কলকাতা: হাওড়ার ডুমুরজলার সভা থেকে আজ তৃণমূলকে আক্রমণ করেন অমিত শাহ, স্মৃতি ইরানি, দিলীপ ঘোষের মতো বিজেপি নেতা-নেত্রীরা। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরাও তৃণমূলকে আক্রমণ করেন। তার জবাব দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

দলত্যাগী নেতাদের আক্রমণ করে পার্থ বলেন, ‘অর্থ দিয়ে তৃণমূলকে কেনা যায় না। এতবড় হলেন যে দল থেকে, এখন অন্য দলে গেলেন। অন্য দলে গিয়ে পাতাও গজাতে পারবে না। দলত্যাগীরা শুধু শিরোনামে থাকতে চায়। মানুষের জন্য কাজ করতে চায় না। আমাদের কোনও ভুল হলে শোধরাচ্ছি। বুথকর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ রাখতে হবে। বেহালায় পরিযায়ী পাখিরা আসার চেষ্টা করছেন। পরিযায়ী পাখিদের ঢুকতে দেবেন না। অনেকে আসবে-যাবে, কিন্তু নদী তার নিজস্ব পথেই চলবে। ঝরাপাতা ঝরে যাবে, কিন্তু গাছ থাকবে। বুথ ছাড়বেন না, বুথ আগলাতে হবে। কেউ অপপ্রচার করতে আসছে, যোগ্য জবাব দিন।’

পার্থ আরও বলেন, ‘রক্তপাতের, বিভাজনের বেহালা চাই না। ব্যক্তিগত আশা আকাঙ্খা নয়, সমষ্টির দিকে নজর দিন। পাট্টা না পেলে জানান, পাট্টা আমরা দেব। আমি একা, তুমি একা নয়, আমাদের নেত্রী মমতাই। মানুষকে বোঝাতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কোনও প্ররোচনায় পা দেবেন না। ’

‘কিষান সম্মান নিধি নিয়ে বাংলার কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য নয়, শুধু কৃষকদের নাম দিয়েছেন। ভাইপোকে মুখ্যমন্ত্রী করা ছাড়া আর কোনও লক্ষ্য নেই। তৃণমূল সরকার একমাত্র ভাইপোর কল্যাণে ব্যস্ত। মোদির নেতৃত্বে বাংলায় পরিবর্তন নিশ্চিত। বিজেপির সরকারই বাংলাকে সুরক্ষিত করবে। শুধু মোদি এনেছেন বলে আয়ুষ্মান ভারত কার্যকর করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এসে বিজেপির মন্ত্রীসভা প্রথমেই আয়ুষ্মান ভারত চালু করার সিদ্ধান্ত নেবে।’ হাওড়ার সভায় ভার্চুয়াল ভাষণে এভাবেই তৃণমূলকে আক্রমণ করেন অমিত শাহ।

‘একুশে ক্ষমতায় এসে সোনার বাংলা গড়বে বিজেপি। কেন্দ্রে ও রাজ্যে এক সরকার চাই। ডাবল ইঞ্জিন সরকারই রাজ্যকে দিশা দেখাতে পারে। অমিত শাহের কাছ থেকে বাংলার জন্য প্যাকেজ চেয়েছি। ভোটের মুখে স্বাস্থ্যসাথী কার্ড করা হচ্ছে। সবাই কার্ড নিয়ে হাসপাতালে যান, দেখুন কাজ হচ্ছে কিনা।’ ডুমুরজলার সভায় বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তুললেন, ‘চলো পাল্টাই’ স্লোগান।

‘সেচ থেকে বন। এতদিন একাধিক দফতরের মন্ত্রী ছিলেন। জেলার নেতা ছিলেন। তাহলে কি আপনিও ব্যর্থ?’ রাজ্য সরকারি প্রকল্পের ব্যর্থতার অভিযোগ প্রসঙ্গে রাজীবকে আক্রমণ করলেন পার্থ।