WB Election 2021 LIVE Updates: হাসপাতাল থেকে ছুটি পেলেন মুখ্যমন্ত্রী মমতা

প্লাস্টার কেটে দেখা গিয়েছে মমতার ব্যথা-ফোলা অনেকটাই কম, বাড়ি ফিরতে চেয়ে চিকিৎসকদের কাছে ইচ্ছেপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 Mar 2021 07:09 AM
WB Election 2021 LIVE: হাসপাতাল থেকে ছুটি পেলেন মুখ্যমন্ত্রী মমতা

হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। বারবার তিনি ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। চিকিৎসায় তিনি সাড়া দিয়েছেন। মমতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে বাড়ি ফিরে ওঁকে সব বিধিনিষেধ মেনে চলতে হবে। নিয়ম মেনে উনি চলাফেরা করতে পারবেন। 

WB Election 2021 LIVE: আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছেন মুখ্যমন্ত্রী। এসএসকেএম থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি ফেরার প্রস্তুতি। এখনও এসএসকেএমে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসএসকেএম ফিরহাদ হাকিম, মেধা পাটকর। 

West Bengal Election 2021 LIVE:  শনিবার দিল্লিতে বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক

রাজ্যে বাকি ২৩৪ আসনে শনিবার বিজেপির প্রার্থী ঘোষণা? প্রথম ২ দফার পরে বাকি আসনে প্রার্থী নিয়ে বৈঠক। শনিবার দিল্লিতে বৈঠকে বিজেপির নির্বাচনী কমিটি। প্রথম দফার ভোটের আগে ৩দিন রাজ্যে প্রধানমন্ত্রী। ১৮ মার্চ পুরুলিয়া, ২০ মার্চ কাঁথি, ২১ মার্চ বাঁকুড়া। পুরুলিয়া, কাঁথি, বাঁকুড়ায় সভা করবেন প্রধানমন্ত্রী। 

WB Election 2021 LIVE: দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে বিজেপির প্রতিনিধি দল

দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে বিজেপির প্রতিনিধি দল। কমিশনের দফতের যাচ্ছে বিজেপির ৮ সদস্যের প্রতিনিধি দল। দলে আছেন ভূপেন্দ্র যাদব, পীযূষ গোয়েল, সম্বিত পাত্র। দলে আছেন স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এছাড়াও আছেন ওম পাঠক, নীরজ কুমার, শিশির বাজোরিয়া। 

Mamata Banerjee injury LIVE:  সন্ধেতেই মুখ্যমন্ত্রীর বাড়ি ফেরার প্রস্তুতি

এসএসকেএম থেকে সন্ধেতেই মুখ্যমন্ত্রীর বাড়ি ফেরার প্রস্তুতি। সন্ধে ৬টা নাগাদ এসএসকেএম থেকে ছাড়া পেতে পারেন মুখ্যমন্ত্রী

WB Election 2021 LIVE Updates:‘মমতার আহত হওয়ার পিছনে চক্র রয়েছে'

সৌগত রায় বলেছেন, ‘মমতার আহত হওয়ার পিছনে চক্র রয়েছে। দিলীপ ঘোষ হামলার ইঙ্গিত দিয়েছিলেন। ব্রিগেডে সভায় মোদি বলেছিলেন নন্দীগ্রামে মমতার স্কুটার পড়ে যাবে।’ তিনি বলেছেন, কমিশনের সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা হয়েছে।

WB Election 2021 LIVE Updates: জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় গাফিলতির অভিযোগ নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। নন্দীগ্রামের ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি তৃণমূলের। তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল কমিশনে যায়। তৃণমূলের অভিযোগ, ডিজি ও এডিজি-কে পরিকল্পিতভাবে সরানো হয়। সৌগত রায় বলেছেন, আগেই হামলার আশঙ্কা করা হয়েছিল। 

WB Election 2021 LIVE Updates: হিরণের রোড শো

খড়্গপুরে হিরণ চট্টোপাধ্যায়ের রোড শো।

WB Election 2021 LIVE Updates: সিপিএম ছেড়ে বিজেপিতে

শিলিগুড়িতে সিপিএম ছেড়ে বিজেপিতে শঙ্কর ঘোষ। কৈলাস বিজয়বর্গীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান।

