WB Election 2021 LIVE Updates: পা ছাড়া কোনও বাহ্যিক আঘাত ছিল না মইদুলের, বাম-অভিযোগ উড়িয়ে দাবি পুলিশের

West Bengal Assembly Election 2021 LIVE Updates: বাম-বিক্ষোভে রণক্ষেত্র মৌলালি। তালতলা থানার এএসআইকে পুলিশকে বেধড়ক মার।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Feb 2021 07:48 AM
চোখের আলো প্রকল্প নিয়ে রাজ্যকে আক্রমণ বিজেপির

আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথী নিয়ে তরজার মধ্যেই এবার চোখের আলো প্রকল্পকে নিশানা বিজেপির। কেন্দ্রের প্রকল্পই বেনামে রাজ্যে সরকার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জয়প্রকাশ মজুমদার। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। 

হাসপাতালে ভর্তির বিষয়টি তো দু’দিন ধরে জানতই না পরিবার, বললেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ সুজনের

যে কোনও মৃত্যু দুঃখজনক। কিন্তু, কীভাবে মৃত্যু জানা যাবে ময়নাতদন্তের পর। হাসপাতালে ভর্তির বিষয়টি তো দু’দিন ধরে জানতই না পরিবার, জানানো হয়নি পুলিশকেও। পরিবার চাইলে বাড়ির একজনকে চাকরি দেওয়া হবে। জানালেন মুখ্যমন্ত্রী। পাল্টা কটাক্ষ সুজন চক্রবর্তীর।

ডালখোলায় সিপিএমের এক শাখা সম্পাদকের রক্তাক্ত দেহ উদ্ধার

উত্তর দিনাজপুরের ডালখোলায় সিপিএমের এক শাখা সম্পাদকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত হল পরিস্থিতি। গতকাল রাত থেকে  ওই নেতার খোঁজ মিলছিল না। আজ সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে উদ্ধার হয় মৃতদেহ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে সিপিএম। সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

কান্দিতে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি

কান্দিতে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি। হাসপাতালে ভর্তি। কর্মী সম্মেলন সেরে ফেরার পথে বেলদায় তৃণমূল নেতার উপরে হামলা। অভিযোগ অস্বীকার বিজেপির। 

মইদুলের পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ

বাম নেতার মৃত্যুতে পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত, জানাল পুলিশ। হারানো ভোট ফেরাতে পরিকল্পনামাফিক সংঘর্ষ, পাল্টা সুব্রত।

ইংরেজবাজারে বাম-কংগ্রেসের বিক্ষোভ

মইদুলের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ মালদার ইংরেজবাজারের পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ দেখান বাম ও কংগ্রেসের কর্মী সমর্থকরা। বেলা ১২টা থেকে প্রায় ২ ঘণ্টা চলে বিক্ষোভ। শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। 

নবান্ন অভিযানের চারদিন পরেও নিখোঁজ পাঁশকুড়ার সিপিএম কর্মী

নবান্ন অভিযানের চারদিন পরেও নিখোঁজ পাঁশকুড়ার সিপিএম কর্মী। উদ্বিগ্ন পরিবার। নিউ মার্কেট থানায় মিসিং ডায়েরি। মানসিক ভারসাম্যহীন, খোঁজ চলছে, দাবি পুলিশের। 

বাম নেতার মৃত্যু, কিডনির কোনও সমস্যা ছিল কিনা দেখতে হবে, মন্তব্য মুখ্যমন্ত্রীর

নবান্ন অভিযানে বাম নেতার মৃত্যু। কিডনির কোনও সমস্যা ছিল কিনা দেখতে হবে। দুঃখজনক ঘটনা বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর। 

বাম নেতার মৃত্যু নিয়ে সুজনকে ফোন মুখ্যমন্ত্রীর

বাম নেতার মৃত্যু নিয়ে সুজন চক্রবর্তীকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চাইলে পরিবারকে চাকরি, আর্থিক সাহায্যের আশ্বাস।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত

নবান্ন অভিযানে পুলিশের লাঠিতে আহত ডিওয়াইএফআই নেতার মৃত্যু। খুনের অভিযোগ সিপিএমের। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত।

