WB Election 2021 LIVE Updates: শিবরাত্রিতে নন্দীগ্রামে তিনটি মন্দিরে পুজো শুভেন্দু অধিকারীর
বুধবার নন্দীগ্রামে মনোনয়ন পেশের দিনই আহত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুলিয়া বাজার এলাকায় মাটিতে পড়ে গিয়ে পায়ে, কোমরে, মাথায়, বুকে চোট। রীতিমতো পাঁজাকোলা করে মুখ্যমন্ত্রীকে গাড়িতে তোলা হয়... রাতেই গ্রিন করিডর করে আনা হল কলকাতায়।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Mar 2021 07:35 AM
প্রেক্ষাপট
কলকাতা : বুধবার নন্দীগ্রামে মনোনয়ন পেশের দিনই আহত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুলিয়া বাজার এলাকায় মাটিতে পড়ে গিয়ে পায়ে, কোমরে, মাথায়, বুকে চোট। রীতিমতো পাঁজাকোলা করে মুখ্যমন্ত্রীকে গাড়িতে তোলা হয়... রাতেই...More
কলকাতা : বুধবার নন্দীগ্রামে মনোনয়ন পেশের দিনই আহত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুলিয়া বাজার এলাকায় মাটিতে পড়ে গিয়ে পায়ে, কোমরে, মাথায়, বুকে চোট। রীতিমতো পাঁজাকোলা করে মুখ্যমন্ত্রীকে গাড়িতে তোলা হয়... রাতেই গ্রিন করিডর করে আনা হল কলকাতায়।চার-পাঁচজন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছে। পা ফুলে গেছে, জ্বর এসেছে। চক্রান্ত করে ধাক্কা মেরেছে। অভিযোগ মমতার।মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। দেখতে যান রাজ্যপালও। জগদীপ ধনকড়কে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের।মমতার ওপর হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাল তৃণমূল। সহানুভূতি আদায়ের জন্যই এসব করছেন বলে দাবি বিজেপির।কমিশনের নজরে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনা। তদন্ত হলেই বোঝা যাবে কি হয়েছে, জানালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। প্রাথমিক রিপোর্ট গেল দিল্লিতেএদিকে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের দিনই আরেক দফা প্রার্থী ঘোষণা করল বামেরা। তৃতীয় থেকে অষ্টম, বাকি ৬ দফার জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে তারা। একঝাঁক তরুণ তুর্কির পাশাপাশি অভিজ্ঞ মুখদেরও লড়াইয়ে নামিয়ে দিয়েছে সিপিএম।শিলিগুড়িতে গড় রক্ষা করতে নামছেন অশোক ভট্টাচার্য।বাসন্তীতে আরএসপির হয়ে আরও একবার লড়াইয়ে নামছেন সুভাষ নস্কর।যাদবপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজন চক্রবর্তী।দমদম উত্তরে প্রার্থী তন্ময় ভট্টাচার্য।হুগলির পান্ডুয়ায় সিপিএম প্রার্থী আমজাদ হোসেন।উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় লড়ছেন আলি ইমরান রামজ।আরামবাগে, প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিককে প্রার্থী করেছে সিপিএম।কলকাতায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন,বালিগঞ্জের সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী ফুয়াদ হালিম।টালিগঞ্জ আসনে লড়াই করবেন অভিনেতা দেবদূত ঘোষ।২০১১ এবং ২০১৬ সালে হারার পরও কসবা থেকে ফের প্রার্থী করা হয়েছে শতরূপ ঘোষকে।কংগ্রেসের ট্র্যাডিশনাল আসন বলে পরিচিত, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি,উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে প্রার্থী ঘোষণা এখনও বাকি।মালদা ও মুর্শিদাবাদেও সংখ্যাগরিষ্ঠ আসনে প্রার্থী দেবে কংগ্রেস। তবে এরই মধ্যে সুর কেটেছে জোটের। বাকি ৬ দফার প্রার্থী ঘোষণা নিয়ে বাম ও কংগ্রেসের মতানৈক্য প্রকাশ্যে চলে এসেছে। বিমান বসু বলেছেন,কিছু আসনে আলাপ-আলোচনা চলছে। অধীর চৌধুরী বলেছেন, একতরফা প্রার্থী ঘোষণা করে দিল বামফ্রন্ট।জোটের শরিক হিসাবে আইএসএফকে উত্তর ২৪ পরগনার আমডাঙা,ক্যানিং পূর্ব,ভাঙড়ের মতো ট্র্যাডিশনাল আসন ছেড়েছে সিপিএম।তবে এখনও আইএসএফ প্রার্থী চূড়ান্ত করেনি।অন্যদিকে, টিকিট দেয়নি তৃণমূল। এই ক্ষোভে এবার বিজেপিতে যোগ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী ও তপনের বিদায়ী বিধায়ক বাচ্চু হাঁসদা। একই পথে হাঁটলেন তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্তও। বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত।তাৎপর্যপূর্ণ বিষয় হল, তাঁর বান্ধবী অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়কে এবার কৃষ্ণনগর উত্তর আসন থেকে প্রার্থী করেছে তৃণমূল। আর অভিনেতা বনির মা পিয়া সেনগুপ্তও সম্প্রতি তৃণমূলে যোগ দেন।গেরুয়া শিবিরে নাম লেখালেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের বোন জয়ন্তী মণ্ডল।বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী রাজশ্রী রাজবংশীও।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021 LIVE Updates: জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে
তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে। পুরুলিয়ার জয়পুরের তৃণমূলপ্রার্থী উজ্জ্বল কুমার।‘যে কারণে মনোনয়ন বাতিল, তা নগণ্য, উপেক্ষা করা যায়’, উজ্জ্বল কুমারের আবেদনের শুনানিতে বলল হাইকোর্ট।কমিশনকে পুরনো মনোনয়নই বহাল রাখার নির্দেশ হাইকোর্টের।