সমীরণ পাল ও আবদুল ওয়াহাব, বসিরহাট: তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরেই, বসিরহাটে দীপেন্দু বিশ্বাসের ছবিতে কালি। ছেঁড়া হল ব্যানার, পোস্টার। নাম না করে তৃণমূলকে নিশানা দীপেন্দু। পাল্টা তৃণমূলের দাবি, বিদায়ী বিধায়কের আচরণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারাই এই ঘটনা ঘটিয়েছেন।


দীপেন্দু বিশ্বাসের ছবিতে লেপে দেওয়া হল কালি... পুড়িয়ে ছিঁড়ে দেওয়া হল পোস্টার-ব্যানার। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতেই, বসিরহাটে দক্ষিণের বিদায়ী বিধায়কের বিরুদ্ধে উপচে পড়ল ক্ষোভ। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার বসিরহাটে দীপেন্দু অধিকারীর একাধিক পোস্টারে দেখা যায় কালি লেপা। এই ঘটনায় নাম না করে তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন সদ্য দলত্যাগী বিধায়ক। 


এবারের ভোটে, টিকিট পাননি দীপেন্দু। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের নতুন মুখ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায়, নাম না থাকায়, এনিয়ে ক্ষোভ উগড়ে দেন দীপেন্দু। সোমবারই, বিজেপিতে যোগ দেন, বসিরহাট দক্ষিণের বিদায়ী বিধায়ক। এর ২৪ ঘণ্টার মধ্যে এই কাণ্ড। যদিও, তৃণমূলের দাবি, বিদায়ী বিধায়কের আচরণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা এই ঘটনা ঘটিয়েছেন। 


আগামী ১৭ই এপ্রিল পঞ্চম দফায় বসিরহাট দক্ষিণ কেন্দ্রে ভোট। তৃণমূল প্রার্থী ঘোষণা করলেও বিজেপি এখনও তাঁদের প্রার্থী ঘোষণা করেনি। 


বিজেপিতে যাওয়ার উপহার হিসেবে কি এই কেন্দ্রে টিকিট মিলবে দীপেন্দুর? জানা যাবে কিছুদিনের মধ্যেই।