পুলিশের উপর হামলা, আইনানুগ ব্যবস্থা: লালবাজার

‘১৩ ফেব্রুয়ারি রাত ২টোয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। লাইফ লাইন নার্সিংহোমে ভর্তি করা হয় মইদুলকে। ১১ ফেব্রুয়ারি আহত হলে, ১৩ তারিখ পর্যন্ত কোথায় ছিলেন? প্রাথমিকভাবে পুলিশ জেনেছে, একটি ক্লিনিকে ভর্তি ছিলেন। কোনও সরকারি হাসপাতালে কেন ভর্তি করা হল না? কেনই বা পুলিশকে বিষয়টি জানানো হল না? ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার সময় হাসপাতাল থেকে রিপোর্ট। হাসপাতাল থেকে শেক্সপিয়র সরণি থানায় রিপোর্ট যায়। এখনও পর্যন্ত কোথায় কোনও অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি খতিয়ে দেখছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। মৃতদেহ নিয়ে মিছিল হবে, এমনও পুলিশকে জানানো হয়নি। পা ছাড়া মৃতদেহে বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন ছিল না,’ নবান্ন অভিযানে বাম নেতার মৃত্যু নিয়ে দাবি লালবাজারের। মৌলালিতে বাম বিক্ষোভে আক্রান্ত টালা থানার এএসআই। পুলিশের উপর হামলা, আইনানুগ ব্যবস্থা, খবর লালবাজার সূত্রে।

রেল, সড়ক অবরোধ বামেদের

উত্তর দিনাজপুরের ইসলামপুরে পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিক্ষোভকারীরা। উত্তর ২৪ পরগনার বারাসাতের কলোনী মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বামেদের রেল অবরোধ। পশ্চিম বর্ধমানের আসানসোলে জিটি রোড অবরোধ। বাঁকুড়ার ওন্দায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ। 

কলকাতা থেকে জেলা, বামেদের প্রতিবাদ কর্মসূচি

পুলিশের লাঠির ঘায়ে আহত বাম যুব নেতার মৃত্যুর প্রতিবাদ। কলকাতা থেকে জেলা, বামেদের প্রতিবাদ কর্মসূচি। ইসলামপুরে পুলিশের ব্যারিকেড ভাঙল বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বারাসাতে বামেদের বিক্ষোভ।

মৌলালীতে এসএফআই-ডিওয়াইএফআইয়ের হাতে আক্রান্ত পুলিশ। নেতার তৎপরতায় কোনওরকমে রক্ষা। ময়নাতদন্তে বিলম্বের অভিযোগে কাঁটাপুকুরে মর্গেও পুলিশকে মার।


ডালখোলায় সিপিএম নেতার মৃতদেহ উদ্ধার

উত্তর দিনাজপুরের ডালখোলা থানার রানিগঞ্জ এলাকায় এক সিপিএম নেতার মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়াল। আজ সকালে ডালখোলা থানার রানিগঞ্জ এলাকার একটি পেট্রোল পাম্পের পিছন থেকে ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। রফিক আলম নামে ওই ব্যক্তি সিপিএমের শাখা সম্পাদক ছিলেন। গতকাল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। সিপিএমের অভিযোগ, ঘটনার পিছনে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

ক্ষমতায় ফিরতে পরিকল্পিতভাবে মারপিট, মন্তব্য সুব্রতর

ক্ষমতায় ফিরতে পরিকল্পিতভাবে মারপিট। মইদুলের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে মন্তব্য সুব্রত মুখোপাধ্যায়ের। 

পরিবার চাইলে একজনকে চাকরি, জানালেন মুখ্যমন্ত্রী

যে কোনও মৃত্যু দুঃখজনক। কিন্তু, কীভাবে মৃত্যু জানা যাবে ময়নাতদন্তের পর। হাসপাতালে ভর্তির বিষয়টি তো ২ দিন ধরে জানতই না পরিবার, জানানো হয়নি পুলিশকেও। পরিবার চাইলে বাড়ির একজনকে চাকরি দেওয়া হবে। জানালেন মুখ্যমন্ত্রী।

মইদুলের মৃত্যু, বাঁকুড়ার কোতুলপুরে শোকের ছায়া

বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা মইদুল ইসলাম মিদ্যা পেশায় ছিলেন অটো চালক। বাড়িতে স্ত্রী, দুই সন্তান। তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছনোর পর কান্নায় ভেঙে পড়েন আত্মীয়রা। গোটা এলাকায় শোকের ছায়া। 

Left Front Youth Protest LIVE: বামেদের প্রতিবাদ কর্মসূচি

পুলিশের লাঠির ঘায়ে আহত বাম যুব নেতার মৃত্যুর প্রতিবাদ। কলকাতা থেকে জেলা, বামেদের প্রতিবাদ কর্মসূচি।

Left Front Youth Protest: মৌলালিতে পুলিশ-এসএফআই ও ডিওয়াইএফআই ধস্তাধস্তি

নবান্ন অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত বাম যুব নেতার মৃত্যু। মৌলালিতে ডিওয়াইএফআই-এসএফআই-এর প্রতিবাদ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে বাম যুব নেতা-কর্মীদের হাতাহাতি। মারধরে ছিঁড়ল পুলিশের উর্দি। বাম ছাত্র যুব সংগঠনের অবশ্য দাবি, পুলিশ তাদের কর্মীদের লক্ষ্য করে কটূক্তি করতেই উত্তেজনা ছড়ায়। এসএফআইয়ের রাজ্য সম্পাদক পুলিশকে বাঁচান। এরপরই এজেসি বোস রোড অবরোধ করেন বাম ছাত্র যুব নেতা-কর্মীরা।

মইদুল মৃত্যু: পুলিশ মর্গের সামনে বিক্ষোভ বাম কর্মীদের

ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে পুলিশ মর্গে। পুলিশ মর্গের সামনে বিক্ষোভ বাম কর্মীদের। পুলিশ সূত্রে খবর, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত।  পাশাপাশি, ময়নাতদন্তের গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে।  বামেদের নবান্ন অভিযানে আহত বাম কর্মী ৩১ বছরের মইদুল ইসলাম মিদ্যার মৃত্য হয় শহরের এক নার্সিংহোমে।

WB Election 2021 LIVE: উত্তর দিনাজপুরে সিপিএম নেতার মৃতদেহ উদ্ধার

উত্তর দিনাজপুরের ডালখোলা থানার রানিগঞ্জ এলাকায় এক সিপিএম নেতার মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়াল। আজ সকালে ডালখোলা থানার রানিগঞ্জ এলাকার একটি পেট্রোল পাম্পের পিছন থেকে ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। রফিক আলম নামে ওই ব্যক্তি সিপিএমের শাখা সম্পাদক ছিলেন।   গতকাল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।  সিপিএমের অভিযোগ, ঘটনার পিছনে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।  তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

WB Election 2021 LIVE: হাসপাতালে মৃত্যু নবান্ন অভিযানে আহত বাম যুবকর্মীর

হাসপাতালে আহত বাম যুবকর্মীর মৃত্যু। নবান্ন অভিযানে আহত হয়ে ভর্তি ছিলেন বলে দাবি। দেহে লাঠির আঘাতের চিহ্ন ছিল, অভিযোগ ফুয়াদ হালিমের। ‘লাঠির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় কিডনি, জল জমে ফুসফুসেও। মারধর ছাড়া মৃত্যুর অন্য কারণ নেই’, অভিযোগ ফুয়াদের। মৃত মইদুল ইসলাম মিদ্যার বাড়ি বাঁকুড়ার কোতুলপুরে। সকালে ক্যামাক স্ট্রিটের নার্সিংহোমে মৃত্যু। 

WB Election 2021 LIVE: মুর্শিদাবাদের কান্দিতে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী

মুর্শিদাবাদের কান্দিতে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম বরুণ ঘোষ। কান্দি থেকে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রাজনৈতিক আক্রোশেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ব্যক্তিগত কারণেই হামলা বলে অনুমান পুলিশের। যদিও গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মায়ের দাবি, টাকা পয়সা নিয়ে পুরোনো বিবাদের জেরেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে। 

