West Bengal Election 2021 Live Updates: 'বাংলায় কোনও চাকরি হয়নি', গাড়ুলিয়ার জনসভায় শুভেন্দু
উত্তর ২৪ পরগনার গাড়ুলিয়ায় জনসভা করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
উত্তর ২৪ পরগনার গাড়ুলিয়ায় জনসভা করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, ‘বাংলায় কোনও চাকরি হয়নি। সব কাজ হয়ে থাকলে দুয়ারে সরকার কেন?’
সিউড়িতে জনসভা করছেন তৃণমূলের বীরভম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে তিনি বলেন, ‘১ নম্বরের মিথ্যেবাদী বিজেপি সরকার। ময়লা ফেলার ট্রাককে রথ বানিয়েছে বিজেপি। জগন্নাথের সঙ্গে অন্যায় করেছে বিজেপি। রথে লোক না হওয়ায় পালিয়েছেন নাড্ডা।’
পানিহাটিতে তৃণমূল বিধায়কের পাট্টা বিলিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা। গতকাল পানিহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুরে ৩২টি পরিবারের হাতে পাট্টা তুলে দেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির কটাক্ষ, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে, সাধারণ মানুষের মনজয়ের চেষ্টা চালাচ্ছে শাসকদল। তৃণমূল বিধায়কের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে পাট্টা বিলি করা হচ্ছে।
ভোটের আগে সংখ্যালঘুদের পাশে থাকা নিয়ে তৃণমূল-বিজেপি তরজা। সম্প্রতি পুরুলিয়ার জেলা কার্যালয়ে অল ইন্ডিয়া হাজি ফাউন্ডেশনের সঙ্গে বৈঠক করে তৃণমূল নেতৃত্ব। সেখানে মিমের থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়। বিজেপির কটাক্ষ, নিজেদের প্রতি আস্থা হারিয়ে ভোটে জেতার জন্য প্রতিদিনই কোন দলের হাত ধরার চেষ্টা করছে তৃণমূল। পাল্টা শাসক শিবিরের দাবি, ভোটে বহিরাগতদের ঠেকাতে রাজ্যের সংখ্যালঘুদের নিয়ে একজোট করার চেষ্টা চলছে।
একুশের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনিচ্ছুক তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। চিঠিতে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক জানিয়েছেন, খারাপ স্বাস্থ্যের কারণেই তিনি ভোটে লড়তে চান না।
এবার নদিয়ায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন দলীয় নেতৃত্বের একাংশ। সভাপতি সবাইকে নিয়ে চলতে পারেন না বলে অভিযোগ। রবিবার শিমুরালিতে দলের শ্রমিক সংগঠনের সভায় ক্ষোভ উগরে দেন জেলা নেতৃত্বের একাংশ। ক্ষোভ থাকলে তা নিয়ে দলের ভিতরেই আলোচনা হবে, জানিয়েছেন সভাপতি। দলবিরোধী আচরণ মান হবে না, প্রতিক্রিয়া বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। গেরুয়া শিবিরের বিভেদ যত স্পষ্ট হবে, তাতে লাভ হবে তৃণমূলের। কটাক্ষ শাসক শিবিরের।
আজ দুপুরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন মালদায়। ইংরেজবাজারের বিএসএফ ময়দানে সভা করবেন তিনি। প্রসঙ্গত, এই দুটি জেলার দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী।
ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে পুলিশের রুটমার্চ। গতকাল রাতে শিলিগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে রুটমার্চ করে পুলিশ। কথা বলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এর আগেও কয়েকটি ওয়ার্ডে রুটমার্চ করে পুলিশ।
আয়ুষ্মান ভারতের সুবিধা আপনারা পাচ্ছেন কি ? মোদির সরকার এলে সবাই এই সুবিধা পাবেন।
পিসি আর ভাইপোর গুণ্ডামির খবর সবাই জানে। সবাই মা-মাটি-মানুষকে ধিক্কার দেয়। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যেতে হবে।
রাতে আমাকে প্রশাসন অনুমতি দেয় চা-চক্র করার জন্য। তারপর আজ সকালেই এত মানুষকে দেখে আমি অভিভূত।
খেলা তো দেখাব আমরা। যাদের স্ট্রাইকার, ডিফেন্ডার সব আমাদের দলে এসে গেছে, তারা আবার কী খেলা দেখাবে? ওদেরকে এবার গ্যালারিতে বসাব। বীরভূমে জে পি নাড্ডার সভায় ভিড় নিয়ে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কটাক্ষের জবাবে মন্তব্য দিলীপ ঘোষের। এদিন খড়গপুরে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে চা-চক্রে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি।
আজ খড়গপুরে কলাইকুণ্ডার কাছে হরিয়াতাড়া গ্রামে চা-চক্রে যোগ দেবেন জে পি নাড্ডা। কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এরপর কলাইকুণ্ডা থেকে কপ্টারে চড়ে দিল্লি রওনা হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
প্রেক্ষাপট
কলকাতা: পাখির চোখ উত্তরবঙ্গ পুনরুদ্ধার। সেই লক্ষ্যে আজ মালদা-রায়গঞ্জে জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে মঙ্গলবারের ঠাসা কর্মসূচির পর খড়গপুরে আজ চা-চক্রে থাকছেন জেপি নাড্ডা।
মঙ্গলবার জোড়া রথযাত্রার সূচনা করতে রাজ্যে এসে, জে পি নাড্ডা অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতি নষ্ট করে দিচ্ছেন। তৃণমূল নেতৃত্বের ভাষা-সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, বিজেপি সভাপতি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললেন, অল্প বয়সে ক্ষমতা পেয়ে বখে যাওয়া ছেলে! উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, 'বিজেপি ভোটের আগে চুরি করা টাকা নিয়ে বাংলায় আসছে। তারা বাংলাকে শ্মশানে পরিণত করতে চায়।' মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন বিজেপির সঙ্গে বাম-কংগ্রেস আঁতাঁতের। তবে শুরুতেই আপনাদের দেখাব, ভোটের আগে জমজমাট বাগযুদ্ধ, বিষয় - বঙ্গসংস্কৃতি।
অন্যদিকে জল্পনার অবসান ঘটিয়ে ১২ দিন আগে খাঁকি উর্দি সরিয়ে রাখার পর মঙ্গলবার কালনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন সদ্য প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -