West Bengal Election 2021 Live Updates: 'দলবিরোধী কাজ', বহিষ্কৃত পূর্ব মেদিনীপুরের ১০ তৃণমূল নেতা

রাজ্যের ২৩৪টি আসনে বিজেপির প্রার্থী তালিকা কী আজ? বৈঠকে বসছে নির্বাচনী কমিটি। ১৪ মার্চ প্রকাশিত হতে পারে তৃণমূলের ইস্তেহার।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Mar 2021 07:23 AM

প্রেক্ষাপট

নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করে হামলা চালানো হয়েছে। বিজেপির দাবি, গোটাটাই সহানুভূতি আদায়ের চেষ্টা। এই টানাপোড়েনের আঁচ এবার...More

West Bengal Election 2021 LIVE:  শনিবাসরীয় প্রচারে জমজমাট কলকাতা থেকে জেলা

কলকাতা থেকে জেলা। শনিবাসরীয় প্রচারে জমজমাট। বাঘাযতীন শ্রীকলোনিতে প্রচারে যাদবপুরেরর তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার। টালিগঞ্জে প্রচারে জোট প্রার্থী দেবদূত ঘোষ। খড়গপুরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।