WB Election 2021 LIVE: দুর্গাপুরে এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর।  গতকাল গভীর রাতে ওই ঘটনা ঘটে। বিজেপির ্ভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এর পিছনে রয়েছে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।    

West Bengal Election 2021 LIVE: বারাসাতে এবিভিপি নেতার বাড়িতে হামলা

উত্তর ২৪ পরগনার বারাসাতের কানাপুকুরে স্থানীয় এক এবিভিপি নেতার বাড়িতে হামলা।  অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে ওই এবিভিপি নেতাকে। তাঁর বাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের দাবি, অনেকেই অতি উত্‍সাহী হয়ে এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।  ইতিমধ্যেই ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।    

WB Election 2021 LIVE: রাজভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ প্রতিনিধি দল

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ প্রতিনিধি দল রাজ্যে এসেছে ভোট পরবর্তী হিংসার অভিযোগ সরেজমিনে দেখতে।  আজ সকালে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন টিমের প্রতিনিধিরা।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ সদস্যের এই বিশেষ প্রতিনিধি দলের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব গোবিন্দ মোহন। গতকালই প্রতিনিধি দলের সদস্যরা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিপির সঙ্গে বৈঠক করেছেন।  

West Bengal Election 2021 LIVE:  অশান্ত দেগঙ্গা, তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ আইএসএফ-এর বিরুদ্ধে

ভোটের পর অশান্তি উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়।  তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের কর্মীদের বিরুদ্ধে।  গতকাল রাত ৯টা নাগাদ চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া এলাকায় ওই ঘটনা ঘটেছে।  অভিযোগ, তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যের বাড়ির লোকদের মারধর করা হয়। যদিও আইএসএফ-এর তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।  আইএসএফ এর দাবি, তাদের এক কর্মীর জমির ফসল কাটতে বাধা দিচ্ছিল তৃণমূল। সেই কারণে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে। কাউকে মারধর করা হয়নি বলে দাবি আইএসএফ-এর।   

WB Election 2021 LIVE: ‘দিল্লি-হাথরসে চুপ কেন কেন্দ্র?’, প্রশ্ন মমতার

ভোট-পরবর্তী হিংসায় রাজ্যপালের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নবান্নে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-ডিজির সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দলের। দিল্লির হিংসা, হাথরসের পর কেন যায়নি কেন্দ্রীয় দল ? প্রশ্ন মমতার।

West Bengal Election 2021 LIVE:  ‘আগে শান্তি ফেরান’, মুখ্যমন্ত্রীকে দিলীপ

কমিশনের অধীনে আইনশৃঙ্খলা থাকাকালীন ১৬ জনের মৃত্যু। ৬ জন তৃণমূলের, ৬ জন বিজেপি কর্মীর মৃত্যু। সব দলের মৃত কর্মীদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য, জানালেন মমতা। আগে শান্তি ফেরান, পাল্টা দিলীপ।

WB Election 2021 LIVE: ‘উস্কানি দেবেন না’, বিজেপিকে হুঁশিয়ারি মমতার

অশান্ত দিনহাটা। আক্রান্ত পরাজিত তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। মারধরে ভাঙল হাত, মাথা ফাটল রক্ষীর। অভিযুক্ত বিজেপি। অভিযোগ অস্বীকার। ৩০ ঘণ্টা বনধের ডাক তৃণমূলের। উস্কানি দেবেন না। বিজেপিকে হুঁশিয়ারি মমতার।

প্রেক্ষাপট

কলকাতা:  রাজনৈতিক তর্জা অব্যাহত। কোচবিহার থেকে কাঁকুড়গাছি, খেজুরি থেকে খানাকুল -  জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি। রাজনৈতিক দলগুলি ব্যস্ত সেই অশান্তি নিয়ে তরজায়।


একমাস ধরে চলা ভোটের পর, ফল ঘোষণা হয়ে গেছে। তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য সরকার গঠন করে ফেলেছে। 


সাধারণ মানুষ আশা করেছিল, এবার অন্তত রাজনীতি ভুলে করোনা-মোকাবিলায় ঝাঁপাবে সব দল। কিন্তু, একসঙ্গে করোনা মোকাবিলা দূরের কথা, রাজনৈতিক দলগুলি ব্যস্ত অশান্তি নিয়ে তরজায়। 


কোচবিহারের চিলাখানায় মঙ্গলবার রাতে এক তৃণমূলকর্মীর হাত-পা বেঁধে, বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূলকর্মীর। 


অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির মহিলা মোর্চার এক কর্মীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 


কাঁকুড়গাছিতে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নদিয়ার গাংনাপুর, কোচবিহারের সিতাই ও দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।


অন্যদিকে, পূর্ব বর্ধমানের রায়না, হুগলির খানাকুল  ও আলিপুরদুয়ারে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের তিন নেতা-কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। 


 




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.