WB Election 2021 Live Updates: দঃ সিঁথিতে শুভেন্দুর মিছিলের আগে বিজেপির জমায়েতে ‘হামলা’
ভোটের আগে মুর্শিদাবাদে খুন সিপিএম কর্মী
শুভেন্দুর মিছিলের আগে বিজেপির জমায়েতে ‘হামলা’। দঃ সিঁথি রোডে বিজেপির উপর হামলা, পতাকা ছেড়ার অভিযোগ। তৃণমূল সাংসদ শান্তনু সেনের উপস্থিতিতে হামলার অভিযোগ। ‘এরকম অবস্থা হয়নি যে বিজেপিকে মারধর করব’, হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের।
বীরভূমের মল্লারপুরের বানাসপুর গ্রামে বোঁমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম ২ জন। স্থানীয় সূত্রে দাবি, তৃণমূল কর্মী আনারুল শেখের বাড়ির পাশে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই জায়গায় বোমা বানানো হচ্ছিল। বোমা বিস্ফোরণে আহত দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার
‘কাল রামনবমী হিংসা ছড়ানোর পরিকল্পনায় বিজেপি’, জিয়াগঞ্জের সভা থেকে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির ফাঁদে পা দেবেন না, বললেন তৃণমূলনেত্রী।
প্রচারে গিয়ে বাহিনী ও বিজেপিকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ উঠল ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। ‘অশালীন’ শব্দ প্রয়োগ করে হুমকি দিয়েছেন তৃণমূল প্রার্থী বলে দাবি বিজেপির। ভিডিও ট্যুইট করে দাবি অমিত মালব্যর। বিজেপির ভাইরাল করা ভিডিওয় অসত্য লুকিয়ে, পাল্টা ফিরহাদ।
মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায় বোমা ফেটে জখম এক তৃণমূল কর্মী। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাড়ি ঘিরে ধরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে। বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। যদিও পুলিশ সূত্রে দাবি, বোমা সরাতে গিয়ে তা ফেটে আহত হয়েছেন ওই তৃণমূল কর্মী।
উত্তর ২৪ পরগনার নিমতা থানা এলাকায় উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। গতকাল রাতে কয়কজন দুষ্কৃতী বাইকে এসে বোমাবাজি করে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনার পিছনে রয়েছে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করার দাবি তৃণমূলের। মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে এসে এ ব্যাপারে আর্জি জানাল তৃণমূলের প্রতিনিধি দল। ২৬ ও ২৯ এপ্রিল সপ্তম ও অষ্টম দফার নির্বাচন। এই দুটি দফার নির্বাচন একসঙ্গে করার দাবি জানাল তৃণমূল। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে এই দাবি জানানো হল।
উত্তর ২৪ পরগনার আমডাঙায় ফের তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। আহত হয়েছেন ২ আইএসএফ কর্মী। তাদের অভিযোগ, বিমান বসু ও আব্বাস সিদ্দিকির সভা থেকে ফেরার পথে তাদের কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল। যদিও তা অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।
উত্তর ২৪ পরগনার ঘোলার চণ্ডীতলা এলাকায় বোমার আঘাতে আহত তৃণমূল কর্মী। গতকাল রাত ১১টা নাগাদ পেশায় অটোচালক তৃণমূল কর্মী পরেশ দাস বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। আহত ওই তৃণমূলকর্মীকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় বিজেপির কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ভোটের আগে রক্ত ঝরল মুর্শিদাবাদে। ঘটনায় নিহত এক বাম কর্মী। সোমবার রাতের এই ঘটনার প্রতিবাদে সংযুক্ত মোর্চার কর্মীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ওই সিপিএম কর্মী আবুল কাশেম শেখকে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় থানায় একটি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রেক্ষাপট
চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলি প্রচারে লাগাম টেনেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য এখনই লকডাউন ও নাইট কার্ফুর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ভোট স্থগিত রাখার দাবি জানিয়েছেন।
ভোটপর্বে ৪ পুলিশ অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমানের এসপি, আসানসোল-দুর্গাপুরের সিপি, এসপি বীরভূম, এসডিপিও বিলৌর, বীরভূমকে বদলি করা হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে পূর্ব বর্ধমানের এসপি হচ্ছেন অজিত কুমার সিংহ। আসানসোল-দুর্গাপুরের সিপি ছিলেন সুকেশ জৈন। তার পরিবর্তে নতুন সিপি হচ্ছেন মিতেশ জৈন। মিরাজ খালিদকে সরিয়ে বীরভূমের নতুন এসপি হচ্ছেন নগেন্দ্র নাথ ত্রিপাঠি। বিলৌর, বীরভূমের এসডিপিও ছিলেন অভিষেক রায়। নতুন এসডিপিও নাগারাজ দেবরকোন্দা। কমিশন জানিয়েছে যাঁদের বদলি করা হল তাঁরা নির্বাচন সংক্রান্ত কোনও কাজ করতে পারবেন না।
এদিকে, শীতলকুচিতে মৃতদের বুকে-পিঠে গুলি কেন? ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়েছে।
উল্লেখ্য, চতুর্থ দফার ভোটের দিন, গত ১০ এপ্রিল রক্তাক্ত হয় কোচবিহারের শীতলকুচি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার জনের। সেই ঘটনা নিয়ে রাজ্যজুড়ে ঝড় বয়ে গেছে। নির্বাচন কমিশন শীতলকুচির ২২৬ নম্বর বুথে ভোটগ্রহণ স্থগিত করে দেয়। এরইমধ্যে সোমবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পুনর্নির্বাচনের দাবিতে মাথাভাঙার মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি।
বিজেপির অভিযোগ, ওইদিন কেন্দ্রীয় বাহিনীর গুলিচালানোর আগে তাদের দলের চারজন কর্মীকে মারধর করে তৃণমূলের লোকজন।
শীতলকুচির জোড়া পাটকির ১২৬ নম্বর বুথে এখনও পুনর্নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগেই পুনর্নির্বাচন নিয়ে চড়ছে উত্তাপ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -