WB Election 2021 LIVE Updates: কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিরপেক্ষ নয়, কমিশনে অভিযোগ তৃণমূলের প্রতিনিধি দলের
গতকাল বাঁকুড়া থেকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর-চার জেলায় ৩০ বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফার ভোটেও সারা দিন বিভিন্ন জায়গা থেকে দফায় দফায় সামনে এল অশান্তির ছবি। পরস্পরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব হল তৃণমূল এবং বিজেপি। কোথাও কোথাও ভয় দেখানো, প্রভাব খাটানোর মতো অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও।
অভিষেক বলেছেন, ‘বহিরাগত নেতারা ৬ কোটি টাকার গাড়িতে চড়ছে। আর অন্য দিকে পায়ে হাওয়াই চটি, কাকে নির্বাচন করবেন আপনারা ? তৃতীয়বার ক্ষমতায় এলে এবার ন্যূনতম মাসিক আয়।১০ এপ্রিল এমন করে ভোট দিন, যাতে একটা ভোট দেওয়া মানে একটা করে গোল। অন্য কোনও দলকে ভোট নয়’
সংখ্যালঘু ভাইদের অনুরোধ করছি অন্য কাউকে ভোট নয়।’
জনসভায় অভিষেক বলেছেন, ‘নারী ক্ষমতায়ন মমতাই করে দেখিয়েছেন। কিন্তু মোদি সরকারের আমলে সরষের তেল ১৬০ টাকা লিটার, পোস্ত ১৫০০ টাকা কেজি।কেরোসিন, পেট্রোল, ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। মমতা এক টাকাও কারও ওপর বোঝা বাড়াননি। প্রতি বছর ৭৫ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র। আমফানে বলছে মোদি ১০০০ কোটি টাকা দিয়েছে।এটা মোদির নিজের টাকা নয়, রাজ্যের মানুষের টাকা।’
প্রথম দু’দফার নির্বাচন সংক্রান্ত অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল। দুপুর দেড়টায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তৃণমূল। যশবন্ত সিনহা, ডেরেক ও’ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায় সহ ৭ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূল নেতারা জানিয়েছেন, উপযুক্ত তথ্যপ্রমাণ সহ কমিশনের কাছে তাঁরা অভিযোগ জানিয়েছেন। তৃণমূল কমিশনের কাছে অভিযোগ করেছে, ভোট প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি।কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিরপেক্ষ নয়।
অভিযুক্ত জওয়ানদের পরবর্তী দফার ভোটে আর মোতায়েন নয়, কমিশনে দাবি তৃণমূলের।
প্রথম দু’দফার নির্বাচন সংক্রান্ত অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল। দুপুর দেড়টায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তৃণমূল। যশবন্ত সিনহা, ডেরেক ও’ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায় সহ ৭ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূল নেতারা জানিয়েছেন, উপযুক্ত তথ্যপ্রমাণ সহ কমিশনের কাছে তাঁরা অভিযোগ জানিয়েছেন। তৃণমূল কমিশনের কাছে অভিযোগ করেছে, ভোট প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি।কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিরপেক্ষ নয়।
অভিযুক্ত জওয়ানদের পরবর্তী দফার ভোটে আর মোতায়েন নয়, কমিশনে দাবি তৃণমূলের।
কুলতলির সভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
অমিত শাহ বলেছেন, ‘এখানে এমন সরকার চাই যে মোদির হাত শক্ত করবে। প্রত্যেক ৫০জনকে ফোন করে বলুন পদ্মে ছাপ দিতে।’
অমিত শাহ বলেছেন, ‘অনুপ্রবেশকারীদের জন্য আমাদের যুবকরা চাকরি পাচ্ছে না। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। সব শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।’
অমিত শাহ বলেছেন,‘দিদির গুণ্ডারা তোলাবাজি করে আর সিন্ডিকেট চালায়। যারা বিজেপি নেতা-কর্মীদের খুন করেছে তাদের জেলে পাঠানো হবে।’
অমিত শাহর প্রতিশ্রুতি, ‘সব মহিলাদের পরিবহণ বিনামূল্যে হয়ে যাবে’
অমিত শাহ বলেছেন, ‘ ২মে মোদি সরকার এলেই সব কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা পৌঁছে যাবে। সব সরকারি কর্মী সপ্তম বেতন কমিশনের সুবিধা পাবেন’।
কালচিনির জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। বললেন, নেপালি ও রাজবংশী ভাষাকে স্বীকৃতি দেওয়া হবে। নেপালি ভাষায় সিনেমাকে উৎসাহ দিতে পাঁচ কোটি টাকার পুরস্কারের ব্যবস্থা করা হবে। দেওয়া হবে ভর্তুকি। রেডিও-র একটি চ্যানেল হবে নেপালি ভাষায়।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে, বাসন্তীর জনসভায় দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
অমিত শাহর দাবি, ‘ প্রথম দুই দফার ভোটে বিজেপি জিতছে। ৬০-এর মধ্যে ৫০ আসনে বিজেপি জিতে গেছে। দিদি নিজেও নন্দীগ্রামে নির্বাচনে হারছেন। উত্তরবঙ্গে নির্বাচনে একটি আসনও দিদির হাতে দেওয়া যাবে না।’
অমিত শাহ বলেছেন, ‘দিদি শুধুই ভাইপোর কথা ভাবেন। দিদি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর কথা ভাবেন। কিন্তু মোদি আপনাদের সকলের কথা ভাবেন।’
অমিত শাহ বলেছেন, ‘মহিলাদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে হবে। মেয়েদের পরিবহণও সম্পূর্ণ বিনামূল্যে হবে।
অমিত শাহ বলেছেন, ‘উত্তরবঙ্গে একটি চা-পার্ক তৈরির পরিকল্পনা হয়েছে। ২৫০ কোটি টাকা খরচ করে ঠাকুর পঞ্চানন বর্মার স্মারক তৈরি হবে। উত্তরবঙ্গের কোচবিহারে তৈরি হবে এইমস্-এর ধাঁচে হাসপাতাল।’
অমিত শাহ বলেছেন, ‘একমাত্র বিজেপিই এরাজ্যে অনুপ্রবেশ বন্ধ করতে পারে। ‘বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। উত্তরবঙ্গে একটি চা-পার্ক তৈরির পরিকল্পনা হয়েছে। ২৫০ কোটি টাকা খরচ করে ঠাকুর পঞ্চানন বর্মার স্মারক তৈরি হবে। উত্তরবঙ্গের কোচবিহারে তৈরি হবে এইমস্-এর ধাঁচে হাসপাতাল। মহিলাদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে হবে।’
অমিত শাহর দাবি, মোদি শীতলকুচিতে রাস্তা বানানোর জন্য ২২ কোটি টাকা দিয়েছেন। কিন্তু সেই রাস্তা তৈরি হয়নি। কারণ এই রাস্তা তৈরি হোক দিদি চাননি। এবার দিদি যাবেন আর উত্তরবঙ্গের অচ্ছে দিন আসবে। প্রতিবছর ২ হাজার কোটি টাকা উত্তরবঙ্গের উন্নয়নে দেওয়া হবে।নারায়ণী সেনার স্মৃতি রক্ষার্থে রাজবংশীদের নিয়ে নতুন ব্যাটেলিয়ন হবে।’
অমিত শাহ বলেছেন, ‘একবার বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গে সব হিংসা বন্ধ হয়ে যাবে। রাজবংশীদের প্রতি যে অন্যায় হয়েছে তারও প্রতিকার হবে। ’
অমিত শাহর দাবি, ‘কাল প্রমাণ হয়ে গেছে নন্দীগ্রামে দিদি হারছেন।ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আর কোথা থেকে লড়বেন।উনি বলেছেন উত্তর বাংলা ছাড়া অন্য যে কোনও জায়গা থেকে।’
অমিত শাহ বলেছেন, ‘দিদি উত্তরবঙ্গের প্রতি সবসময় অন্যায় করেছেন।‘সেইজন্য দিদি আপনাদের ভয় পান।’
অমিত শাহ বলেছেন, ‘ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির এখানে আছে ।চিলা রায় এখানে মোগলদের পা রাখতে দেয়নি।’
কোচবিহারের শীতলকুচিতে বিজেপির জনসভায় ভাষণ অমিত শাহর।
নন্দীগ্রামের নিতুড়িয়ায় ভোট পরবর্তী সংঘর্ষ। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা। ঘটনাস্থলে গেছে কেন্দ্রীয় বাহিনী
তৃতীয় দফা ভোটের আগে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর রোড শো হুগলির পুরশুড়ায়। শ্যামপুরেও রোড শো রয়েছে তাঁর। দুপুরে হাওড়ার ডুমুরজলায় সভা করবেন মিঠুন।
মুর্শিদাবাদের সুতি থানার চাঁদরায় বোমা উদ্ধার। দুটি বড় পাত্র ভর্তি বোমা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। রেললাইনের পাশের আমবাগান থেকে উদ্ধার হয় বোমা।বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বোমা উদ্ধার। ৪১ তাজা বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি চালায় পুলিশ।বোমাগুলি কীভাবে সেখানে এল খতিয়ে দেখছে পুলিশ।
