পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: বাম যুব নেতার মৃত্যুর প্রতিবাদে কংগ্রেসের মিছিলে ধুন্ধুমার। ডোরিনা ক্রসিংয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাজ্যের একাধিক জায়গায় রেল রোকো কর্মসূচি বামেদের। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতেও রেল অবরোধ বাম-কংগ্রেসের।
ডিওয়াইএফআই নেতার মৃত্যুর প্রতিবাদে ধর্মতলায় ধুন্ধুমার ... পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা ... ধস্তাধস্তি ৷ নবান্ন অভিযানে বাম যুব নেতা মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামে কংগ্রেস। দলের তরফে রাজভবন অভিযান ও জেল ভরো কর্মসূচি নেওয়া হয়।
এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাজভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। ডোরিনা ক্রসিংয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল। পরে তাঁদের গ্রেফতার করা হয়। অন্যদিকে, এদিন যুব নেতার মৃত্যুর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় রেল রোকো কর্মসূচি পালন করে বামেরা।
শিয়ালদা মেন লাইনের বেলঘরিয়ায় এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা রেল অবরোধ করলে জিআরপি-র সঙ্গে তাঁদের বচসা হয়। রেল অবরোধ হয় বনগাঁ শাখার বামনগাছি, হৃদয়পুর ও বিরাটি স্টেশনে।
যাদবপুরে বাম কর্মীরা রেল অবরোধ করলে অসন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। এছাড়াও অবরোধ হয় শ্রীরামপুর, কাটোয়া-ব্যান্ডেল শাখার বাঘনাপাড়া ও জলপাইগুড়ির ধূপগুড়ি স্টেশনে।
এদিন কেন্দ্রের কৃষি আইন বাতিল দাবিতে রেল অবরোধ করে বাম-কংগ্রেস। নিউ কোচবিহার স্টেশনে অবরোধের জেরে কিছুক্ষণের জন্য আটকে পড়ে আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস।
বাঁকুড়া স্টেশনে বাম-কংগ্রেস কৃষক সংগঠনের কর্মীদের মিছিলে বাধা দেয় পুলিশ। পরে রেল লাইনে বসে পড়েন তাঁরা। একই ছবি দেখা যায় পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে। এছাড়াও অবরোধ হয় শিলিগুড়ির রাঙাপানি, জলপাইগুড়ি রোড, হাওড়ার আমতা, দুর্গাপুর ও কৃষ্ণনগর স্টেশনে।
সব মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের বাগযুদ্ধ চরমে, তখন রাজপথ থেকে রেলপথ, প্রতিবাদে ঝড় তুলল বাম-কংগ্রেস।