WB Election 2021 LIVE: খানাকুলে বিজেপির দুই স্থানীয় নেতাকে মারধর

হুগলির খানাকুলে বিজেপির দুই স্থানীয় নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।  গতকাল রাতে ওই ঘটনা ঘটে খানাকুলের বালিপুর এলাকায়।  বিজেপির অভিযোগ, দলের এক মণ্ডল সভাপতি ও জেলা সংখ্যালঘু মোরচার সদস্য কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তায় তাঁদের কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ঘিরে ধরে।  অভিযোগ, প্রথমে চোখে লঙ্কার গুঁড়ো ছেটানো হয়। তারপর লাঠি, রড দিয়ে মারধর করা হয় দুজনকে।  আহত দু’জনকে ভর্তি করা হয়েছে খানাকুল গ্রামীণ হাসপাতালে।  বিজেপি রাজ্যের শাসক দলের দিকে এই ঘটনায় আঙুল তুললেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

WB Election 2021 LIVE: ভোটের মুখে মালদায় গ্রেফতার ৩ অস্ত্র পাচারকারী

রাজ্যে বিধানসভা ভোটের মুখে মালদা থেকে গ্রেফতার হল ৩ অস্ত্র পাচারকারী।  গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ অভিযান চালায় মানিকচক থানার শঙ্করতলা ঘাট এলাকায়।  সেখানেই এসটিএফের হাতে আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে ধরা পড়েছে ৩ পাচারকারী।  পুলিশ সূত্রে খবর, ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ৬ এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৯০ রাউন্ড কার্তুজ।  ধৃতদের মধ্যে ২ জনের বাড়ি ঝাড়খণ্ডে।  ১ জনের বাড়ি মালদারই ভূতনি এলাকায়।

WB Election 2021 LIVE: বেলদায় তৃণমূল বুথ সভাপতিকে 'মারধর'

পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার করঞ্জির তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে।  গতকাল রাতে ওই ঘটনা ঘটেছে।  তৃণমূলের অভিযোগ, কর্মী সম্মেলন সেরে ফেরার পথে রাস্তায় বুথ সভাপতিকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।  আহত তৃণমূল নেতাকে প্রথমে বেলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  রাতেই বেলদা থানার পুলিশ মারধরের ঘটনায় জড়িত অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে।  তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।  

WB Election 2021 LIVE: বৃহস্পতিবার নামখানায় ‘পরিবর্তন যাত্রা’-র সূচনায় অমিত শাহ

আগামী বৃহস্পতিবার নামখানার ইন্দিরা ময়দান থেকে ‘পরিবর্তন যাত্রা’-র সূচনা করবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

WB Election 2021 LIVE: শুভেন্দুর মুখে ফের ভাইপো-কটাক্ষ

আলিপুরদুয়ারে দাঁড়িয়ে ফের একবার শুভেন্দুর মুখে শোনা গেল ভাইপো-কটাক্ষ। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

WB Election 2021 LIVE: জোট নিয়ে মঙ্গলবার ফের বৈঠকে বাম-কংগ্রেস 

জোট নিয়ে মঙ্গলবার ফের বৈঠকে বসছে বাম-কংগ্রেস। আর সূত্রের খবর, এই বৈঠকে থাকতে পারেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF-এর সভাপতি আব্বাস সিদ্দিকিও। 

প্রেক্ষাপট

জনসভা থেকে রোড-শো, ভোটের আবহে মঙ্গলবার একাধিক কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলের। পূর্ব বর্ধমানের কালনায় পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 


দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায় ঘাটালের পরিবর্তন যাত্রায় অংশ নেবেন। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে রানাঘাটে। 


এদিকে, এদিন নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে মা ক্যান্টিনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের নলহাটিতে জনসভা করবেন অনুব্রত মণ্ডল।


সন্ধ্যেয় শ্রীরামপুরে সরস্বতী পুজোর উদ্বোধনে থাকবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.