সাহাগঞ্জ: রাজ্যে বিধানসভা ভোটের আগে ফের বাংলায় এসে তৃণমূল সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং এবার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া নিয়ে দুর্নীতির দায় চাপালেন রাজ্য সরকারের ওপর।


এর আগে আমফানের ত্রাণ থেকে শুরু করে ত্রিপল নিয়ে দুর্নীতি, কয়লাকাণ্ড, প্রধানমন্ত্রী কিষাণ নিধি সম্মান ও আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে না দেওয়া – একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতো বিজেপির হেভিওয়েটরা। তবে জল নিয়ে দুর্নীতির অভিযোগ সোমবারই প্রথম করলেন মোদি। এবং ১১০০ কোটি টাকা চেপে দেওয়ার জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী।


সোমবার হুগলির সাহাগঞ্জের ডানলপ ময়দানের জনসভায় মোদি বললেন, ‘বাংলার সব বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ১৭০০ কোটিরও বেশি টাকা তৃণমূল সরকারকে দিয়েছিল কেন্দ্র। সেখান থেকে মাত্র ৬০৯ কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। বাকি ১১০০ কোটি টাকা চেপে দিয়েছে। বাংলার মহিলাদের সঙ্গে যারা অন্যায় করছে, তাদের কি মাফ করা যায়? আসল পরিবর্তন করতে হবে। তৃণমূল সরকারের বাংলার মহিলাদের জন্য কোনও চিন্তা নেই।’


মোদি আরও বলেন, ‘মানুষ যাতে কোনওরকম সুবিধা না পায়, তা নিশ্চিত করছে এখানকার সরকার। প্রত্যেক বাড়িতে পাইপলইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার জন্য জল জীবন মিশন চলছে দেশজুড়ে। যাতে মা-বোনেরা বিনা পরিশ্রমে বাড়িতেই পরিশুদ্ধ জল পায়, যাতে বাচ্চারা দূষিত জল থেকে ছড়িয়ে পড়া রোগ থেকে মুক্তি পায়। শুনলে গোটা দেশ চমকে যাবে, বাংলার গ্রামাঞ্চলে দেড়-পৌনে দু কোটি মানুষের মধ্যে মাত্র ২ লক্ষ মানুষের বাড়িতে পানীয় জলের পাইপলাইন পৌঁছেছে। কেন্দ্রের এত চেষ্টা সত্ত্বেও।‘ মোদি যোগ করেন, ‘যে গতিতে এখানকার তৃণমূল সরকার কাজ করছে, তাতে রাজ্যের সব গরীবদের বাড়ি পাইপলাইনে পানীয় জল পৌঁছতে জানি না কত বছর কেটে যাবে।‘