WB Election 2021 LIVE Updates: পলতায় তৃণমূলের সৌহার্দ্য মিছিলে বিজেপির চামড়া গুটিয়ে দেওয়ার স্লোগান
West Bengal Assembly Election 2021 LIVE Updates: সোনারপুরের এক নেতাকে দলীয় পদ থেকে অপসারণের প্রতিবাদ। হেস্টিংসে বিক্ষোভ বিজেপি নেতা শুভঙ্কর দত্ত মজুমদারের অনুগামীদের।
পলতায় তৃণমূলের সৌহার্দ্য মিছিল থেকে বিজেপির চামড়া গুটিয়ে দেওয়ার স্লোগান উঠল। বিজেপি বিভেদ তৈরি করছে এই অভিযোগে স্লোগান তুললেন তৃণমূল কর্মী সমর্থকরা।
সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করার সুপারিশ। এ বিষয়ে নবান্নকে জানিয়েছে ক্রেতা সুরক্ষা দফতর। এক ব্যক্তির তোলা অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ, জানালেন মন্ত্রী সাধন পাণ্ডে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে প্রতিহিংসার পাল্টা অভিযোগ করেছেন রুদ্রনীল।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার জেরেই আরও মহার্ঘ হচ্ছে পেট্রোপণ্য! সমস্যায় সাধারণ মানুষ। আর এই অবস্থায় পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রাজ্যসভায় বক্তা তালিকায় না থাকলেও কীভাবে ৪ মিনিটের ভাষণ? দীনেশ ত্রিবেদীর ইস্তফার ঘোষণায় তদন্ত চেয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি তৃণমূলের। রাজনৈতিক ভুল তৃণমূলের, পাল্টা বিজেপি।
উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে অমিত শাহের সভাস্থল ঘিরে তরজা। ২০ তারিখ তৃণমূলের কর্মসূচির আগে সভাস্থলে জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। অমিতের সভা বিনা অনুমতিতে করা হয়েছে বলেও দাবি শাসক দলের। তবে সব অভিযোগই অস্বীকার করেছে বিজেপি।
নিমতায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। মুখে আঘাত, নিমতা থানায় অভিযোগ দায়ের। নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে’, দাবি বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধিক্কার স্লোগান তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বালির নিশ্চিন্দায় প্রচারে বেরিয়ে বললেন ডোমজুড়েই রাজীবের সঙ্গে খেলবে তৃণমূল।
তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। জগৎবল্লভপুরের সভায় অভিযোগ তুললেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অভিযোগ ধোপে টিকবে না। বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে। পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের।
এবার বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েকের মুখে শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান। আজ বোলপুরে তৃণমূলের বীরভূম জেলা কর্মচারী ফেডারেশনের ডাকে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে অনুব্রত মণ্ডলের সামনে ‘খেলা হবে’ স্লোগান দেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান।
এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে ‘খেলা হবে’ স্লোগান! কেশপুরে বিজেপির রথযাত্রা থেকে হুঙ্কার ছুড়ে দিলীপের মন্তব্য, তৃণমূল খেলতে খেলতে হাঁফিয়ে গেছে। এবার মানুষকে সঙ্গে নিয়ে পাল্টা খেলবে বিজেপি।
অনেকদিন ধরেই বাবু মাস্টারকে টার্গেট করা হয়েছিল। বিরোধীদের উপর এই ধরনের প্রাণঘাতী আক্রমণ গণতন্ত্রে চলতে পারে না। নির্বাচনকে প্রভাবিত করার জন্য ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। খড়গপুরে চা-চক্রে যোগ দিয়ে বিজেপি নেতা বাবু মাস্টারের উপর হামলা প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।
মিনাখাঁয় শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা বাবু মাস্টারের উপর হামলার প্রতিবাদ। থানায় থানায় বিক্ষোভ বিজেপির। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব বিজেপি নেতা-কর্মীরা।
হেস্টিংসে পার্টি অফিসে বিক্ষোভ বিজেপি কর্মীদের। সোনারপুরের এক নেতাকে দলীয় পদ থেকে অপসারণের প্রতিবাদ। হেস্টিংসে বিক্ষোভ বিজেপি নেতা শুভঙ্কর দত্ত মজুমদারের অনুগামীদের।
আজ হাওড়ায় জোড়া কর্মসূচি রাজীব বন্দ্যোপাধ্যায়ের। দুপুরে জগৎবল্লভপুরে জনসভা করবেন প্রাক্তন মন্ত্রী। এখানে বিজেপির যোগদান কর্মসূচিও রয়েছে। এরপর সন্ধেয় ডুমুরজলার কাছে আরও একটি জনসভা করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
এবার দিলীপ ঘোষের মুখে খেলা হবে স্লোগান! কেশপুরে বিজেপির রথযাত্রা থেকে হুঙ্কার ছুড়ে দিলীপের মন্তব্য, তৃণমূল খেলতে খেলতে হাঁফিয়ে গেছে। এবার মানুষকে সঙ্গে নিয়ে পাল্টা খেলবে বিজেপি।
মা দুর্গাকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে পথে নামল তৃণমূল। রবিবার শ্রীরামপুরের রায়ঘাট এলাকায় দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্ত্রোচ্চারণ করে, ন্যাড়া হলেন ১০ জন তৃণমূল কর্মী। অভিনব প্রতিবাদে নেতৃত্ব দেন শ্রীরামপুর পুরসভার বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়িতে হামলার অভিযোগে শান্তিপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। রবিবার সকালে বাগদিয়া বাজারের কাছে রাস্তা আটকে আধঘণ্টা ধরে বিক্ষোভ চলে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। চাল চুরির প্রতিবাদে সরব হওয়ায় প্রাণনাশের চেষ্টা হয়েছে, অভিযোগ বিজেপি সাংসদের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
চন্দ্রকোণা শহর থেকে শুরু হল বিজেপির পরিবর্তন যাত্রা। কেশপুর, দাসপুর হয়ে ঘাটাল ঘুরে ডেবরায় যাবে রথ। বিজেপি সূত্রে খবর, কেশপুর থেকে পরিবর্তন রথে ওঠেন দিলীপ ঘোষ।
এবার নদিয়ার রানাঘাটে মতুয়া ভোট টানতে মাঠে নামল তৃণমূল। গতকাল পানিখালি কলেজ মাঠে মতুয়া মহাসম্মেলনের আয়োজন করা হয়। প্রায় মতুয়া সম্প্রদায়ের প্রায় ৩০০ জনের হাতে বাদ্যযন্ত্র তুলে দেন রানাঘাট উত্তর-পূর্বের তৃণমূল বিধায়ক সমীর পোদ্দার। বিজেপির কটাক্ষ, ভোটের রাজনীতি করতেই বাদ্যযন্ত্র বিতরণ করছে তৃণমূল। বিধায়কের দাবি, ভোটকে মাথায় রেখে নয়, মতুয়া সম্প্রদায়ের উন্নয়নের জন্যই এই উদ্যোগ। বাদ্যযন্ত্র পেয়ে খুশি সম্মেলনে যোগ দেওয়া মতুয়ারা।
রথযাত্রা সেরে ফেরার পথে, পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল মেদিনীপুর শহর থেকে গড়বেতা হয়ে চন্দ্রকোণা পর্যন্ত রথযাত্রা করেন দিলীপ ঘোষ। অভিযোগ, রথযাত্রা শেষে বাড়ি ফেরার পথে, বনকাটি গ্রামে ২ বিজেপি কর্মীর উপর বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। বেধড়ক মারধরের পাশাপাশি, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আহত ২ বিজেপি কর্মী হাসপাতালে চিকিত্সাধীন। তৃণমূলের তরফে হামলা-যোগ অস্বীকার করা হয়েছে।
ব্যারাকপুরে বিজেপি প্রার্থীর নাম লেখা পোস্টার ঘিরে বিতর্ক। গতকাল রাতে চন্দনপুকুর, বটতলা, মাঠপাড়া-সহ ব্যারাকপুর বিধানসভার বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী হিসেবে লিটন বিশ্বাসের নামে পোস্টার দেখা যায়। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, ভোটের আগে বিরোধী প্রার্থী নিয়ে ধোঁয়াশা তৈরির জন্য তৃণমূলের ষড়যন্ত্রেই এধরনের পোস্টার লাগানো হয়েছে। পাল্টা শাসকদলের দাবি, নিজেদের গোষ্ঠীকোন্দল ঢাকতে তাদের ঘাড়ে দায় চাপাচ্ছে গেরুয়া শিবির।
বাঁকুড়ায় জনসংযোগে গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাকে হাইব্রিড বলে কটাক্ষ করে বিতর্কে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল রানিবাঁধ বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচিতে গিয়ে তৃণমূল সাংসদ নাম না করে সদ্য তৃণমূলত্যাগী এক নেতাকে হাইব্রিড বলে কটাক্ষ করেন। পাশাপাশি, বিজেপিতে যোগ দেওয়া ওই নেতার বিরুদ্ধে এলাকার মানুষকে ভয় দেখানোরও অভিযোগ তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতার দাবি, তৃণমূল ছাড়ার জন্যেই তাঁর নামে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। পাশাপাশি, প্রাণনাশেরও আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলত্যাগী ওই নেতা। বিজেপির কটাক্ষ, শুভবুদ্ধিসম্পন্নরা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসায়, তাঁদের ফাঁসানোর চেষ্টা চলছে।
ঠাকুরনগরে অমিত শাহর পাল্টা সভা তৃণমূলের। সভাস্থলকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে সভা করেন অমিত শাহ। ২০ ফেব্রুয়ারি একই জায়গায় পাল্টা সভা করার কথা তৃণমূলের। শাসক শিবিরের অভিযোগ, সভা বানচাল করতে বিজেপির মদতে ওই জমি জলে ভর্তি করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই জমিতে বিজেপি বিনা অনুমতিতে সভা করেছে এবং বেআইনিভাবে জমি দখলেরও অভিযোগ তুলেছে জেলা তৃণমূল নেতৃত্ব। এনিয়ে জেলাশাসকের কাছে অভিযোগও জানিয়েছে তারা। যদিও বিজেপির দাবি, ক্ষমতা হারানোর আশঙ্কায় মিথ্যা অভিযোগ করছে শাসকদল।
প্রেক্ষাপট
আজ আলিপুরদুয়ারে পরিবর্তন যাত্রার সূচনা করবেন শুভেন্দু অধিকারী। দুপুর ৩টে নাগাদ বাবুরহাট খেলার মাঠে প্রথমে জনসভা করবেন বিজেপি নেতা। এরপর শুরু হবে রথযাত্রা। আলিপুরদুয়ার শহর থেকে ফালাকাটা পর্যন্ত রোড শো করবেন শুভেন্দু অধিকারী। এরপর শিলিগুড়ি রওনা দেবেন তিনি। সেখানে দলীয় কার্যালয়ে বৈঠক করবেন। এদিন কোচবিহার থেকে পরিবর্তন রথ আলিপুরদুয়ারে ঢোকার পর, কুমারগ্রামে বিজেপির তরফে একটি সভার আয়োজন করা হয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ওই সভায় উপস্থিত থাকলেও, থাকছেন না শুভেন্দু অধিকারী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -