WB Election 2021 LIVE Updates: কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিরপেক্ষ নয়, কমিশনে অভিযোগ তৃণমূলের প্রতিনিধি দলের

গতকাল বাঁকুড়া থেকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর-চার জেলায় ৩০ বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফার ভোটেও সারা দিন বিভিন্ন জায়গা থেকে দফায় দফায় সামনে এল অশান্তির ছবি। পরস্পরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব হল তৃণমূল এবং বিজেপি। কোথাও কোথাও ভয় দেখানো, প্রভাব খাটানোর মতো অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Apr 2021 07:14 AM

প্রেক্ষাপট

 কলকাতা: গতকাল রাজ্যে দ্বিতীয় দফায় ৩০ আসনে ভোটগ্রহণ হল। আজ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার করবেন রাজনৈতিক নেতারা। উত্তরবঙ্গে এদিন তিন সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনায় চারটি জনসভা...More

West Bengal Election 2021 LIVE: তৃতীয়বার ক্ষমতায় এলে এবার ন্যূনতম মাসিক আয়

অভিষেক বলেছেন, ‘বহিরাগত নেতারা ৬ কোটি টাকার গাড়িতে চড়ছে। আর অন্য দিকে পায়ে হাওয়াই চটি, কাকে নির্বাচন করবেন আপনারা ? তৃতীয়বার ক্ষমতায় এলে এবার ন্যূনতম মাসিক আয়।১০ এপ্রিল এমন করে ভোট দিন, যাতে একটা ভোট দেওয়া মানে একটা করে গোল। অন্য কোনও দলকে ভোট নয়’


সংখ্যালঘু ভাইদের অনুরোধ করছি অন্য কাউকে ভোট নয়।’