WB Election 2021 LIVE: বর্ধমান শহরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির জেলা কার্যালয় দফতরে ভাঙচুর অভিযোগ বিজেপিরই একাংশের বিরুদ্ধে

West Bengal Assembly Election 2021 LIVE Updates: ‘যে আশা নিয়ে পরিবর্তন এনেছিলেন, তা কি পূর্ণ হয়েছে? প্রশ্ন বিজেপি নেতার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Jan 2021 07:33 PM
এবার কি বিজেপিতে অভিনেতা রুদ্রনীল ঘোষ?
টালিগঞ্জে শুভেন্দু অধিকারীর সঙ্গে রুদ্রনীলের সাক্ষাতে জল্পনা। ‘সক্রিয়ভাবে কাজ করতে চাই, এখন শুধু সময়ের অপেক্ষা’, শুভেন্দু অধিকারীকে জানালেন রুদ্রনীল ঘোষ।
অরাজনৈতিক অনুষ্ঠানে হাজির ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, রথীন চক্রবর্তী।
স্কুল পড়ুয়াদের জুতো, পোশাক, বই থেকেও কমিশন নিচ্ছে তৃণমূল। স্কুলে দেওয়া ছোলা থেকেও খাওয়া হচ্ছে কাটমানি। কেশপুরের সভা থেকে আক্রমণ শুভেন্দুর। স্কুল পড়ুয়াদের জন্য ট্যাব থেকে বই, সব দিচ্ছে সরকার। পাল্টা মুখ্যমন্ত্রী।
ধূপগুড়িকে মহকুমা ঘোষণা সহ দশ দফা দাবিতে জলপাইগুড়িতে ডিওয়াইএফআইয়ের আইন অমান্যে ধুন্ধুমার। পুলিশের সাথে ধস্তাধস্তি। ব্যারিকেড ভাঙচুর এসএফআই নেতা-কর্মীদের।
তৃণমূল উন্নয়নের স্বপ্ন দেখালেও মেলেনি কিছুই। সেইজন্যই পিছিয়ে পড়া মানুষের জন্য নতুন দল। রাজ্যে বিজেপিকে এনেছেন মমতাই।
আক্রমণ আব্বাস সিদ্দিকির।
কেশপুরে তৃণমূলের পার্টি অফিসে বিজেপির হামলা।
‘শুভেন্দুর র‍্যালি থেকে ফেরার সময় বিজেপির হামলা’,
পার্টি অফিসে হামলা চালিয়ে লুঠরপাটের অভিযোগ।
হামলার অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি বিজেপির।
বিজেপির আদি বনাম নব্যের দ্বন্দ্বে বিক্ষোভ আসানসোলেও।
অরবিন্দ মেনন, বাবুল সুপ্রিয়ের সামনেই আসানসোলে বিক্ষোভ।
পুরনোদের গুরুত্ব না দেওয়ার অভিযোগে বিজেপির বিক্ষোভ।
বিক্ষোভের মুখে নামিয়ে দেওয়া হল পার্টি অফিসের শাটার।
পঃ বর্ধমানের জেলা সভাপতির বিরুদ্ধে নেতা-কর্মীদের বিক্ষোভ।
পদে থাকবেন যোগ্যরাই, বিক্ষোভকারীদের আশ্বাস বাবুলের
বর্ধমান শহরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।
বিজেপির জেলা কার্যালয় দফতরে ভাঙচুর
অভিযোগ বিজেপিরই একাংশের বিরুদ্ধে।
দলে গুরুত্ব না পাওয়ায় ভাঙচুর, দাবি বিক্ষোভকারীদের।
পুর্ব বর্ধমানের জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ।
জেলার নেতাদের বিরুদ্ধেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ।
WB Election 2021: ‘বুদ্ধবাবু সৎ, লক্ষ্মণ শেঠ হার্মাদ‘, কেশপুরের জনসভায় শুভেন্দু



Suvendu Speaks:
‘বাম আমলে এসএসসি হত, ২০১৪-র পর হয়নি। বাম আমলে অনেক উন্নয়ন হয়েছে। বুদ্ধবাবু সৎ, লক্ষ্মণ শেঠ হার্মাদ ছিলেন।’
WB Election 2021: ‘পড়ুয়াদের দেওয়া জুতো, স্কুলড্রেসেও কমিশন খাচ্ছে‘, কেশপুরের জনসভায় শুভেন্দু



Suvendu Speaks:
‘কলেজের ছাত্র সংসদে ৪ বছর ভোট হয়নি। স্কুলের ছোলাতেও কাটমানি খাচ্ছে। পড়ুয়াদের দেওয়া জুতো, স্কুলড্রেসেও কমিশন খাচ্ছে।’
WB Election 2021: ‘বামপন্থীরা ভোট দিন বিজেপিকে‘, কেশপুরের জনসভায় শুভেন্দু



Suvendu Speaks:
‘এবার বিজেপি জিতবে, সরকার হবে। বামপন্থীরা ভোট দিন বিজেপিকে, আবেদন শুভেন্দুর।’
WB Election 2021: ‘চাল চোর, আমফানে ত্রিপল চোর, এখন টিকা চোর‘, কেশপুরের জনসভায় শুভেন্দু



Suvendu Speaks:
‘গরু চোর এনামুল, তার নাম তৃণমূল। লকডাউনে চাল চোর, আমফানে ত্রিপল চোর, এখন টিকা চোর।’
WB Election 2021: ‘সহকর্মী হয়ে থাকতে পারি, কর্মচারী নয়‘, কেশপুরের জনসভায় শুভেন্দু



Suvendu Speaks:
‘আমি ২১ বছর পর কেন তৃণমূল ছাড়লাম? কর্মচারী হয়ে থাকতে পারব না, সহকর্মী হয়ে থাকতে পারি। তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি।’
WB Election 2021: ‘ভোটের সময় আসেন, তারপর পগারপার‘, কেশপুরের জনসভায় শুভেন্দু



Suvendu Speaks:
‘তৃণমূল নেত্রী কথায় কথায় নন্দীগ্রাম, কেশপুরের কথা বলেন। ভোটের সময় আসেন, তারপর পগারপার। লকডাউনে তৃণমূলের কোনও সাংসদ-বিধায়ককে দেখা যায়নি।’
WB Election 2021: পচা জিনিস বেরিয়ে গেলে পায়ে এত কাঁটা ফুটছে কেন? কেশপুরের জনসভায় শুভেন্দু



Suvendu Speaks:
‘যে আশা নিয়ে পরিবর্তন এনেছিলেন, তা কি পূর্ণ হয়েছে? তৃণমূলনেত্রী বলছেন, পচা জিনিস দল থেকে বেরিয়ে গেছে। পচা জিনিস বেরিয়ে গেলে পায়ে এত কাঁটা ফুটছে কেন?’
WB Election 2021: রাজ্যের দেওয়া আইন-শৃঙ্খলা রিপোর্টে সন্তুষ্ট নয় কমিশন, খবর সূত্রের



রাজ্যের দেওয়া আইন-শৃঙ্খলা রিপোর্টে সন্তুষ্ট নয় কমিশন। খবর সূত্রের। ‘চলতি মাসেই কমিশনের দেওয়া নির্দেশ কার্যকর করতে হবে। নির্দেশ পালন না হলে কমিশন জানে কী করতে হয়।’ এডিজি আইন-শৃঙ্খলার সঙ্গে বৈঠকে জানাল কমিশন। এমনটাই খবর সূত্রের।
WB Election 2021: গঙ্গাজল, কীটনাশক ছড়িয়ে চন্দননগরে শুভেন্দুর জনসভার স্থান শুদ্ধিকরণ তৃণমূলের



হুগলির চন্দননগরে শুভেন্দু অধিকারীর জনসভার স্থান শুদ্ধিকরণ করছে তৃণমূল। গতকাল চন্দননগরের সার্কাস মাঠে সভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে থেকে গুলি মারো স্লোগানও দেওয়া হয়। সেই কারণে ওই মাঠ আজ শুদ্ধিকরণ করা হচ্ছে বলে রাজ্যের শাসক দলের দাবি। গোটা মাঠে গঙ্গাজল ছড়া দেওয়া হয়েছে। ছড়ানো হয়েছে কীটনাশক। ঝাঁট দিয়ে মাঠ পরিষ্কার করে, সেখানে শুদ্ধিকরণের জন্য যজ্ঞেরও আয়োজন করেছে তৃণমূল।
WB Election 2021: বুথের বাইরে রাজ্য পুলিশ, ভিতরে থাকুক কেন্দ্রীয় বাহিনী, কমিশনে দাবি দিলীপের, লোকসভা ভোটে বিজেপির আসন বাড়ল কীভাবে? পাল্টা প্রশ্ন তৃণমূলের



‘বুথের বাইরে থাকুক রাজ্য পুলিশ, ভিতরে থাকুক কেন্দ্রীয় বাহিনী’, কমিশনে গিয়ে দাবি বিজেপির। ‘লোকসভা ভোটে বিজেপির আসন বাড়ল কীভাবে? ‘তখন তো বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী ছিল না’, পাল্টা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের
WB Election 2021: বুথের বাইরে থাকুক রাজ্য পুলিশ, ভিতরে কেন্দ্রীয় বাহিনী, কমিশনে দাবি দিলীপের



বুথের বাইরে থাকুক রাজ্য পুলিশ, ভিতরে থাকুক কেন্দ্রীয় বাহিনী। কমিশনে গিয়ে দাবি বিজেপির
WB Election 2021: সীমান্তবর্তী গ্রামে ঢুকে ভয় দেখাচ্ছে বিএসএফ, কমিশনে অভিযোগ পার্থর



বিএসএফ সীমান্তবর্তী গ্রামে ঢুকে ভয় দেখাচ্ছে। বলছে, আর কেউ থাকবে না, সীমান্তে আমরাই থাকব’। আমরা এ নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
WB Election 2021: শোভন চট্টোপাধ্যায়কে আইনি নোটিস কুণাল ঘোষের



বিজেপিতে সক্রিয় হতেই শোভন-কুণাল দ্বৈরথ। প্রাক্তন মেয়রকে আইনি নোটিস কুণাল ঘোষের। ‘মানহানিকর’ শব্দ ব্যবহার করায় আইনি নোটিস। মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ করায় নোটিস। এখনও শোভন চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া মেলেনি।
WB Election 2021: রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, এবার নিশ্চয়ই শান্তিপূর্ণ ভোট হবে, মন্তব্য দিলীপের



"নির্বাচন যাতে নিরপেক্ষ হয়, সেই সাজেশন আমরা দেব। এবার কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে। নিশ্চয়ই শান্তিপূর্ণ ভোট হবে", মন্তব্য দিলীপ ঘোষের।
WB Election 2021: চন্দননগরে শুভেন্দুর রোড শো-তে 'গোলি মারো' স্লোগান, গ্রেফতার ৩



বৃহস্পতিবার সকালের খবর:


হুগলির চন্দননগরে শুভেন্দু অধিকারীর রোড শো-তে গোলি মারো স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। গতকালই চন্দননগর কমিশনারেটে এ নিয়ে অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, স্লোগান দেওয়ার অভিযোগে বিজেপি যুব মোর্চার হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুরেশ সাউ সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
নৈহাটিতে প্রকাশ্য মঞ্চেই তৃণমূলের যুব নেতার ইস্তফা! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে যুব নেতার ইস্তফা।
মদন মিত্র আসার আগেই শহর যুব সভাপতি ইস্তফা দিলেন। বললেন, ‘৮ বার হামলা হয়েছে, তাও কিছু করেনি পুলিশ।’
এভাবে ক্ষোভ প্রকাশ করে মঞ্চেই নৈহাটি শহর যুব তৃণমূল সভাপতি পদত্যাগ করলেন।
এই ঘটনায় দলের শহর সভাপতি বলেছেন, ‘ওর উপর হামলা হয়েছিল, কিছুই করেনি পুলিশ।
এনিয়ে দলে আলোচনা করব।
ফেব্রুয়ারিতে ফের বঙ্গ সফরে অমিত শাহ, জেপি নাড্ডা। জানুয়ারির পরে ফের ফেব্রুয়ারিতে রাজ্যে আসছেন অমিত শাহ।
৩০ জানয়ারির পরে ফের ১০ ফেব্রুয়ারিতে অমিত শাহষ ৫ ফেব্রুয়ারি ২দিনের সফরে আসছেন জেপি নাড্ডা।বাংলার প্রতি বিধানসভা কেন্দ্রে ‘পরিবর্তন যাত্রা’। ৫ ফেব্রুয়ারি ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করবেন নাড্ডা
রাজ্যে এল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার-সহ রাজ্যে এস কমিশনের ফুল বেঞ্চ।
আজই রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক।
শুভেন্দু আরও বলেছেন, ‘লোকসভা ভোটে আরামবাগ চুরি করে জিতেছে তৃণমূল।
১৬টি ইভিএম গুণতে দেয়নি। রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল সবাই এখন বেসুরো।
কর্মচারী হয়ে কাজ করতে চাইলে তৃণমূলে থাকুন। সহকর্মী হয়ে কাজ করতে চাইলে বিজেপিতে আসুন।
এই সরকারকে না তাড়ালে চাকরি হবে না। তৃণমূল জমানায় ৭ বছর এসএসসি-র পরীক্ষা হয়নি।
তৃণমূলের মিছিলে যান, ভোট দিন বিজেপিকে। ৪ বছর কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয় না। সরকারি কর্মচারীদের ডিএ নেই, পুলিশের রেশন নেই। লালা-এনামুল-বিনয় মিশ্র কে? বিনয় মিশ্রকে রাজ্য পুলিশ নিরাপত্তা দিত।
আর একটা চৌকাঠ পেরোলেই ভাইপো।
বালি-পাথরের লরিতে মণ্ডল মার্কা ছাপ।
দেখালেই গাড়ি ছেড়ে দেয় পুলিশ। স্বাস্থ্যসাথীর কার্ড পুরো ধাপ্পাবাজি। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পাচ্ছে না। কৃষক সম্মান নিধি প্রকল্প চালু হতে দেয়নি।
মানকুণ্ডুতে জনসভায় শুভেন্দু অধিকারী বলেছেন, ‘লকডাউনে চাল চুরি, আমফানের ত্রিপল চুরি হয়েছে। শিল্পীদের কাছ থেকেও কাটমানি নেওয়া হচ্ছে। ২১ বছর ধরে তৃণমূল দল করেছি। এখন তৃণমূল কংগ্রেস কোম্পানি হয়ে গেছে।‘রাজ্য মন্ত্রিসভায় সব মন্ত্রী ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট। কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে চালানো হচ্ছে।
তৃণমূল নেত্রীর মাথা কাজ করছে না। ২ জায়গা থেকে তৃণমূল নেত্রীকে দাঁড়াতে দেব না।’
৫ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা
কয়লাকাণ্ডে এবার সিবিআইয়ের নজরে ইসিএলের শীর্ষ কর্তা। সিবিআই সূত্রে খবর, গতকাল ইসিএলের জেনারেল ম্যানেজার এন কে সাহাকে প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। কয়লা পাচারকাণ্ডে পাচারচক্রের সঙ্গে ইসিএলের যোগসাজশ নিয়েই মূলতঃ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, ইসিএল-কর্তার কাছে জানতে চাওয়া হয়েছে, কীভাবে বরাত দেওয়া হত, কীভাবে কয়লা পাচার হয়েছে, নজরদারি কীভাবে চালানো হত, দীর্ঘদিন ধরে পাচার চললেও, কেন তা ইসিএল আধিকারিকদের নজর এড়িয়ে গিয়েছিল, তাও জানতে চাওয়া হয়। সিবিআই সূত্রে খবর, ইসএলের জেনারেল ম্যানেজারের জবাব সন্তুষ্ট নন তদন্তকারীরা। সেই কারণে বৃহস্পতিবার ফের তাঁকে তলব করা হয়েছে।
তৃণমূলের পর শুভেন্দুর র্যাiলিতেও ‘গোলি মারো’ স্লোগান! চন্দননগরে বিজেপির মিছিলেও ‘গোলি মারো’ স্লোগান।চন্দননগরের রথতলা মোড়ের কাছে সেই বিতর্কিত স্লোগান।‘দেশের বিশ্বাসঘাতকদের গুলি করুক সেনা বাহিনী’, বিতর্কিত স্লোগান নিয়ে সাফাই হুগলির বিজেপির নেতার।
WB Election 2021: চন্দননগরে রোড-শো, জনসভা শুভেন্দু অধিকারীর



পূর্ব মেদিনীপুরের পর হুগলির চন্দননগরে জনসভা শুভেন্দু অধিকারীর। প্রথমে তালডাঙা মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত পদযাত্রা। কৃষক সুরক্ষা অভিযানের নামে এই কর্মসূচি পালন করছে বিজেপি। পদযাত্রা শেষে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। উপস্থিত হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর।
WB Election 2021: বিজেপিতে যোগদানের পরেও কেন বিধায়ক পদে? মিহিরের জবাব তলব পার্থর



কী অবস্থান মিহির গোস্বামীর? বিজেপিতে যোগদানের পরেও বিধায়কপদ ছাড়েননি মিহির। কোচবিহারের দক্ষিণের বিধায়ককে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের। ৭ দিনের মধ্যে জবাব তলব তৃণমূলের মহাসচিবের। ‘১৯ বাম-কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁরা কেন বিধায়ক পদ ছাড়েননি?’ পাল্টা প্রশ্ন তুলে পার্থকে চিঠি মিহির গোস্বামীর
WB Election 2021: এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে শান্তিপুরের বিধায়ক



এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে শান্তিপুরের বিধায়ক। আজই বিজেপিতে যোগ দিচ্ছেন অরিন্দম ভট্টাচার্য। শান্তিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। দিল্লিতে বিজেপিতে যোগ দিচ্ছেন শান্তিপুরের বিধায়ক। এব্যাপারে এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল বিধায়কের। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন অরিন্দম ভট্টাচার্য। কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ের পরে ২০১৭-য় তৃণমূলে অরিন্দম ভট্টাচার্য।
WB Election 2021: 'পরিকল্পনা করে তাঁকে নির্বাচনে হারানোর চেষ্টা চলছে', এবার বেসুরো উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল



ফের বেসুরো উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। পরিকল্পনা করে তাঁকে নির্বাচনে হারানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক। ডাকা হচ্ছে না দলীয় কর্মসূচিতেও, অভিযোগ প্রবীর ঘোষালের। বিধায়কের দাবি, বিবাদের সূত্রপাত কোন্নগর স্টেশন থেকে দিল্লি রোড পর্যন্ত রাস্তা সারাই নিয়ে। অভিযোগ, তিনি বারবার জানানো সত্ত্বেও রাস্তা মেরামতির ব্যাপারে উদ্যোগ নেয়নি তৃণমূল পরিচালিত কানাইপুর গ্রাম পঞ্চায়েত। তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের দাদা আচ্ছেলাল যাদব এই পঞ্চায়েতের প্রধান। বিধায়কের অভিযোগ প্রসঙ্গে প্রধানের দাবি, আলঙ্কারিকভাবে বিধায়ক পদে রয়েছেন প্রবীর ঘোষাল, তিনি দলের কাজ করেন না। দলীয় কোন্দল নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল জেলা নেতৃত্বের প্রতিক্রিয়া মেলেনি।
WB Election 2021: 'তৃণমূল এখন সমাজবিরোধী, সন্ত্রাসবাদীদের দলে পরিণত', মন্তব্য দিলীপের



তৃণমূল ছেড়ে সবাই চলে আসছেন, তার কারণ তৃণমূল এখন সমাজবিরোধী, সন্ত্রাসবাদীদের দলে পরিণত হয়েছে। মন্তব্য দিলীপ ঘোষের।
WB Election 2021: 'ভোটার লিস্টে ঢুকেছে ৪-৫ লক্ষ রোহিঙ্গার নাম', অভিযোগ দিলীপের, 'নির্বাচন কমিশনে জানাক', পাল্টা সুখেন্দুশেখর



ভোটার লিস্ট নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ দিলীপ ঘোষের। ‘ভোটার লিস্টে ঢুকেছে ৪-৫ লক্ষ রোহিঙ্গার নাম। নির্বাচন কমিশনে জানানোর চিন্তাভাবনা।’ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। নির্বাচন কমিশনে জানাক, পাল্টা সুখেন্দুশেখর।
WB Election 2021: পুরুলিয়া সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে মুখ্যমন্ত্রী



পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে আজ বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এদিন ভার্চুয়াল মাধ্যমে পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুর - এই চারটি জেলায় বেশ কয়েকটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে মুখ্যমন্ত্রী কোনও বার্তা দেন কিনা, তার দিকে নজর রাজনৈতিক মহলের।
WB Election 2021: আজ হুগলির চন্দননগরে জনসভা শুভেন্দুর



পূর্ব মেদিনীপুরের পর আজ হুগলির চন্দননগরে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। দুপুর ৩টে নাগাদ প্রথমে তালডাঙা মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত পদযাত্রা হবে। কৃষক সুরক্ষা অভিযানের নামে এই কর্মসূচি পালন করছে বিজেপি। পদযাত্রা শেষে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকার কথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
WB Election 2021: 'বাংলাকে বাঁচাতে লড়াই করছেন মমতা, শেষ পর্যন্ত থেকে ম্যাচ জেতাব', তৃণমূলে যোগ দিয়ে বললেন সিএবি-র প্রাক্তন যুগ্ম-সচিব বিশ্বরূপ দে



সিএবি-র প্রাক্তন যুগ্ম-সচিব বিশ্বরূপ দে যোগ দিলেন তৃণমূলে। এদিন তৃণমূল ভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সুখেন্দুশেখর রায়ের উপস্থিতিতে বিশ্বরূপের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তৃণমূলে যোগ দিয়ে বিশ্বরূপ বলেন, ‘আমি টিম স্পিরিটে বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম স্পিরিট দেখেই তৃণমূলে যোগ। স্পিরিট আছে বলেই ভারতীয় ক্রিকেট বেঁচে আছে। বাংলায় তৃণমূল নেত্রী সেই স্পিরিট নিয়ে লড়াই করছেন। বাংলাকে বাঁচাতে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত থেকে ম্যাচ জেতাব।’
WB Election 2021: তৃণমূলে যোগ দিচ্ছেন সিএবি-র প্রাক্তন সচিব বিশ্বরূপ দে



তৃণমূলে যোগ দিচ্ছেন সিএবি-র প্রাক্তন সচিব। সিএবি-র প্রাক্তন সচিব বিশ্বরূপ দে যোগ দিচ্ছেন তৃণমূলে
WB Election 2021: বেহালার পর্ণশ্রীতে পোড়ানো হল তৃণমূলের ফ্লেক্স, অভিযুক্ত বিজেপি



বেহালা পর্ণশ্রীর নিউ পার্ক এলাকায় তৃণমূলের ফ্লেক্স পোড়ানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কলকাতা পুরসভার ১২৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। এদিন সকালে তৃণমূল কর্মীরা দেখতে পান, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। বিজেপির দাবি, এটা তাদের সংস্কৃতি নয়। উল্টে গতকাল টালিগঞ্জ এলাকায় তৃণমূলের মিছিল চলাকালীন ছিঁড়ে দেওয়া হয় বিজেপির পোস্টার, ফ্লেক্স।
WB Election 2021: কাঁথিতে ছেঁড়া হল বিজেপির ফ্লেক্স-ব্যানার, প্রতিবাদে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ গেরুয়া শিবিরের



কাঁথির অধিকারী গড়ে বিজেপির ফ্লেক্স, ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বাইজাপুরের কাছে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। বিজেপির দাবি, গতকাল খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভা উপলক্ষে কাঁথি শহরে একাধিক ফ্লেক্স, ব্যানার লাগানো হয়। অভিযোগ, রাতের অন্ধকারে সেগুলি ছিঁড়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর প্রতিবাদে সকাল থেকে পথ অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

প্রেক্ষাপট

কলকাতা: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আজ দিনভর প্রশাসনিক আধিকারিকদের বৈঠক রয়েছে। প্রথমে এডিজি আইনশৃঙ্খলার সঙ্গে বৈঠক রয়েছে ফুল বেঞ্চের। তারপর রাজ্যের প্রধান ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদা করে কথা বলবেন ফুল বেঞ্চের প্রতিনিধিরা। এরপর ফুল বেঞ্চের সঙ্গে আয়কর, শুল্ক, ইডি সহ ২০টি রেগুলেটরি এজেন্সির আধিকারিকদের বৈঠক রয়েছে। পরের দিকে সব জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের সঙ্গে কথা বলবেন ফুল বেঞ্চের প্রতিনিধিরা। গতকালই চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.