WB Election 2021 LIVE Updates: শিবরাত্রিতে নন্দীগ্রামে তিনটি মন্দিরে পুজো শুভেন্দু অধিকারীর

বুধবার নন্দীগ্রামে মনোনয়ন পেশের দিনই আহত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুলিয়া বাজার এলাকায় মাটিতে পড়ে গিয়ে পায়ে, কোমরে, মাথায়, বুকে চোট। রীতিমতো পাঁজাকোলা করে মুখ্যমন্ত্রীকে গাড়িতে তোলা হয়... রাতেই গ্রিন করিডর করে আনা হল কলকাতায়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Mar 2021 07:35 AM

প্রেক্ষাপট

 কলকাতা : বুধবার নন্দীগ্রামে মনোনয়ন পেশের দিনই আহত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুলিয়া বাজার এলাকায় মাটিতে পড়ে গিয়ে পায়ে, কোমরে, মাথায়, বুকে চোট। রীতিমতো পাঁজাকোলা করে মুখ্যমন্ত্রীকে গাড়িতে তোলা হয়... রাতেই...More

WB Election 2021 LIVE Updates: জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে

তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে। পুরুলিয়ার জয়পুরের তৃণমূলপ্রার্থী উজ্জ্বল কুমার।‘যে কারণে মনোনয়ন বাতিল, তা নগণ্য, উপেক্ষা করা যায়’, উজ্জ্বল কুমারের আবেদনের শুনানিতে বলল হাইকোর্ট।কমিশনকে পুরনো মনোনয়নই বহাল রাখার নির্দেশ হাইকোর্টের।