WB Election 2021 LIVE Updates: ক্ষমতায় এলে বঙ্গে একদফায় ভোট, দাবি দিলীপ ঘোষের
West Bengal Assembly Election 2021 LIVE Updates: আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর আজ প্রথম দিন।
ভোটের দিন ঘোষণা হতেই এডিজি আইনশৃঙ্খলাকে সরাল নির্বাচন কমিশন ৷ জাভেদ শামিমের জায়গায় এলেন জগমোহন ৷
মেদিনীপুরের মেচেদায় ইসকন মন্দিরে গিয়ে পুজো ও আরতি করার মাঝে কীর্তনে মজলেন শুভেন্দু অধিকারী। গেয়ে উঠলেন গান।
মালদার হবিবপুরে বিজেপির প্রচার-গাড়ি চুরির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
এদিন হবিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির পরিবর্তন যাত্রার আগে গাড়ির মালিক দেখেন, গাড়ি উধাও। এনিয়ে হবিবপুর থানায় অভিযোগ দায়ের হয়। বিজেপির অভিযোগ, গাড়ি-চুরির নেপথ্যে হাত রয়েছে তৃণমূলের। শাসক শিবিরের পাল্টা দাবি, সস্তা প্রচারের লোভে মিথ্যা অভিযোগ করছে গেরুয়া শিবির।
ভোট ঘোষণার পরেই বিজেপির ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা এলাকায়। বিজেপির অভিযোগ, মানিকদাস মোড় থেকে রাধাবল্লভচক পর্যন্ত রাস্তার দু’ ধারে লাগানো তাদের ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়। তৃণমূলই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই নন্দকুমারে সরকারি জায়গা থেকে পোস্টার সরিয়ে ফেলার কাজ শুরু করল বিজেপি। আজ সকালে নন্দকুমার বাজারে সরকারি জায়গা থেকে পোস্টার খুলে নেওয়ার কাজ শুরু করেন বিজেপি কর্মীরা। গেরুয়া শিবিরের দাবি, শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে তারা নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করবে। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ভোটের দিন ঘোষণার পরের দিনই ভোট কুশলী প্রশান্ত কিশোরের ট্যুইট। ট্যুইটারে তিনি লেখেন, গণতন্ত্রের সবথেকে বড় লড়াই হতে চলেছে বাংলায়। সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য প্রস্তুত রাজ্যের মানুষ। সঠিক সময়ে তাঁরা বার্তা দিয়ে দেবেন। বাংলা নিজের মেয়েকে চায়। ২ মে আমার আগের ট্যুইটটির কথা মনে রাখবেন।
হলদিয়ায় ভোট প্রচারে অভিনব কৌশল তৃণমূলের। রাজ্য সরকারের প্রকল্প থেকে কী সুবিধা পেয়েছেন, তা জানতে চেয়ে রীতিমতো ফর্ম ছাপিয়ে তা বাড়িতে গিয়ে পূরণ করানো হচ্ছে। সেখানে লেখা হচ্ছে গৃহকর্তার নাম, ঠিকানা, ফোন নম্বর।পাশাপাশি, স্বাস্থ্যসাথী, সবুজসাথী-সহ সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা, তাও জানাতে হচ্ছে। হলদিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে শুরু হয়েছে এই প্রচার কর্মসূচি। ব্লক সভাপতির দাবি, দলীয় নেতৃত্বকে জানিয়েই এই কর্মসূচি নেওয়া হয়েছে। পাশে দাঁড়িয়েছে তৃণমূল জেলা নেতৃত্বও। বিজেপির কটাক্ষ, ভোটের মুখে এভাবে সাধারণ মানুষের কাছ থেকে মুচলেকা আদায় করছে শাসকদল।
বাগুইআটির জোড়ামন্দিরে বিজেপির পরিবর্তন যাত্রায় পুলিশের বাধা। প্রতিবাদে ভিআইপি রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। অবরোধের জেরে রাস্তার দু দিকের লেন আটকে যায়। ভিআইপি রোডে দেখা দেয় তুমুল যানজট। অনুমতি না থাকায় আটকানো হয়েছে পরিবর্তন যাত্রা, দাবি পুলিশের।
নিমতায় বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীর দাবি, গতকাল গভীর রাতে তাঁর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাধা দেওয়ায় বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয় বলে অভিযোগ। নিমতা থানায় অভিযোগ দায়ের হয়েছে। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
রাজ্য সরকার ভোটের নির্ঘণ্ট স্থির করে না। ক্ষমতায় এলে কীভাবে তা স্থির করবেন।
স্বপ্নে আছেন, স্বপ্নেই থাকুন। আমাদের অসুবিধা নেই। প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে একদফা ভোট হবে। বালুরঘাটে বিজেপির পরিবর্তন যাত্রায় মন্তব্য দিলীপ ঘোষের।
বিদায়ী সিপিএম কাউন্সিলরের বিরুদ্ধে এলাকায় অসামাজিক কার্যকলাপে পরোক্ষে মদত দেওয়ার অভিযোগ উঠল বারাসাত পুর-এলাকায়। এদিন নাগরিক সমাজের নামে ন’পাড়া কালার মোড় এলাকায় পোস্টার লাগানো হয়। পোস্টারে অভিযোগ তোলা হয়, এলাকায় সাট্টা-জুয়ার কারবার চলছে দেখেও চুপ বিদায়ী সিপিএম কাউন্সিলর। এলাকায় অসামাজিক কার্যকলাপ চলে বলে একযোগে অভিযোগ করেছে বিজেপি ও তৃণমূল। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী সিপিএম কাউন্সিলর।
কাদাপাড়ায় বিজেপির পরিবর্তন রথ ভাঙচুরের ঘটনায় তৃণমূলকে আক্রমণ করে ট্যুইট করলেন অমিত মালব্য। ট্যুইটারে তিনি লিখেছেন, কাদাপাড়ায় বিজেপির লক্ষ্য সোনার বাংলা রথে ভাঙচুর চালিয়েছে তৃণমূলের গুন্ডারা। এই নির্বাচন পরিচালনা কমিশনের পক্ষে কঠিন হতে চলেছে। কারণ রাজনৈতিক হিংসার সংস্কৃতি তৈরি করেছে তৃণমূল।
বাংলার মানুষ এর জবাব দেবে। ট্যুইটারে লেখেন বিজেপির আইটি সেলের প্রধান তথা রাজ্যের বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের দিনেই পূর্ব মেদিনীপুরের মেচেদায় শুভেন্দু অধিকারীর কর্মসূচি রয়েছে। এদিন বেলা ১২টা নাগাদ ইসকন মন্দিরে গিয়ে পুজো ও আরতি করার কথা বিজেপি নেতার। এরপর তিনি যাবেন হুগলিতে। আজ ডানকুনিতে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। সভায় উপস্থিত থাকবেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও অর্জুন সিং।
দক্ষিণ দিনাজপুরের তপন থেকে মালদার বামনগোলায় ঢুকবে বিজেপির পরিবর্তন রথ। রথে থাকবেন দিলীপ ঘোষ। হবিবপুর বিধানসভা এলাকা হয়ে পুরাতন মালদা ছুঁয়ে ইংরেজবাজারে পৌঁছবে বিজেপির রথ। ইংরেজবাজারের পল্লিশ্রী মাঠে জনসভা করবেন বিজেপির রাজ্য সভাপতি। থাকবেন কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন-সহ বিজেপির রাজ্য নেতৃত্ব।
বরানগরে বিজেপির অস্থায়ী পার্টি অফিস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূলের মদতে হামলা হয়েছে বলে অভিযোগ। একজনকে হাতেনাতে ধরে ফেলেন বিজেপি কর্মীরা। ঘটনাটি ঘটেছে বরানগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ন’ পাড়া এলাকায়। বিজেপির দাবি, ওই এলাকায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তিতে কালি লেপার ঘটনায় গতকাল প্রতিবাদ সভা হয়। অভিযোগ, সভা শেষে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই এলাকায় বিজেপির অস্থায়ী পার্টি অফিসে চড়াও হয়ে ভাঙচুর চালায়। যদিও হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
চিংড়িঘাটা এলাকায় বিদায়ী তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পড়ল পোস্টার। এদিন সকালে বেলেঘাটা বিধানসভা নাগরিক সমাজের নামে বিদায়ী তৃণমূল কাউন্সিলর জীবন সাহার বিরুদ্ধে মেট্রোপলিটন কো-অপারেটিভে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ে। পোস্টারে বেআইনি নির্মাণ ও খালের জমি ভরাট করার অভিযোগও তোলা হয়েছে। তৃণমূল নেতার প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ভোটের দিন ঘোষণার দিনেই কাদাপাড়ায় বিজেপির পরিবর্তন রথ ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের অভিযোগ, প্রচার সামগ্রী রাখার জন্য তাদের ভাড়া নেওয়া গুদামে গতকাল গভীর রাতে হামলা চালায় ১৫-২০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। ভাঙচুর করা হয় ট্যাবলো। বাধা দেওয়ায় আক্রান্ত হন গুদামের নিরাপত্তা রক্ষী, রথ-গাড়ির চালক, খালাসি-সহ বেশ কয়েকজন। রথে থাকা এলইডি টিভি, ল্যাপটপও খোয়া গিয়েছে বলে বিজেপির অভিযোগ। রাতেই ঘটনাস্থলে যান বিজেপি নেতা সব্যসাচী দত্ত। ফুলবাগান থানায় অভিযোগ দায়ের হয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
আজ পশ্চিম মেদিনীপুরে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুরে দাসপুর থেকে ঘাটাল পর্যন্ত রোড শোয়ে যোগ দেবেন তৃণমূল সাংসদ।
প্রেক্ষাপট
বহু প্রতীক্ষিত বঙ্গ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। বাংলায় এবার রেকর্ড ৮ দফায় ১ মাস ধরে ভোট। ২৭ মার্চ থেকে শুরু, ২৯ এপ্রিল শেষ। একদফায় সর্বাধিক ৪৫টি আসনে ভোট। গণনা ২ মে। কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। যার আজই প্রথম দিন।
যাবতীয় নজর অভিষেক-শুভেন্দুর রাজনৈতিক কর্মসূচির দিকে। পশ্চিম মেদিনীপুরে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিকে ডানলপে রাজনৈতিক কর্মসূচি শুভেন্দু অধিকারীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -