Mamata Banerjee Rally Live: 'বহিরাগত নিয়ে আসবে বিজেপি, নন্দীগ্রামে কাল একই জিনিস করেছে ', বললেন মমতা

আজই উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বেলা ১২টায় কোচবিহারের দিনহাটায় সভার পর এরপর বেলা ১২টা ৪০ নাগাদ নাটাবাড়ি ও তুফানগঞ্জে সভা করবেন তিনি।  দুপুর দেড়টায় আলিপুরদুয়ারে সভা রয়েছে তৃণমূলনেত্রীর। 

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Apr 2021 12:15 PM

প্রেক্ষাপট

   উত্তরবঙ্গের দিনহাটার সভায় ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিনই নন্দীগ্রাম থেকে উত্তরবঙ্গে এসেছেন তিনি।আজই উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বেলা ১২টায় কোচবিহারের দিনহাটায় সভার পর এরপর বেলা ১২টা ৪০ নাগাদ নাটাবাড়ি...More

Mamata Banerjee Rally live:'আমি আপনাদের ঘরের মেয়ে'

আমি আপনাদের ঘরের মেয়ে, বিজেপি মতো কালকেউটে নয়, বললেন মমতা