West Bengal Election 2021 Live Updates: 'দলবিরোধী কাজ', বহিষ্কৃত পূর্ব মেদিনীপুরের ১০ তৃণমূল নেতা
রাজ্যের ২৩৪টি আসনে বিজেপির প্রার্থী তালিকা কী আজ? বৈঠকে বসছে নির্বাচনী কমিটি। ১৪ মার্চ প্রকাশিত হতে পারে তৃণমূলের ইস্তেহার।
কলকাতা থেকে জেলা। শনিবাসরীয় প্রচারে জমজমাট। বাঘাযতীন শ্রীকলোনিতে প্রচারে যাদবপুরেরর তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার। টালিগঞ্জে প্রচারে জোট প্রার্থী দেবদূত ঘোষ। খড়গপুরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
দলবিরোধী কাজের অভিযোগ, ১০ তৃণমূল নেতা বহিষ্কার। একসঙ্গে বহিষ্কৃত পূর্ব মেদিনীপুরের ১০ তৃণমূল নেতা। বহিষ্কৃত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ২ তৃণমূল সদস্য। বহিষ্কৃত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষ। দলবিরোধী কাজের অভিযোগে ৩ বছরের জন্য বহিষ্কার। অন্তর্ঘাতের চেষ্টার অভিযোগে বহিষ্কার: সৌমেন মহাপাত্র। একসঙ্গে বহিষ্কৃত শুভেন্দু ঘনিষ্ঠ ১০ তৃণমূল নেতা।
ভোটের মুখে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়নায়। নৈছনপুর এলাকায় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বাড়িতে ঢুকে তাদের কর্মীদের মারধর করা হয়। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলই তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে।থানায় নালিশ জানাতে গেলে ফের বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক সংগ্রাম দলুইয়ের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। তৃণমূল প্রার্থীর দাবি, বিজেপিই হামলা চালিয়েছে। অন্যদিকে, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক চন্দন মণ্ডলের পাল্টা দাবি, গন্ডগোলের জন্য দায়ী তৃণমূলই। দু’ পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।
সপ্তাহান্তেই কি প্রকাশিত হতে চলেছে বিজেপির বাকি প্রার্থীদের তালিকা? জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ। গতকালই দিল্লি পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি।
আজ সকালে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেন মুকুল রায় ও শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্যের বাকি আসনের প্রার্থীদের তালিকা নিয়ে আলোচনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জনের জন্য সকলে প্রস্তুত বলেও কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বাজপেয়ী জমানার অর্থমন্ত্রী যোগ দিলেন তৃণমূলে । তৃণমূলে যোগ দিলেন যশবন্ত সিন্হা । সুদীপ-ডেরেক-সুব্রতদের উপস্থিতিতে যোগদান । কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বে ছিলেন যশবন্ত ।
কসবার হালতু থেকে প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে ঘুরলেন অলি-গলিতে।
কসবা এলাকায় অভিনব প্রচার তৃণমূল প্রার্থীর। গরুর গাড়িতে চড়ে প্রচার শুরু করলেন জাভেদ খান।
হরিনাম সংকীর্তন করতে করতে ভোটের প্রচার গোসাবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্করের। নিজেই খোল বাজিয়ে কীর্তন শুরু করেন তিনি। পাশাপাশি, নৌকায় চড়েও চলল তৃণমূল প্রার্থীর প্রচার।
খড়দায় বাম প্রার্থীর বর্ণময় মিছিল। খড়দা থানার সামনে থেকে বিটি রোড ধরে এদিন মিছিল করেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস। নীলাচল, বোসপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে চলল প্রচার।
নন্দীগ্রামে সিপিএমের প্রার্থী ঠিক করে দিয়েছে তৃণমূল। দু’ দল এক হয়ে গিয়েছে। অভিযোগ শুভেন্দু অধিকারীর। বামেদের প্রার্থী এতদিন তো গুরুত্বপূর্ণ ছিল না, এখন কেন? কটাক্ষ সুজন চক্রবর্তীর।
সোনারপুর দক্ষিণে দলীয় প্রার্থীর সামনে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের নির্বাচনী কমিটিতে জায়গা না পাওয়ায় প্রার্থী লাভলি মৈত্রর সামনেই ক্ষোভ উগরে দিলেন বিদায়ী তৃণমূল বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের অনুগামীরা। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের দাবি, দলের জেলা সভাপতি ও তৃণমূলের সোনারপুর শহর সভাপতির নেতৃত্বে এলাকায় সাংগঠনিক দুর্বলতা দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। মন্তব্য করতে চাননি তৃণমূলের সোনারপুর শহর সভাপতি রঞ্জিত রায়। জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর প্রতিক্রিয়া এখনও মেলেনি।
রাজ্যের ২৩৪টি আসনে বিজেপির প্রার্থী তালিকা কী আজ? বৈঠকে বসছে নির্বাচনী কমিটি। ১৪ মার্চ প্রকাশিত হতে পারে তৃণমূলের ইস্তেহার।
প্রেক্ষাপট
নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করে হামলা চালানো হয়েছে। বিজেপির দাবি, গোটাটাই সহানুভূতি আদায়ের চেষ্টা। এই টানাপোড়েনের আঁচ এবার পড়ল দেওয়াল লিখনেও। এগরার মহকুমার বিভিন্ন এলাকায় চোখে পড়ছে এই দেওয়াল লিখন। বিজেপির তরফে লেখা হয়েছে, ‘খেলা তো হবেই, কিন্তু, খেলতে পারবেন তো?’
নন্দীগ্রামের রেয়াপাড়ায়, মুখ্যমন্ত্রীর ভাড়া বাড়ির এলাকাতেও বিজেপির তরফে একই ধরনের দেওয়াল লেখা হয়েছে। পাল্টা, তৃণমূলের তরফে দেওয়াল লেখা হয়েছে, ‘খেলা হবে, ভাঙা পায়েই খেলা হবে...’
এই প্রেক্ষাপটেই শুক্রবার নন্দীগ্রামে মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মনোনয়ন পেশের আগে হলদিয়ার সভায় তিনি বলেন, মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝাণ্ডা নতুন। বুধবার, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন পরে, শুক্রবার বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তাঁরই পুরনো সৈনিক। তার আগে, এদিন হলদিয়ার মঞ্জুশ্রীর ক্ষুদিরাম মোড়ে জনসভা করেন তিনি। সেখান থেকেই পুরনো অস্ত্রে তৃণমূলকে আক্রমণ করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোট দ্বিতীয় দফায় পয়লা এপ্রিল। তার আগে, রণভূমিতে অবতীর্ণ হয়ে গণআবেগের রথ ছোটালেন যোদ্ধারা। বুধবার মনোনয়ন পেশের দিন সাতটি মন্দিরে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মনোনয়ন পেশের আগে মন্দিরে যান শুভেন্দুও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -