WB Election 2021 LIVE Updates: নিমতাকাণ্ডের প্রতিবাদ, মোমবাতি মিছিল বিজেপির
West Bengal Assembly Election 2021 LIVE Updates: সকাল থেকে সন্ধে পরপর পাঁচটি পথসভা বিজেপি প্রার্থীর
প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। এই দফায় মোতায়েন থাকবে ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদিকে, পটাশপুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহলদারি আরও বাড়ানো হল।
রং খেলাকে কেন্দ্র করে বর্ধমানে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বর্ধমানের ২৩ নম্বর ওয়ার্ডে ধুন্ধুমার। বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ভাঙচুর। সংঘর্ষে জখম উভয়পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী, র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী।
নন্দীগ্রামের মাটিতে ঘরের লোক-বহিরাগত বিতর্ক। উড়ে এসেছেন, উড়ে চলে যাবেন! শীত, গ্রীষ্ণ, বর্ষা, আমিই থাকব। নন্দীগ্রামের প্রচারে ঘরের ছেলে ইমেজ তুলে ধরার চেষ্টা করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তুই তো কাঁথির ছেলে। নন্দীগ্রামের ভূমিপুত্র কী করে হলি? পাল্টা প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পতাকা লাগানো নিয়ে বিবাদ। হুগলির সিঙ্গুরে দুই বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসকদলের দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। এদিকে, গণ্ডগোলের ঘটনায় দু’পক্ষের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বালিগঞ্জের বিজেপি প্রার্থীর উপরে ‘হামলা’। প্রার্থীর উপরে হামলার অভিযোগে বিক্ষোভ। পার্ক স্ট্রিট থানার সামনে বিজেপির বিক্ষোভ। মল্লিকবাজারের কাছে বিজেপি প্রার্থীর উপরে ‘হামলা’। পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যু। ২৬ ফেব্রুয়ারি তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। অসুস্থ ছিলেন বৃদ্ধা, রাজনীতির কিছু নেই, দাবি তৃণমূলের। বৃদ্ধার ডেথ সার্টিফিকেটে সই বিজেপির চিকিৎসক প্রার্থীর। দমদম উত্তরের বিজেপি প্রার্থী চিকিৎসক অর্চনা মজুমদার। মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ, কমিশনের হস্তক্ষেপ চায় তৃণমূল।
আত্মহত্যাই করেছেন দিনহাটার বিজেপি নেতা। খুনের তত্ত্ব খারিজ করে বিবেক দুবের রিপোর্ট। প্রার্থী না হওয়ায় ডিপ্রেশনে ওষুধ খাওয়া বন্ধ। সুইসাইড নোটেও ডিপ্রেশনের প্রমাণ মিলেছে। নির্বাচন কমিশনে পুলিশ পর্যবেক্ষকের রিপোর্ট, খবর সূত্রের।
কাকদ্বীপের জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘দিল্লির কাছে বিক্রি হবে না বাংলা। মমতা কথা দিয়ে কথা রাখেন। মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি।’
নন্দীগ্রামে প্রচার কর্মসূচিতে শুভেন্দু অধিকারী। বললেন, ‘আমি স্থানীয় ছেলে এখানেই থাকব। বাকি যাঁরা উড়ে এসেছেন, উড়ে চলে যাবেন। নাম না করে মমতাকে কটাক্ষ শুভেন্দুর। তিরিশে তিরিশ পাবে বিজেপি।’
সোমবার দুই মেদিনীপুরেই দিলীপ ঘোষের প্রচার কর্মসূচি রয়েছে। সকালে খড়গপুর শহরে নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসংযোগ করেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি। এরপর পূর্ব মেদিনীপুরের হলদিয়া ও তমলুকে রোড শো করবেন দিলীপ।
নন্দীগ্রামে আজ প্রচার কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীরও। সকাল থেকে সন্ধে পরপর পাঁচটি পথসভা করবেন বিজেপি প্রার্থী। বয়াল ১ ও বয়াল ২ নম্বর অঞ্চল, ভেটুরিয়া, জয়কালী ও ঘোলপুকুরে নির্বাচনী প্রচার করবেন বিজেপি প্রার্থী।