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূল কর্মীকে নৃশংস খুনের ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। মৃত তৃণমূল কর্মীর নাম উত্তম দলুই। তৃণমূল ও মৃতের পরিবারের দাবি, মৃত উত্তম দলুই এলাকায় সক্রিয় তৃণমূলকর্মী বলে পরিচিত ছিলেন। প্রতিবাদে পথ অবরোধ তৃণমূলের।
মালদার মানিকচক থানার জালালপুর এলাকায় তৃণমূলের পতাকা, পোস্টার খুলে নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মানিকচক থানায় তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের কুলেরদাঁড়ি এলাকায় বোমাবাজির জেরে আতঙ্ক ছড়াল। গতকাল রাতে স্থানীয় এক বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। আজ সকালে ওই বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার হয় ২টি তাজা বোমা। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কেশপুরে ফের ভোট-সন্ত্রাস। ধারাল অস্ত্রের কোপ যুবককে।আহত দলীয় কর্মী, দাবি বিজেপির। দুপুরে তুলে নিয়ে গিয়ে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত যুবকের নাম রাজু সাঁতরা।আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।প্রতিক্রিয়া মেলেনি শাসক দলের
উত্তর ২৪ পরগনার বারাসাতে তৃণমূলের লেখা দেওয়ালের ওপর বিজেপির ব্যানার লাগানোকে ঘিরে সংঘর্ষ। গতকাল রাতে বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডে ওই ঘটনা ঘটে। তৃণমূলের দাবি, সংঘর্ষে তাদের ৭ জন দলীয় কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন প্রাক্তন এক কাউন্সিলর অরুণ ভৌমিক। আহতদের যশোর রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। তবে এ নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় বিজেপির কর্মীদের ওপর হামলা। গতকাল রাতের ঘটনা। বিজেপির দাবি, কামারহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর বেশ কিছু পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। সেই খবর পেয়ে সেখানে কয়েকজন বিজেপি কর্মী যান। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তাঁদের ওপর হামলা চালায়। বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। আহত বিজেপি কর্মীদের সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা করানো হয়। বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী মদন মিত্র অভিযোগ অস্বীকার করেছেন।
দক্ষিণ ২৪ পরগনায় আজ প্রচার করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। বেলা সাড়ে ১১টায় কুলতলিতে সভা রয়েছে তাঁর। দুপুর সাড়ে ১২টায় বাসন্তীতে সভা। দুপুর দেড়টায় বারুইপুর পূর্ব কেন্দ্র সভা করবেন তৃণমূল সাংসদ। এরপর দুপুর তিনটেয় ডায়মন্ড হারবারে রোড শো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর রোড শো রয়েছে হুগলির পুরশুড়ায়। শ্যামপুরেও রোড শো রয়েছে তাঁর। দুপুরে হাওড়ার ডুমুরজলায় সভা করবেন মিঠুন।
কোচবিহারেরই শীতলকুচিতে বেলা ১১টায় সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহর। বেলা সাড়ে ১২টায় আলিপুরদুয়ারে সভা করবেন তিনি। দুপুর ৩টেয় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম কেন্দ্রে রোড শো রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিকেল সাড়ে ৪টেয় হুগলির আরামবাগে রোড শো।
বেলা ১২টায় কোচবিহারের দিনহাটায় সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর বেলা ১২টা ৪০ নাগাদ নাটাবাড়ি ও তুফানগঞ্জে সভা করবেন তিনি। দুপুর দেড়টায় আলিপুরদুয়ারে সভা রয়েছে তৃণমূলনেত্রীর।
তৃতীয় দফা ভোটের আগে আজ রাজ্যে ফের হেভিওয়েট প্রচার। উত্তরবঙ্গে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার করবেন অমিত শাহও।
