কলকাতা:  পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে না শিব সেনা। আসন্ন নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে উদ্ধব ঠাকরের দল। 


বৃহস্পতিবার এই ঘোষণা করেছে দল। দলের মুখপাত্র সঞ্জয় রাউতের কথায়, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি বলছে দিদির সঙ্গে সবার লড়াই। ইংরাজি হরফে তিনি লিখেছেন,  সব এম ( ‘M’) মানি, মাসল, মিডিয়া মমতা দিদির বিরুদ্ধে। অর্থাৎ টাকা, শক্তি এবং সংবাদমাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পাশাপাশি তিনি জানিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা হবে। শুধু তাই নয়, বাংলার আসল বাঘিনী বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করেছেন শিব সেনার মুখপাত্র। 



বিধানসভা ভোটে বাংলায় তৃণমূলকেই সমর্থন করবে আরজেডি। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জানিয়ে দিলেন তেজস্বী যাদব। তৃণমূলকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন সমাজবাদী পার্টিও। সমর্থন জানিয়ে চিঠি দিয়েছে এনসিপিও। এবার এই তালিকায় যোগ হল শিব সেনাও।


চলতি সপ্তাহের সোমবার আরজেডি নেতা তেজস্বী যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। নবান্নে বৈঠক শেষে লালু পুত্র তেজস্বী জানান, আমরা আমাদের সব শক্তি দিয়ে মমতাকে জেতাব। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেন, আমার সমর্থকদের বলব, মমতাকে সমর্থন করুন। ফের সরকারে ক্ষমতায় নিয়ে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছে শরদ পওয়ারের দল এনসিপি-ও।


তেজস্বী যাদবের কথায়, আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষের নির্দেশ মমতাকে ফুল সাপোর্ট করতে। বাংলায় আমাদের যা ক্ষমতা, যত বিহারী আছে, আমাদের যা ক্ষমতা আছে মমতার সঙ্গে থাকবে। আমাদের প্রথম কাজ বিজেপিকে এখানে আটকানো। পশ্চিমবঙ্গে আট দফায় ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন করে, বিভিন্ন ব্যাপারে তৃণমূলনেত্রীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।


অখিলেশ যাদব বলেন, মমতার সঙ্গে সহমত, বিজেপির রণনীতি হল বেশি দফায় ভোট করে বেশি করে অশান্তি করা। দিল্লির সরকার ও ফোর্সকে কাজে লাগানো। বুথে আপনার এজেন্টকে ঢুকতে দেবে না। মমতাকে আমার পরামর্শ, যেখানেই এজেন্টকে বের করে দেওয়া হবে, বুঝবেন সেখানো ধোকা খাবেন।