WB Election 2021 LIVE Updates: একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

West Bengal Assembly Election 2021 LIVE Updates:  কোচবিহারের জনসভায় মোদি, কালচিনিতে মমতা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Apr 2021 12:48 PM
West Bengal Election LIVE: বিজেপির কেন্দ্রীয় নেতা শাহনওয়াজ হুসেনের সভায় পাথর ছোড়ার অভিযোগ

বিজেপির কেন্দ্রীয় নেতা শাহনওয়াজ হুসেনের সভায় পাথর ছোড়ার অভিযোগ। হাওড়ার পিলখানায় উত্তর হাওড়ার বিজেপি প্রার্থীর সমর্থনে সভা। শাহনওয়াজের ভাষণ চলাকালীন মঞ্চ লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের শাহনাওয়াজ হুসেনের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের। যাবতীয় অভিযোগ অস্বীকার শাসক দলের। 

WB election 2021 LIVE: একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল কমিশন। ভবানীপুর, এন্টালি, জোড়াসাঁকো, কলকাতা বন্দর। চৌরঙ্গী, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া, বেলেঘাটা। একসঙ্গে অপসারিত কলকাতার ৮জন রিটার্নিং অফিসার। 

West Bengal Election LIVE: মাতৃভাষায় পড়াশোনায় জোর, জানালেন মোদি

মাতৃভাষায় পড়াশোনা, ইঞ্জিনিয়ার মেডিক্যাল স্থানীয় ভাষায় পড়ানোর উদ্যোগ নেবে বিজেপি সরকার।

West Bengal Election LIVE: গরিব কৃষক ও মধ্যবিত্তদের সুরাহা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে, প্রতিশ্রুতি মোদির

বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে গরিব কৃষক ও মধ্যবিত্তদের সুরাহা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। পিএম কিসান সম্মাননিধির টাকা ডিরেক্ট অ্যাকাউন্টে যাবে। 

WB election 2021 LIVE: নিউটাউন থেকে কীভাবে সিন্ডিকেট ব্যবসা চালু হল তা আজ চর্চার বিষয়, বললেন মোদি

নিউটাউন থেকে কীভাবে সিন্ডিকেট ব্যবসা চালু হল তা আজ চর্চার বিষয়। ভাইপো ট্যাক্স কীভাবে ছেয়ে আছে, তা সারা দেশে চর্চার বিষয়। রাস্তা জলে ভরে থাকে আর ঘরে জল আসে না। দূষিত জল খেয়ে বাচ্চারা অসুস্থ হয়। 

West Bengal Election LIVE: ইলেকশন না করিয়ে লোকাল সিভিক বডিতে দুর্নীতি, অভিযোগ মোদির

হাওড়ার জনসভা থেকে নরেন্দ্র মোদি বলেন, বাংলা পুরো দুনিয়ায় ভারতের পরিচিতির প্রতীক। হাওড়া ব্রিজ কানেক্টিভিটির প্রতীক। কিন্তু দুর্নীতি হাওড়াকে শুধু দুর্দশা দিয়েছে। বিল্ডিং প্ল্যান, পাওয়ার কানেকনশন, কাটমানি, তোলাবাজি। ইলেকশন না করিয়ে লোকাল সিভিক বডিতে দুর্নীতি। 

WB election 2021 LIVE: কয়লা ধুলে ময়লা যায় না, মমতাকে কটাক্ষ মোদির

আপনি বাংলার মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। বাংলায় ভাবুক আবেগপ্রবণ লোক আছেন। আপনি বাংলার মানুষের মন ভেঙে দিয়েছেন। দিদি মনে রাখবেন, পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। কয়লা ধুলে ময়লা যায় না। 

WB Election 2021 LIVE: বাংলার ভোটারদের নিজের জাগীর ভাবছেন দিদি, কটাক্ষ মোদির

দিদির এত অহঙ্কার, তিনি বাংলার ভোটারদের নিজের জাগীর ভাবছেন। দিদি বাংলার জনতাদের জন্য বলেছেন, যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়। দিদি আপনারা মনে আছে। আপনাদের মনে আছে? দিদি বাংলার মানুষদের ত্রস্ত করে রেখেছেন

WB Election 2021: দিদি অপমান করছেন, চুন চুনকে হিসাব নিন, জনসভা থেকে বললেন মোদি

দিদি আপনাদের অপমান, বদনাম, মিথ্যা আরোপ। দিদিকে সাজা দিন। কমল বোতাম টিপে দিদিকে সাজা দিন, যাতে আর কখও এমন জঘন্য অপবাদ দিতে না পারে। দিদি এও বলেন আপনারা পয়সা নিয়ে ভোট দেন। আপনারা ভোট দিয়ে পেট ভরেন? আপনারা এই অবস্থায় আছেন? দিদি অপমান করছেন। চুন চুনকে হিসাব নিন। 

West Bengal Election 2021: দিদি বলেন তো, আমরা দেখে নেব, বিজেপি বলে আমরা সেবা করব, ডুমুরজলায় বললেন মোদি

আজ বাংলার জনতাকে দিদি ধমকি দিচ্ছে। দিদি বলছেন, আমরা দেখে নেব। দিদি বলেন তো, আমরা দেখে নেব। বিজেপি বলে আমরা সেবা করব। 

WB Election 2021: দুর্নীতি বাংলায় গম্ভীর পরিস্থিতি তৈরি করেছে, আক্রমণ প্রধানমন্ত্রীর

দুর্নীতি বাংলায় গম্ভীর পরিস্থিতি তৈরি করেছে। যে এমএসএমই বাংলার গর্ব ছিল, তার কী হাল হয়েছে। জুট, ব্যামিন্টনের শাটলকক, এমন অনেক সরঞ্জামের চাহিদা বেড়েছে। কিন্তু এরাজ্যে তালা। তার একটাই কারণ। বাংলায় বহু বছর কুশাসন। দিদির সরকারের দুর্নীতি। আজও যা কালও তা। দিদি বাংলার সঙ্গে যা করেছেন সেই সত্যি সামনে এসেছে। 

West Bengal Election 2021: শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন শাসন রাজ করার জন্য নয়, মানুষের সেবা করার জন্য, জনসভায় মোদি

শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন শাসন রাজ করার জন্য নয়, মানুষের সেবা করার জন্য। এটাই তো আসল পরিবর্তন। ২ মের পর বিজেপির যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হতে চলেছে তা এই পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ। 

WB Election 2021: দিদি নিজের পোলিং এজেন্টের বিশ্বাসযোগ্যতাকেই কাঠগড়ায় তুলেছেন, কটাক্ষ মোদির

দিদি নিজের পোলিং এজেন্টের বিশ্বাসযোগ্যতাকেই কাঠগড়ায় তুলেছেন। 

West Bengal Election 2021:  ‘সব বেচে দিচ্ছে, ক্যায়সে দেশ চলেগা?’, কালচিনিতে মমতা

কালচিবনির জনসভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘গ্যাস নেহি চাহিয়ে। কোল বেচ দিয়া। রেল বেচ দিয়া। ব্যাঙ্ক, এলআইসি বেঁচে দিচ্ছে। সব বেচে দিচ্ছে। ক্যায়সে দেশ চলেগা? আমরা তো বাংলায় কিচ্ছু বেচতে দিচ্ছি না।’

WB Election 2021:  ‘বাংলায় বিজেপির ঢেউ চলছে’, কোচবিহারে মোদি

কোচবিহারে জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘২ মে যখন ভোটের ফল বেরোবে দোসরা মে বাংলায় বিজেপির সরকার তৈরির পর এখানেও বিকাশের গতি বাড়ানো হবে। দিদির যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। গত দুদফায় লোক বাড়ির বাইরে বেরিয়ে ভোট দিয়েছে। বাংলায় বিজেপির যে ঢেউ চলছে দিদির গুন্ডারা দিদির ভয়কে কিনারায় ঠেলে দিয়েছে।’

WB Election 2021:  ‘আরে দিদি হাম তো মামুলি ইনসান হ্যায়’, কোচবিহারে মোদি

কোচবিহারে জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমি শুনলাম দিদি আজকাল একটি প্রশ্ন তুলছে, কিয়া বিজেপি ভগবান হ্যায়, যে উসকো পাতা চল গয়া হ্যায় যে উয়ো জিতনে চলে হে। আদরীণীয় দিদি, ও দিদি, আরে দিদি হাম তো মামুলি ইনসান হ্যায় অউর ঈশ্বরকে আশীর্বদ সে দেশ সেবা মে লাগে হে।’

West Bengal Election 2021:  ‘পাহাড়ে শান্তি আছে, তরাই ডুয়ার্সে শান্তি আছে’, কালচিনিতে মমতা

কালচিবনির জনসভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনারা এক এক করে জেতান। আমরা সরকার গড়ব। পাহাড়ে শান্তি আছে। তরাই ডুয়ার্সে শান্তি আছে। পাহাড়ে আমরা লড়ছি না। সমতলের সব ভাইবোন তৃণমূলকে ভোট দেবেন। নেপালি,আদিবাসী শিডিউল কাস্ট সবাই ভোট দেবেন।’

WB Election 2021:  ‘বাংলার এই মাটি বিজেপিকে প্রেরণা উজাড় করে দিয়েছে’, কোচবিহারে মোদি

কোচবিহারে জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘মহাদেব, ঠাকুর মদনমোহন, ঠাতুর পঞ্চানন বর্মা, মহারাজা নরনারায়ণ, অনেকের অবদানে সমৃদ্ধ এই ভূমি। আপনাদের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। বাংলার এই মাটি বিজেপিকে প্রেরণা উজাড় করে দিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের রাজনৈতিক পথ নির্দিষ্ট করেছেন। তিনি মানুষের কাজ করার জন্য প্রেরণা দিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন, ভারতের যশ, ভারতের আধ্যাত্মিক মহানতা, মানবতার সেবা, ভারতীয় জনগণের সর্বোচ্চ শক্তির বিশালতা, এই নিয়ে এগোতে হবে। আজ সেটাই দেশকে আত্মনির্ভর বানাচ্ছে।’

West Bengal Election 2021:  ‘আপনারা আমায় জেতান, আমি আপনাদের জেতাব’, কালচিনিতে মমতা

কালচিবনির জনসভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,  ‘আপনারা আমায় জেতান। আমি আপনাদের জেতাব। এটা দিল্লির লাড্ডু নয়। বাংলার ভোট।’

WB Election 2021:  ‘দুবছর আগে এই কোচবিহারে ছিলাম, এই মাঠেই ছিলাম’, কোচবিহারে মোদি

কোচবিহারে জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন,  ‘সকল কোচবিহারবাসীদের আমার সাদর প্রণাম। আজ থেকে দুবছর আগে এই কোচবিহারে ছিলাম। এই মাঠেই ছিলাম। তখম এর মাঝে একটা বড় মঞ্চ লাগিয়ে দিয়েছিল তৃণমূল। সেদিন লোকদের আসতে দেয়নি। ওই দিন বলেছিলাম এই যে মঞ্চ তৈরি হয়েছে তা তৃণমূলের পতনের কারণ হবে। আজ কোথাও মঞ্চ দেখা যাচ্ছে? আজ কোথাও তৃণমূলকে দেখা যাচ্ছে।’

প্রেক্ষাপট

কোচবিহারের জনসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, কালচিনির সভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.