West Bengal Election 2021 LIVE Updates: বিজেপি নেতার বাড়িতে রক্তমাখা হুমকি-চিঠি!
খড়গপুর ২ নম্বর ব্লকের রামনগর গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মীদের।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Feb 2021 08:21 AM
প্রেক্ষাপট
কলকাতা: খড়গপুর ২ নম্বর ব্লকের রামনগর গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মীদের। বুধবার খড়গপুরে শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। বিজেপির দাবি,...More
কলকাতা: খড়গপুর ২ নম্বর ব্লকের রামনগর গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মীদের। বুধবার খড়গপুরে শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। বিজেপির দাবি, গতকাল তার প্রস্তুতি বৈঠক চলছিল। অভিযোগ, সেখানেই খেলা হবে স্লোগান দিয়ে লাঠি-রড নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়। পরে গাড়ি-সাইকেল ভাঙচুর করে হামলাকারীরা। গেরুয়া শিবিরের দাবি, থানায় গেলে প্রথমে তাদের অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এরপর বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে অবস্থান-বিক্ষোভ শুরু করেন। শেষপর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ক্রিকেট খেলে বাঁকুড়ায় জনসংযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ভোটের মুখে ক্রিকেট খেলে বাঁকুড়ায় জনসংযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খেলা হবে স্লোগান দিয়ে, বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছে বিজেপি।