WB Election 2021 LIVE Updates: পলতায় তৃণমূলের সৌহার্দ্য মিছিলে বিজেপির চামড়া গুটিয়ে দেওয়ার স্লোগান

West Bengal Assembly Election 2021 LIVE Updates: সোনারপুরের এক নেতাকে দলীয় পদ থেকে অপসারণের প্রতিবাদ। হেস্টিংসে বিক্ষোভ বিজেপি নেতা শুভঙ্কর দত্ত মজুমদারের অনুগামীদের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Feb 2021 10:32 AM

প্রেক্ষাপট

আজ আলিপুরদুয়ারে পরিবর্তন যাত্রার সূচনা করবেন শুভেন্দু অধিকারী। দুপুর ৩টে নাগাদ বাবুরহাট খেলার মাঠে প্রথমে জনসভা করবেন বিজেপি নেতা। এরপর শুরু হবে রথযাত্রা। আলিপুরদুয়ার শহর থেকে ফালাকাটা পর্যন্ত রোড শো...More

পলতায় তৃণমূলের সৌহার্দ্য মিছিলে বিজেপির চামড়া গুটিয়ে দেওয়ার স্লোগান

পলতায় তৃণমূলের সৌহার্দ্য মিছিল থেকে বিজেপির চামড়া গুটিয়ে দেওয়ার স্লোগান উঠল। বিজেপি বিভেদ তৈরি করছে এই অভিযোগে স্লোগান তুললেন তৃণমূল কর্মী সমর্থকরা।