সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সবুজ সাথীর সাইকেলে বিলি করায় নির্বাচন আদর্শ আচরণ বিধি ভঙ্গ বারাসাত পুরসভার। সংবাদমাধ্যম পৌঁছতেই তড়িঘড়ি বন্ধ করা হল সাইকেল বিলির কাজ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। নির্বাচনী বিধি ভঙ্গ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
২৬ ফেব্রুয়ারি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বাংলায় কার্যকরী হয়েছে আদর্শ আচরণ বিধি। কমিশনের সেই বিধি ভেঙে ‘সবুজ সাথী’ প্রকল্পে সাইকেলে বিলি করল তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভা। আট দফায় ভোট হবে বাংলায় ৷ বুধবার বারাসাতের কিশলয় হোমের সামনে ‘সত্য ভারতী বিদ্যালয়’-এর পড়ুয়াদের ‘সবুজ সাথী’-প্রকল্পের সাইকেলে বিলি করা হয়। আদর্শ আচরণ বিধি নিয়ে প্রশ্ন করা হলে, পুর কর্তৃপক্ষের নির্দেশেই সাইকেল বিলি হচ্ছে বলে দাবি করেন কর্মীরা। তারা জানান, কর্তৃপক্ষের নির্দেশেই সাইকেল বিলি হচ্ছে ৷
কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই সাইকেলে বিলি বন্ধ করে দেন পুর কর্মীরা। যার জেরে ক্ষোভে ফেটে পড়ে অভিভাবকদের একাংশ। এক অভিভাবকের কথায়, ‘‘এখানে আসতে ৬০-৭০ টাকা খরচ হয়েছে। কিন্তু সাইকেল বিলি বন্ধ হয়ে গেল। তা হলে ডাকা হল কেন?’’
আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার পরও, সরকারি প্রকল্পে সাইকেলে বিলি নিয়ে রাজ্যের শাসক দলকে বিঁধেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বারাসাতের বিজেপি যুব সভাপতি কৌশিক মজুমদার জানান, ‘‘সাইকেল দিয়ে ভোটারদের নিজেদের কব্জায় নিতে চাইছে তৃণমূল। আমরা কমিশনে অভিযোগ জানাব ৷’’ বারাসাত পুরসভার তৃণমূল নেতা ও প্রশাসক সুনীল মুখোপাধ্যায় জানান, ‘‘আমি বিষয়টা জানতাম না। জানার পর সাইকেল বিলি বন্ধ করে দিয়েছি ৷’’
উল্লেখ্য, এর আগে ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার গড়ফায় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী ক্যাম্প বন্ধ করে দেয় কমিশন।