১ এপ্রিল রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে ভোট। কালই শেষ হচ্ছে প্রচার। তার আগে আজ নন্দীগ্রামে রোড শো করবেন ও তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ক্ষুদিরাম মোড় থেকে ঠাকুরচক পর্যন্ত রোড শো দিয়ে শুরু হবে তৃণমূলনেত্রীর এদিনের প্রচার। ৮ কিলোমিটার রাস্তা হুইলচেয়ারে চড়েই চলবে প্রচার। ঠাকুরচকে পৌঁছে প্রথম জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ও তৃতীয় জনসভা রয়েছে বয়াল ও আমদাবাদে।
উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বিধানসভার হাড়োয়ায় আইএসএফ-তৃণমূল সংঘর্ষ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাতভর হাড়োয়া থানায় অবস্থান বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। আব্বাস অনুগামীদের অভিযোগ, গতকাল রাতে মথুরাপুর গ্রামে তাদের কর্মীদের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পাল্টা তৃণমূল কর্মীরাও আক্রান্ত হন বলে অভিযোগ। উভয়পক্ষের ১০ জন আরজি কর হাসপাতালে চিকিত্সাধীন। দু’ পক্ষই হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে। হামলা-যোগ উড়িয়ে তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটলেও ভোটের আগে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে আইএসএফ।
ক্যানিং পশ্চিমের বিজেপি প্রার্থীর প্রচার মিছিল থেকে ফেরার পথে, আক্রান্ত বিজেপির মহিলা কর্মী। বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দিঘিরপাড় এলাকায়। আহত মহিলা বিজেপি কর্মীকে ক্যানিং মহকুমা হাসপাতাল ভর্তি করা হয়েছে। এর আগে ২ নম্বর লঞ্চঘাট এলাকায় জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের হাতে এক বিজেপি কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুটি ঘটনাতেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের। দুটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
পতাকা লাগানোকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার বিধানসভার সরিষায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আহত হন এক মহিলা-সহ পাঁচ তৃণমূল কর্মী। শাসক শিবিরের দাবি, গতকাল রাতে এলাকায় পতাকা লাগাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, তখনই তাঁদের উপর বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে পদ্ম শিবির।
বীরভূমের দুটি জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনা। বোলপুর বিধানসভার ত্রিশুলাপট্টি এলাকায় দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের দাবি, বেশ কয়েকদিন ধরেই মিটিং-মিছিলে যেতে নিষেধ করে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল। অভিযোগ, প্রতিবাদ করায় গতকাল তাদের বাড়িতে চড়াও হয়ে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাদের কর্মীরাই আক্রান্ত বলে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। দু পক্ষই বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে, দুবরাজপুর বিধানসভার বাবুইজোড় গ্রামে ৩ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। কাঁকড়তলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক্ষেত্রেও হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
কাকদ্বীপে মিঠুন চক্রবর্তীর রোড শো হবে আগামীকাল। আজ এই রোড শো হওয়ার কথা থাকলেও, পরে, তা পিছিয়ে আগামীকাল হয়েছে।
১ এপ্রিল রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে ভোট। কালই শেষ হচ্ছে প্রচার। তার আগে আজ নন্দীগ্রামে রোড শো করবেন ও তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লালগড়ে ভোট মিটতেই পদক্ষেপ এনআইএ-র। ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস হাইজ্যাককাণ্ডে গ্রেফতার ছত্রধর। ২ দিনের হেফাজত। এনআইএ-র শারীরিক নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতার। রাতে দরজা ভেঙে ঘরে ঢুকেছিল এনআইএ, দাবি ছত্রধরের স্ত্রী-র। গ্রেফতারের নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি, অভিযোগ তৃণমূলের। দেশদ্রোহীদের নিয়ে রাজনীতি বাঞ্ছনীয় নয়, পাল্টা বিজেপি।
নন্দীগ্রামে পরিবর্তন করুন, বাংলায় আপনা-আপনি হবে, হুঙ্কার অমিত শাহের। যেন ৩৫৬ ধারা জারি করে ভোট হচ্ছে। নন্দীগ্রাম থেকে সুর চড়ালেন মমতাও।
বাপ-ব্যাটার অনুমতিতেই ঢুকেছিল চটি পরা পুলিশ। নন্দীগ্রামে ভোটের মুখে নাম না করে শিশির-শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার। হারের আশঙ্কায় আর্তনাদ, জবাব দেবে মানুষ, কটাক্ষ শিশিরের।
প্রথম দফায় ছাব্বিশটি আসন যাবে বিজেপির দখলে দাবি অমিত শাহের। 'তুমি কী করে জানলে, তাহলে কি ইভিএম কারসাজি?' আসন-দাবি নিয়ে অমিতকে পাল্টা আক্রমণে মমতা।
প্রেক্ষাপট
প্রথম দফায় ছাব্বিশটি আসন যাবে বিজেপির দখলে দাবি অমিত শাহের। তুমি কী করে জানলে, তাহলে কি ইভিএম কারসাজি? আসন-দাবি নিয়ে অমিতকে পাল্টা আক্রমণে মমতা।
বাপ-ব্যাটার অনুমতিতেই ঢুকেছিল চটি পরা পুলিশ। নন্দীগ্রামে ভোটের মুখে নাম না করে শিশির-শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার। হারের আশঙ্কায় আর্তনাদ, জবাব দেবে মানুষ, কটাক্ষ শিশিরের।
নন্দীগ্রামে পরিবর্তন করুন, বাংলায় আপনা-আপনি হবে, হুঙ্কার অমিত শাহের। যেন ৩৫৬ ধারা জারি করে ভোট হচ্ছে। নন্দীগ্রাম থেকে সুর চড়ালেন মমতাও।
আস্থা রেখেছেন মোদি-অমিত। ভোটের পর সরকার চালাব আমি আর দিলীপ ঘোষ, বললেন শুভেন্দু। কর্মীদের ভোকাল টনিক দিতে রূপকথার গল্প, কটাক্ষ কুণালের।
লালগড়ে ভোট মিটতেই পদক্ষেপ এনআইএ-র। ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস হাইজ্যাককাণ্ডে গ্রেফতার ছত্রধর। ২ দিনের হেফাজত। এনআইএ-র শারীরিক নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতার।
রাতে দরজা ভেঙে ঘরে ঢুকেছিল এনআইএ, দাবি ছত্রধরের স্ত্রী-র। গ্রেফতারের নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি, অভিযোগ তৃণমূলের। দেশদ্রোহীদের নিয়ে রাজনীতি বাঞ্ছনীয় নয়, পাল্টা বিজেপি।
রবিবাসরীয় প্রচারে ঝাঁঝ। ইন্দাস, কেশপুর, ডেবরা, চন্দ্রকোণা-পরপর রোড শো মিঠুনের। তারকাকে দেখতে মানুষের ঢল।
সিঁথিতে বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ। বাঁচাতে গিয়ে আক্রান্ত মেয়েও। বিজেপি লেখা গেরুয়া গেঞ্জি পরার জের, দাবি অভিযোগকারীর। গ্রেফতার দুই। দলের যোগ নেই, দাবি তৃণমূলের।
বোমাবাজির পর বিজেপি কর্মীদের গাড়িতে হামলা। দিনভর দফায় দফায় উত্তপ্ত কেশপুর। কাঁথি, শ্রীরামপুর, সিউড়িতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। হুমকির প্রতিবাদে নন্দীগ্রামে সিপিএম প্রার্থীর অবস্থান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -