West Bengal Election 2021 LIVE Updates: বিজেপি নেতার বাড়িতে রক্তমাখা হুমকি-চিঠি!

খড়গপুর ২ নম্বর ব্লকের রামনগর গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মীদের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Feb 2021 08:21 AM
ক্রিকেট খেলে বাঁকুড়ায় জনসংযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভোটের মুখে ক্রিকেট খেলে বাঁকুড়ায় জনসংযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খেলা হবে স্লোগান দিয়ে, বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছে বিজেপি।

WB Election 2021: মিনাখাঁর তৃণমূল বিধায়ক ও তাঁর স্বামীর বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ

মিনাখাঁর তৃণমূল বিধায়ক ও তাঁর স্বামীর বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ। পথে নেমে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীদের একাংশ। যদিও, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়কের স্বামী তথা তৃণমূলের ব্লক সভাপতি।

WB Election 2021: দলত্যাগী উপ প্রধান ও পঞ্চায়েত সদস্যদের প্রাণনাশের হুমকি মহিষাদলের তৃণমূল নেতার

দলত্যাগী উপ প্রধান ও পঞ্চায়েত সদস্যদের প্রাণনাশের হুমকি দিলেন মহিষাদলের তৃণমূল নেতা। ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। গতকাল মহিষাদলের রথতলায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সভার আয়োজন করে তৃণমূল। সেই সভায় মহিষাদল ব্লকের তৃণমূল সভাপতিকে দলত্যাগীদের রীতিমতো হুমকি দিতে শোনা যায়। ভিডিও ভাইরাল হতেই আক্রমণ শানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, পরাজয়ের আশঙ্কা করে ঘৃণ্য রাজনীতি শুরু করেছে তৃণমূল। এনিয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেতার সাফাই, তিনি রাজনৈতিকভাবে মোকাবিলার কথা বললেও, তার অপব্যাখ্যা করা হচ্ছে।

WB Election 2021 LIVE: বিজেপির রথ ভাঙচুরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ

কাদাপাড়ায় বিজেপির রথ ভাঙচুরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 

WB Election LIVE: আজ দুই মেদিনীপুরেই কর্মসূচি শুভেন্দু অধিকারীর

আজ দুই মেদিনীপুরেই কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। প্রথমে হলদিয়া বিধানসভা এলাকায় পাতিখালির বজরং মোড় থেকে মঞ্জুশ্রী মোড় পর্যন্ত পদযাত্রা করবেন বিজেপি নেতা। এরপর পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা এলাকার মোহনপুরে জনসভা করবেন শুভেন্দু অধিকারী।

WB Election LIVE: আজ থেকে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু

আজ থেকে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু। সকাল থেকে কলকাতা-সহ জেলায় জেলায় চলছে আধা সেনার রুট মার্চ। 

WB Election LIVE: সকাল থেকে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

সকাল থেকে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।  শ্রীরামপুরের নওগাঁর মোড় এলাকায় এদিন রুট মার্চ করে আধা সেনা। স্থানীয়দের সঙ্গে কথা বলেন জওয়ানরা। 

WB Election 2021 LIVE: হালিশহরে বিজেপি নেতার বাড়িতে রক্তমাখা হুমকি-চিঠি পাঠিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

হালিশহরে বিজেপি নেতার বাড়িতে রক্তমাখা হুমকি-চিঠি পাঠিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হালিশহর খাসবাটি সাউথ রোডের বাসিন্দা বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের প্রতিনিধি শুভাশিস মৈত্রর অভিযোগ, গতকাল তাঁর বাড়িতে রক্তমাখা খামে হুমকি-চিঠি মেলে। চিঠিতে লেখা, এবার তোর পালা। বিজেপি নেতার অভিযোগ, গোটাটাই তৃণমূলের ষড়যন্ত্র। এই ঘটনায় তাঁর পরিবারও আতঙ্কিত হয়ে পড়েছে বলে বিজেপি নেতার দাবি। রাতেই ঘটনাস্থলে যায় বীজপুর থানার পুলিশ। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। 

WB Election LIVE: থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মীদের

খড়গপুর ২ নম্বর ব্লকের রামনগর গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মীদের। বুধবার খড়গপুরে শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। বিজেপির দাবি, গতকাল তার প্রস্তুতি বৈঠক চলছিল। অভিযোগ, সেখানেই খেলা হবে স্লোগান দিয়ে লাঠি-রড নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়। পরে গাড়ি-সাইকেল ভাঙচুর করে হামলাকারীরা। গেরুয়া শিবিরের দাবি, থানায় গেলে প্রথমে তাদের অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এরপর বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে অবস্থান-বিক্ষোভ শুরু করেন। শেষপর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

প্রেক্ষাপট

কলকাতা: খড়গপুর ২ নম্বর ব্লকের রামনগর গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মীদের। বুধবার খড়গপুরে শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। বিজেপির দাবি, গতকাল তার প্রস্তুতি বৈঠক চলছিল। অভিযোগ, সেখানেই খেলা হবে স্লোগান দিয়ে লাঠি-রড নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়। পরে গাড়ি-সাইকেল ভাঙচুর করে হামলাকারীরা। গেরুয়া শিবিরের দাবি, থানায় গেলে প্রথমে তাদের অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এরপর বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে অবস্থান-বিক্ষোভ শুরু করেন। শেষপর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.