Mamata Banerjee Rally Live: 'বহিরাগত নিয়ে আসবে বিজেপি, নন্দীগ্রামে কাল একই জিনিস করেছে ', বললেন মমতা
আজই উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বেলা ১২টায় কোচবিহারের দিনহাটায় সভার পর এরপর বেলা ১২টা ৪০ নাগাদ নাটাবাড়ি ও তুফানগঞ্জে সভা করবেন তিনি। দুপুর দেড়টায় আলিপুরদুয়ারে সভা রয়েছে তৃণমূলনেত্রীর।
আমি আপনাদের ঘরের মেয়ে, বিজেপি মতো কালকেউটে নয়, বললেন মমতা
মমতা বলেছেন, ‘আমাদের চাপে সিএএ করতে পারেনি বিজেপি’
মমতা বলেছেন, ‘বিজেপি এখন টাকার থলি নিয়ে বেরিয়েছে। এখন ১০০০ হোটেল ভাড়া নিয়েছে। কত প্লেন, হেলিকপ্টার ভাড়া নিয়েছে কেউ জানে না। বিজেপি বহিরাগতদের নিয়ে ভোট করাতে আসবে। অসমে ভোট মিটলেই সেখান থেকে বহিরাগত নিয়ে আসবে। নন্দীগ্রামে কালও একই জিনিস করেছে। এজন্যই বুথে বসেছিলাম। দেখলাম সবাই বহিরাগত’।
মমতা বলেছেন, ‘কেন্দ্রের আয়ুষ্মান রাজ্যের মাত্র ১ কোটি মানুষ উপকৃত হবে। কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্প সবার জন্য।’
ফালাকাটার সভায় মমতা বলেছেন, লোকসভায় উত্তরবঙ্গে তো অনেক আসন জিতেছিল বিজেপি। কিন্তু কোনও কাজ করেনি। আর তৃণমূল আসন পায়নি। কিন্তু কোনও কাজ ছাড়েনি।
মমতা বলেছেন, ‘অসমের নির্বাচনে পুলিশ ভোট দিচ্ছে। বাংলায় তৃণমূল ক্ষমতায় আসছে, অন্য কেউ নয়’।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের ঘরে সিবিআই, ইডি ঢুকিয়ে দিচ্ছে। গায়ের জোরে যা-ইচ্ছে তাই করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে নির্বাচন কমিশন চলছে।’
বুধবার স্বল্প সঞ্চয়ে সুদের হার কমিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল সেই সিদ্ধান্ত তড়িঘড়ি প্রত্যাহার করে নেয় কেন্দ্র। এই প্রসঙ্গ তুলেও বিজেপিকে নিশানা করেছেন মমতা। তিনি বলেছেন, ‘ভোটের ভয়েই ক্ষুদ্র সঞ্চয়ে সুদ কমিয়েও আচমকা সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছে কেন্দ্রকে। একদিন দেখবেন ব্যাঙ্কের টাকাও আচমকা উধাও হয়ে যাবে।’
মমতা বলেছেন, নন্দীগ্রামে আমি ভালোভাবেই জিতব। আমি একা জিতলেই হবে না। বাকি তৃণমূল প্রার্থীদেরও জেতাতে হবে। ফাঁকা আওয়াজ দিচ্ছে বিজেপি।
নাটাবাড়ির জনসভায় মমতা বলেছেন, ‘দুয়ারে সরকারে মিলবে কাস্ট সার্টিফিকেট’।
প্রথম দু’দফায় তৃণমূলের পক্ষে খুব ভালো ভোট হয়েছে। তৃণমূলের জয় সম্পর্কে নিশ্চিত থাকুন , জনসভায় দাবি মমতার।
দিনহাটার সভায় মমতার স্লোগান, ‘খেলতে হবে, জিততে হবে’।
মমতা বলেছেন, ‘তপশীলী-আদিবাসীরা ৬০ বছর বয়স হলে পেনশন পাবেন। বিধবাদের সবার জন্য পেনশন হবে। বিনাপয়সায় বাড়িতে রেশন পৌঁছে যাবে। সব মেয়েরা ৫০০ টাকা প্রতিমাসে হাতখরচ পাবেন।’
মমতা বলেছেন, ‘ এখানে মেডিক্যালকলেজ তৈরি হয়েছে। শীতলকুচিতে নতুন আইটিআই তৈরি হচ্ছে। নতুন নতুন রাস্তা, সেতু তৈরি করেছি।পরিবহণ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে।’
মমতা বলেছেন, ‘পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি করেছি।৫০০ রাজবংশী শিল্পীকে সাহায্য করেছি। রাজবংশী কালচারাল বিল্ডিং আলিপুরদুয়ারে তৈরি হবে । এখানে তৈরি হয়েছে হ্যান্ডলুম ক্লাস্টার। ’
দিনহাটার সভায় মমতা বলেছেন, ‘বড়মার চিকিৎসার ব্যবস্থা আমি করেছি। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নাম কলেজ করে দিয়েছি। রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছি। মতুয়াদের নানাভাবে সাহায্য করেছি।নারায়ণী ব্যাটেলিয়নও তৈরি করে দিয়েছি। জাত-পাত নিয়ে আমরা রাজনীতি করি না।’
প্রেক্ষাপট
উত্তরবঙ্গের দিনহাটার সভায় ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিনই নন্দীগ্রাম থেকে উত্তরবঙ্গে এসেছেন তিনি।
আজই উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বেলা ১২টায় কোচবিহারের দিনহাটায় সভার পর এরপর বেলা ১২টা ৪০ নাগাদ নাটাবাড়ি ও তুফানগঞ্জে সভা করবেন তিনি। দুপুর দেড়টায় আলিপুরদুয়ারে সভা রয়েছে তৃণমূলনেত্রীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -