WB Election 2021: প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা
প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। এই দফায় মোতায়েন থাকবে ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদিকে, পটাশপুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহলদারি আরও বাড়ানো হল।
West Bengal Election 2021: রং খেলাকে কেন্দ্র করে বর্ধমানে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
রং খেলাকে কেন্দ্র করে বর্ধমানে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বর্ধমানের ২৩ নম্বর ওয়ার্ডে ধুন্ধুমার। বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ভাঙচুর। সংঘর্ষে জখম উভয়পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী, র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী।
পতাকা লাগানো নিয়ে বিবাদ। হুগলির সিঙ্গুরে দুই বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসকদলের দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। এদিকে, গণ্ডগোলের ঘটনায় দু’পক্ষের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
WB Election 2021: বালিগঞ্জের বিজেপি প্রার্থীর উপরে ‘হামলা'-র অভিযোগে বিক্ষোভ
বালিগঞ্জের বিজেপি প্রার্থীর উপরে ‘হামলা’। প্রার্থীর উপরে হামলার অভিযোগে বিক্ষোভ। পার্ক স্ট্রিট থানার সামনে বিজেপির বিক্ষোভ। মল্লিকবাজারের কাছে বিজেপি প্রার্থীর উপরে ‘হামলা’। পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
WB Election 2021: আত্মহত্যাই করেছেন দিনহাটার বিজেপি নেতা
আত্মহত্যাই করেছেন দিনহাটার বিজেপি নেতা। খুনের তত্ত্ব খারিজ করে বিবেক দুবের রিপোর্ট। প্রার্থী না হওয়ায় ডিপ্রেশনে ওষুধ খাওয়া বন্ধ। সুইসাইড নোটেও ডিপ্রেশনের প্রমাণ মিলেছে। নির্বাচন কমিশনে পুলিশ পর্যবেক্ষকের রিপোর্ট, খবর সূত্রের।
Abhishek Banerjee Rally LIVE: ‘মমতা কথা দিয়ে কথা রাখেন’, কাকদ্বীপের জনসভায় অভিষেক
কাকদ্বীপের জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘দিল্লির কাছে বিক্রি হবে না বাংলা। মমতা কথা দিয়ে কথা রাখেন। মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি।’
সোমবার দুই মেদিনীপুরেই দিলীপ ঘোষের প্রচার কর্মসূচি রয়েছে। সকালে খড়গপুর শহরে নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসংযোগ করেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি। এরপর পূর্ব মেদিনীপুরের হলদিয়া ও তমলুকে রোড শো করবেন দিলীপ।
১ এপ্রিল রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে ভোট। কালই শেষ হচ্ছে প্রচার। তার আগে আজ নন্দীগ্রামে রোড শো করবেন ও তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ক্ষুদিরাম মোড় থেকে ঠাকুরচক পর্যন্ত রোড শো দিয়ে শুরু হবে তৃণমূলনেত্রীর এদিনের প্রচার। ৮ কিলোমিটার রাস্তা হুইলচেয়ারে চড়েই চলবে প্রচার। ঠাকুরচকে পৌঁছে প্রথম জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ও তৃতীয় জনসভা রয়েছে বয়াল ও আমদাবাদে।
West Bengal Election 2021: হাড়োয়ায় আইএসএফ-তৃণমূল সংঘর্ষ
উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বিধানসভার হাড়োয়ায় আইএসএফ-তৃণমূল সংঘর্ষ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাতভর হাড়োয়া থানায় অবস্থান বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। আব্বাস অনুগামীদের অভিযোগ, গতকাল রাতে মথুরাপুর গ্রামে তাদের কর্মীদের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পাল্টা তৃণমূল কর্মীরাও আক্রান্ত হন বলে অভিযোগ। উভয়পক্ষের ১০ জন আরজি কর হাসপাতালে চিকিত্সাধীন। দু’ পক্ষই হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে। হামলা-যোগ উড়িয়ে তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটলেও ভোটের আগে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে আইএসএফ।
WB Election 2021 LIVE: ক্যানিংয়ে আক্রান্ত বিজেপির মহিলা কর্মী, অভিযুক্ত তৃণমূল
ক্যানিং পশ্চিমের বিজেপি প্রার্থীর প্রচার মিছিল থেকে ফেরার পথে, আক্রান্ত বিজেপির মহিলা কর্মী। বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দিঘিরপাড় এলাকায়। আহত মহিলা বিজেপি কর্মীকে ক্যানিং মহকুমা হাসপাতাল ভর্তি করা হয়েছে। এর আগে ২ নম্বর লঞ্চঘাট এলাকায় জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের হাতে এক বিজেপি কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুটি ঘটনাতেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের। দুটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
১ এপ্রিল রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে ভোট। কালই শেষ হচ্ছে প্রচার। তার আগে আজ নন্দীগ্রামে রোড শো করবেন ও তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।