প্রেক্ষাপট
কলকাতা: গতকাল রাজ্যে দ্বিতীয় দফায় ৩০ আসনে ভোটগ্রহণ হল। আজ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার করবেন রাজনৈতিক নেতারা। উত্তরবঙ্গে এদিন তিন সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনায় চারটি জনসভা করবেন। প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপিও। আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুটি জনসভার পাশাপাশি দুটি রোড শো করবেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও সাতগাছিয়ায় রোড শো করবেন। বিষ্ণপুরে জনসভাও করবেন তিনি। মিঠুন চক্রবর্তীও আজ চারটি রোড শো করবেন।
গতকাল বাঁকুড়া থেকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর-চার জেলায় ৩০ বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফার ভোটেও সারা দিন বিভিন্ন জায়গা থেকে দফায় দফায় সামনে এল অশান্তির ছবি। পরস্পরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব হল তৃণমূল এবং বিজেপি। কোথাও কোথাও ভয় দেখানো, প্রভাব খাটানোর মতো অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বয়ালে, মমতা বন্দ্যোপাধ্যায় বুথে থাকার সময়েই বাইরে মুখোমুখি হল তৃণমূল এবং বিজেপি।পশ্চিম মেদিনীপুরের কেশপুরে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী।তবে এর বাইরেও দ্বিতীয় দফার ভোটে দিনভর, বিভিন্ন কেন্দ্র থেকে সামনে এল অশান্তির খবর।নন্দীগ্রামে নির্বাচন কমিশনের ভুয়ো পরিচয়পত্র ব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয় একজনকে।পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী সোহম চক্রবর্তীর নির্বাচনী এজেন্টের গাড়ি ভাঙচুর করা হয়।
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি ও বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়।পূর্ব মেদিনীপুরের ময়নায় বাকচা গ্রাম পঞ্চায়েতের ২৪৪ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপির পোলিং এজেন্ট তৃণমূল প্রার্থী সংগ্রাম দলুইকে হুমকি দেন।
ছবি তুলতে গেলে, হুমকি দেওয়া হয় এবিপি আনন্দর প্রতিনিধিকেও। মহিষাদলে তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পরে বুথে ঢুকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দালাল অপদার্থ বলে হুমকি দেন তৃণমূল প্রার্থী।খড়গপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের। বুথে পৌঁছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসাতেও জড়ান তিনি।পরে নির্বাচন কমিশনে অভিযোগ করেন খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী।
বাঁকুড়ার ইন্দাসে ক্লাবে বেআইনি জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় কেন্দ্রীয় বাহিনী।পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এবার দুই প্রাক্তন আইপিএসের লড়াই। ডেবরার রাধাকান্তপুর সহ ৬টি জায়গায়।তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এনিয়ে জওয়ানদের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী।
অন্যদিকে, বুথের বাইরে বেআইনি জমায়েত, বুথে এজেন্ট বসতে না দেওয়ার মতো অভিযোগে সরব হন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।পাল্টা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে বুথে ঢোকার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গোটা ঘটনায় ঘটনায় রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানান বিজেপি প্রার্থী। বাঁকুড়ার বড়জোড়ায় চান্দাই গ্রামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বয়স্ক ভোটারদের সঙ্গে পরিবারের সদস্যদের বুথে যেতে বাধা দেয় পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -