WB Election 2021 LIVE Updates: রাত পোহালেই গণনা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
West Bengal Assembly Election 2021 LIVE Updates: কোভিড-বিধি মেনে চলছে গণনা প্রস্তুতি
ভোটগণনার আগে রাতে উত্তপ্ত পার্ক স্ট্রিট। অভিযোগ বোমাবাজির। তৃণমূল ও কংগ্রেস সমর্থকদের মধ্যে বচসা তারপর হাতাহাতিতে এলাকা উত্তপ্ত হয়। তারপর এলাকায় একটি বোমা ফেলা হয় বলে অভিযোগ।
দীনবন্ধু অ্যান্ডুজ কলেজে হবে যাদবপুর বিধানসভার ভোটগণনা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভোটগ্রহণ কেন্দ্র। প্রার্থী ও অনুগামীদের বসার জন্য কলেজের বাইরে আলাদা ব্যবস্থা করা হয়েছে।
পূর্ব মেদিনীপুরে মোট ৬টি গণনাকেন্দ্র। প্রতিটিতেই কোভিড-বিধি মেনে চলছে গণনার প্রস্তুতি। নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামের ভোট গণনা হবে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলে। ওই কেন্দ্রে জারি হয়েছে কড়া নিরাপত্তা।
২১-র ভোটে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। এই কেন্দ্রের ভোটগণনা হবে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাই স্কুলে। সেখানে কোভিড বিধি মেনে গণনার প্রস্তুতি করা হয়েছে।
কার দখলে নীল বাড়ি? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? রাত পোহালেই হাইভোল্টেজ বঙ্গ ভোটের গণনা।
মালদা কলেজে হবে ইংরেজবাজার, মোথাবাড়ি ও মালদা-র ভোটগণনা। চলছে চুড়ান্ত প্রস্তুতি। এখানেই স্ট্রংরুম রয়েছে EVM গুলি। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কলেজের গেটের নিরাপত্তায় রয়েছেন রাজ্য পুলিশের কর্মীরা।
মেদিনীপুরে মোট গণনা কেন্দ্র ৪টি--মেদিনীপুর, গড়বেতা, শালবনি ও কেশপুর। গণনার সময় মেনে চলা হবে কোভিড-বিধি।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গী, বেলেঘাটা ও এন্টালি এই পাঁচটি কেন্দ্রের ভোটগণনা হবে। সেই মতো প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে।
হাওড়ায় গণনা কেন্দ্রের বাইরে মোতায়েন থাকবে রাজ্য পুলিশ, ভিতরে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোভিড-আবহে রাজনৈতিক দলগুলির জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হাওড়ার ১৬টি বিধানসভা কেন্দ্রের জন্য গণনাকেন্দ্র মোট ১১টি। সবকটি কেন্দ্রেই ত্রি স্তরীয় নিরাপত্তা।
রাত পোহালেই ভোট গণনা। সেজে উঠেছে বিভিন্ন গণনা কেন্দ্র। কোভিড-বিধি মেনে চলছে গণনা প্রস্তুতি।
প্রেক্ষাপট
রাত পোহালেই ভোট গণনা। সেজে উঠেছে বিভিন্ন গণনা কেন্দ্র। কোভিড-বিধি মেনে চলছে গণনা প্রস্তুতি।
হাওড়ার ১৬টি বিধানসভা কেন্দ্রের জন্য গণনাকেন্দ্র মোট ১১টি। সবকটি কেন্দ্রেই ত্রি স্তরীয় নিরাপত্তা। গণনা কেন্দ্রের বাইরে মোতায়েন থাকবে রাজ্য পুলিশ, ভিতরে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোভিড-আবহে রাজনৈতিক দলগুলির জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মেদিনীপুরে মোট গণনা কেন্দ্র ৪টি--মেদিনীপুর, গড়বেতা, শালবনি ও কেশপুর। গণনার সময় মেনে চলা হবে কোভিড-বিধি। কেন্দ্রের চারপাশে ত্রি স্তরীয় নিরাপত্তা। প্রত্যেক গণনাকর্মীকে কোভিড-মুক্তির সার্টিফিকেটে নিয়ে এলে, তবে ঢুকতে দেওয়া হবে।
পূর্ব মেদিনীপুরে মোট ৬টি গণনাকেন্দ্র। প্রতিটিতেই কোভিড-বিধি মেনে চলছে গণনার প্রস্তুতি। নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামের ভোট গণনা হবে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলে। ওই কেন্দ্রে জারি হয়েছে কড়া নিরাপত্তা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -