WB Election 2021 LIVE Updates: শিবরাত্রিতে নন্দীগ্রামে তিনটি মন্দিরে পুজো শুভেন্দু অধিকারীর
বুধবার নন্দীগ্রামে মনোনয়ন পেশের দিনই আহত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুলিয়া বাজার এলাকায় মাটিতে পড়ে গিয়ে পায়ে, কোমরে, মাথায়, বুকে চোট। রীতিমতো পাঁজাকোলা করে মুখ্যমন্ত্রীকে গাড়িতে তোলা হয়... রাতেই গ্রিন করিডর করে আনা হল কলকাতায়।
তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে। পুরুলিয়ার জয়পুরের তৃণমূলপ্রার্থী উজ্জ্বল কুমার।‘যে কারণে মনোনয়ন বাতিল, তা নগণ্য, উপেক্ষা করা যায়’, উজ্জ্বল কুমারের আবেদনের শুনানিতে বলল হাইকোর্ট।কমিশনকে পুরনো মনোনয়নই বহাল রাখার নির্দেশ হাইকোর্টের।
কাল পশ্চিম মেদিনীপুর যাচ্ছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। যাচ্ছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।বৈঠক করবেন জেলা প্রশাসনের সঙ্গে
শিবরাত্রি উপলক্ষে আজ নন্দীগ্রামে তিনটি মন্দিরে পুজো শুভেন্দু অধিকারীর। সোনাচূড়ার শিব মন্দির, পারুলবাড়ি ও রেয়াপাড়ার মন্দিরে পুজো নন্দীগ্রামের প্রাক্তন বিধায়কের। গতকাল রেয়াপাড়ার এই মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম দফায় ২৭ মার্চ জয়পুর কেন্দ্রে ভোটগ্রহণ।মনোনয়ন পেশের দিন পেরনোয় নতুন মনোনয়ন দেওয়া অসম্ভব।ফলে একটি আসন কম রেখেই লড়তে হবে তৃণমূলকে
পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র বাতিল করল নির্বাচন কমিশন। মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়েছে বলে কমিশনের দাবি।
উত্তর ২৪ পরগনা থেকে উত্তর দিনাজপুর। নদিয়া হোক বা পশ্চিম বর্ধমান। প্রার্থী তালিকা ঘোষণার ৫ দিন পরেও কাটছে না অসন্তোষ! যা নিয়ে ভোটের মুখে প্রবল অস্বস্তিতে ঘাস-ফুল শিবির! বীরভূমের দুবরাজপুরে এবার অসীমা ধীবরকে প্রার্থী করেছে তৃণমূল। এখানকার বর্তমান বিধায়ক তৃণমূলের নরেশ বাউড়ি। টিকিট পেয়েই এলাকায় প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থী। দেওয়ালও লিখছেন। কিন্তু তৃণমূল সূত্রে খবর, দুবরাজপুরের প্রার্থী বদল করার দাবি জানিয়ে জেলা নেতৃত্বকে চিঠি দিয়েছেন স্থানীয় পুর প্রশাসক পীযূষ পাণ্ডে। চিঠি দিয়েছে খয়রাসোলের ১০ জন অঞ্চল সভাপতিও। বীরভূমের তৃণমূল নেতা ও পুরপ্রশাসক পীযূষ পাণ্ডে জানান, এই প্রার্থী জিতবে না। তাই প্রার্থী বদলের দাবি জানিয়ে জেলা নেতৃত্বকে চিঠি দিয়েছি ৷
সংযুক্ত মোর্চায় জোটের সমীকরণ নিয়ে অসন্তোষ। উত্তর দিনাজপুরে বিজেপিতে যোগ দিলেন চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতি অশোক রায়। আব্বাস সিদ্দিকির সঙ্গে বামেদের হাত মেলানোর বিরোধিতায় সিপিএম থেকে অব্যাহতি চাইলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য শঙ্কর ঘোষ।
জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে মুখ্যমন্ত্রীর আঘাত লাগল, তার সিবিআই তদন্ত হওয়া উচিত। নির্বাচনে জেতার জন্য নাটক হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
প্রেক্ষাপট
কলকাতা : বুধবার নন্দীগ্রামে মনোনয়ন পেশের দিনই আহত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুলিয়া বাজার এলাকায় মাটিতে পড়ে গিয়ে পায়ে, কোমরে, মাথায়, বুকে চোট। রীতিমতো পাঁজাকোলা করে মুখ্যমন্ত্রীকে গাড়িতে তোলা হয়... রাতেই গ্রিন করিডর করে আনা হল কলকাতায়।
চার-পাঁচজন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছে। পা ফুলে গেছে, জ্বর এসেছে। চক্রান্ত করে ধাক্কা মেরেছে। অভিযোগ মমতার।
মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। দেখতে যান রাজ্যপালও। জগদীপ ধনকড়কে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের।
মমতার ওপর হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাল তৃণমূল। সহানুভূতি আদায়ের জন্যই এসব করছেন বলে দাবি বিজেপির।
কমিশনের নজরে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনা। তদন্ত হলেই বোঝা যাবে কি হয়েছে, জানালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। প্রাথমিক রিপোর্ট গেল দিল্লিতে
এদিকে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের দিনই আরেক দফা প্রার্থী ঘোষণা করল বামেরা। তৃতীয় থেকে অষ্টম, বাকি ৬ দফার জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে তারা। একঝাঁক তরুণ তুর্কির পাশাপাশি অভিজ্ঞ মুখদেরও লড়াইয়ে নামিয়ে দিয়েছে সিপিএম।শিলিগুড়িতে গড় রক্ষা করতে নামছেন অশোক ভট্টাচার্য।বাসন্তীতে আরএসপির হয়ে আরও একবার লড়াইয়ে নামছেন সুভাষ নস্কর।যাদবপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজন চক্রবর্তী।দমদম উত্তরে প্রার্থী তন্ময় ভট্টাচার্য।হুগলির পান্ডুয়ায় সিপিএম প্রার্থী আমজাদ হোসেন।উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় লড়ছেন আলি ইমরান রামজ।আরামবাগে, প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিককে প্রার্থী করেছে সিপিএম।
কলকাতায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন,বালিগঞ্জের সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী ফুয়াদ হালিম।টালিগঞ্জ আসনে লড়াই করবেন অভিনেতা দেবদূত ঘোষ।
২০১১ এবং ২০১৬ সালে হারার পরও কসবা থেকে ফের প্রার্থী করা হয়েছে শতরূপ ঘোষকে।
কংগ্রেসের ট্র্যাডিশনাল আসন বলে পরিচিত, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি,উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে প্রার্থী ঘোষণা এখনও বাকি।
মালদা ও মুর্শিদাবাদেও সংখ্যাগরিষ্ঠ আসনে প্রার্থী দেবে কংগ্রেস। তবে এরই মধ্যে সুর কেটেছে জোটের। বাকি ৬ দফার প্রার্থী ঘোষণা নিয়ে বাম ও কংগ্রেসের মতানৈক্য প্রকাশ্যে চলে এসেছে। বিমান বসু বলেছেন,কিছু আসনে আলাপ-আলোচনা চলছে।
অধীর চৌধুরী বলেছেন, একতরফা প্রার্থী ঘোষণা করে দিল বামফ্রন্ট।
জোটের শরিক হিসাবে আইএসএফকে উত্তর ২৪ পরগনার আমডাঙা,ক্যানিং পূর্ব,
ভাঙড়ের মতো ট্র্যাডিশনাল আসন ছেড়েছে সিপিএম।তবে এখনও আইএসএফ প্রার্থী চূড়ান্ত করেনি।
অন্যদিকে, টিকিট দেয়নি তৃণমূল। এই ক্ষোভে এবার বিজেপিতে যোগ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী ও তপনের বিদায়ী বিধায়ক বাচ্চু হাঁসদা। একই পথে হাঁটলেন তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্তও। বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, তাঁর বান্ধবী অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়কে এবার কৃষ্ণনগর উত্তর আসন থেকে প্রার্থী করেছে তৃণমূল। আর অভিনেতা বনির মা পিয়া সেনগুপ্তও সম্প্রতি তৃণমূলে যোগ দেন।
গেরুয়া শিবিরে নাম লেখালেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের বোন জয়ন্তী মণ্ডল।বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী রাজশ্রী রাজবংশীও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -