WB Election 2021 LIVE Updates: নিমতাকাণ্ডের প্রতিবাদ, মোমবাতি মিছিল বিজেপির

West Bengal Assembly Election 2021 LIVE Updates:  সকাল থেকে সন্ধে পরপর পাঁচটি পথসভা বিজেপি প্রার্থীর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 29 Mar 2021 06:58 AM

প্রেক্ষাপট

প্রথম দফায় ছাব্বিশটি আসন যাবে বিজেপির দখলে দাবি অমিত শাহের। তুমি কী করে জানলে, তাহলে কি ইভিএম কারসাজি? আসন-দাবি নিয়ে অমিতকে পাল্টা আক্রমণে মমতা।বাপ-ব্যাটার অনুমতিতেই ঢুকেছিল চটি পরা পুলিশ। নন্দীগ্রামে...More

WB Election 2021: প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা

প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। এই দফায় মোতায়েন থাকবে ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদিকে, পটাশপুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহলদারি আরও বাড়ানো হল।