WB Election 2021 LIVE Updates: মনোনয়নপত্র পেশ শুভেন্দুর

হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র পেশ শুভেন্দুর।

WB Election 2021 LIVE Updates:শুভেন্দুর রোড শো

 


জয় শ্রীরাম ধ্বনি শুভেন্দুর রোড শো-তে

WB Election 2021 LIVE Updates: শুভেন্দুর রোড শো শুরু

হলদিয়ায় ক্ষুদিরাম মোড় থেকে শুরু শুভেন্দু অধিকারীর রোড শো। মহকুমা শাসকের দফতর পর্যন্ত রোড শো। মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু।

WB Election 2021 LIVE Updates: জাতীয় নির্বাচন কমিশনের দফতরে তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় গাফিলতি নিয়ে অভিযোগ জানাতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের ৬ সদস্যের এক প্রতিনিধি দল।

WB Election 2021 LIVE Updates: শুভেন্দুর রোড শো-তে স্মৃতি

শুভেন্দু অধিকারীর মঞ্চে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

WB Election 2021 LIVE Updates:'‘তৃণমূলে পিসি-ভাইপো ছাড়া কারও মর্যাদা নেই’

রোড শো-র আগে শুভেন্দু বলেছেন, মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝাণ্ডা নতুন। তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটিড কোম্পানিতে পরিণত হয়েছে।


তৃণমূলে পিসি-ভাইপো ছাড়া কারও মর্যাদা নেই। তৃণমূলে বাকি সবাই ল্যাম্পপোস্ট।


বাংলায় জ্বলন্ত সমস্যা অর্থনৈতিক সমস্য। বাম আমলের সময়ের ঋণের বোঝা আরও বেড়েছে তৃণমূলের আমলে। বাংলায় ২ কোটি বেকার, কর্মসংস্থান কই ? বাংলায় ২ লক্ষ সরকারি শূন্যপদ অবলুপ্ত।শুধু চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করা হচ্ছে। বাংলায় কৃষকদের অবস্থা ভয়াবহ।কিষাণ নিধি প্রকল্প বাংলায় চালু করতে দেননি মুখ্যমন্ত্রী।

WB Election 2021 LIVE Updates:'দিদি এখন ভাইপোর পিসি'

শুভেন্দুর রোড শো-র আগে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।   তিনি দাবি করেন, ২ মে-র পর বাংলায় বিজেপির সরকার তৈরি হবে।  তিনি বলেন, মহিলাদের জন্য টাকা পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদি। চাল পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁর প্রশ্ন, কেন বাংলার মানুষ এই সুবিধা পাচ্ছেন না ?


প্রধান আরও বলেছেন, দিদি এখন বাংলার দিদি নন। দিদি এখন ভাইপোর পিসি হয়ে গেছেন।বাংলায় দুষ্কৃতীরাজ বন্ধ করতে হবে।


তাঁর প্রশ্ন, ‘আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কেন পাচ্ছে না বাংলার মানুষ ? তাঁর দাবি, সোনার বাংলা তৈরি করবে বিজেপি।

WB Election 2021 LIVE Updates: শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিনই তৃণমূলের বিক্ষোভ গড়চক্রবেড়িয়ায়

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিনই তৃণমূলের বিক্ষোভে উত্তাল হল গড়চক্রবেড়িয়া।  আজ সকালে নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন তৃণমূল কর্মীরা।  নন্দীগ্রামে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা।  


এর পাশাপাশি, হুগলির শেওড়াফুলিতেও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ সকালে তৃণমূল কর্মীরা মিছিল করেন। বিক্ষোভ দেখান।  সেখানে স্লোগান ওঠে, এক পায়েই খেলা হবে।

WB Election 2021 LIVE Updates: নন্দীগ্রামের সিপিএম প্রার্থীর মনোনয়ন

আজ মনোনয়ন জমা দেবেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন তিনি। 

WB Election 2021 LIVE Updates: মেদিনীপুরে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার পর মেদিনীপুরে গেলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।  আজ পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সার্কিট হাউসে তিন জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন বৈঠকে।   গতকালই নন্দীগ্রামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যয়ের আঘাত লাগার বিষয়ে খোঁজখবর নেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ও জেলাশাসক।

WB Election 2021 LIVE Updates: বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে পৌঁছলেন মেদিনীপুরে

বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে পৌঁছলেন মেদিনীপুরে। মেদিনীপুর সার্কিট হাউসে বৈঠক হবে। উপস্থিত থাকবেন পূর্ব-পশ্চিম মেদিনীপুরের এবং ঝাড়গ্রামের আধিকারিকরা।থাকবেন তিন পুলিশ সুপার এবং জেলাশাসকরা

WB Election 2021 LIVE Updates: জানকীনাথ মন্দিরে পুজো শুভেন্দুর

সিংহবিহানী মন্দিরের পর এবার জানকীনাথ মন্দিরে শুভেন্দু।  মন্দিরে পুজো দিলেন তিনি। 

WB Election 2021 LIVE Updates: নন্দীগ্রামের ভোটার হলেন শুভেন্দু অধিকারী

নন্দীগ্রামের ভোটার হলেন শুভেন্দু অধিকারী। এতদিন তিনি ছিলেন তমলুকের ভোটার। নন্দীগ্রামের ভোটার হিসেবেই এবার তিনি নন্দীগ্রামে নির্বাচনের প্রার্থী হচ্ছেন। নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলে তাঁর বুথ।

WB Election 2021 LIVE Updates: নন্দীগ্রামে সিংহবাহিনী মন্দিরে শুভেন্দু

আজ নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেবেন। এজন্য বাড়ি থেকে বেরিয়েছেন তিনি। এরপর তিনি নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দিরে আসেন। এখানে পুজো দিচ্ছেন তিনি। এরপর জানকীনাথ মন্দিরে পুজো দেবেন।  এরপর বেলা সাড়ে ১১টা নাগাদ হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থী।  শুভেন্দুর সঙ্গে থাকার কথা স্মৃতি ইরানি ও বাবুল সুপ্রিয়র। 

WB Election 2021 LIVE Updates: ট্রেনে প্রচার তৃণমূল প্রার্থীর

ট্রেনে উঠে প্রচার শুরু করলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশরাম দাস।  ট্রেনে জনসংযোগের সুযোগ নিতে তিনি আজ সকালে ক্যানিং স্টেশন থেকে আপ ক্যানিং শিয়ালদা লোকাল ধরে তালদি পর্যন্ত যান।  ট্রেনের পাশাপাশি প্ল্যাটফর্মেও প্রচার করেন পরেশ।  প্রার্থী জানান, যেহেতু তাঁর কেন্দ্রের বহু মানুষ সকালে কাজের জন্য কলকাতায় উদ্দেশে বেরিয়ে যান, তাই প্রচারের জন্য ট্রেনকে বেছে নিয়েছেন তিনি।  

WB Election 2021 LIVE Updates: শুভেন্দুর সঙ্গে থাকবেন স্মৃতি ইরানি ও বাবুল সুপ্রিয়

আজ নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেবেন।   রাজ্যে ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে সবথেকে হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে।  ওই কেন্দ্রে এর আগেই মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  আজ হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু।  বিজেপি সূত্রে খবর, শুভেন্দু মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দির ও জানকীনাথ মন্দিরে পুজো দেবেন।  এরপর বেলা সাড়ে ১১টা নাগাদ হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থী।  শুভেন্দুর সঙ্গে থাকার কথা স্মৃতি ইরানি ও বাবুল সুপ্রিয়র। 

WB Election 2021 LIVE Updates: তিনটি জনসভা করবেন প্রধানমন্ত্রী

১৮ থেকে ২১ মার্চ। রাজ্যে তিনটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৮ মার্চ পুরুলিয়ায় জনসভা প্রধানমন্ত্রীর। ২০ মার্চ কাঁথিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী।২১ মার্চ বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর জনসভা করবেন তিনি।

WB Election 2021 LIVE Updates: মনোনয়ন জমা দেওয়ার আগে মন্দিরে পুজো দেবেন শুভেন্দু

মনোনয়ন জমা দেওয়ার আগে আজ সকালে নন্দীগ্রামে সিংহবাহিনী মন্দিরে পুজো দেবেন শুভেন্দু।এরপর জানকীনাথ মন্দিরেও পুজো দেবেন তিনি। এরপর হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মহকুমা শাসকের দফতরে যাবেন।

প্রেক্ষাপট

কলকাতা: আজ মনোনয়ন জমা দেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার আগে, শিবরাত্রি উপলক্ষে নন্দীগ্রামের সাতটি মন্দিরে দিলেন পুজো।


মনোয়ননের সময় থাকবেন স্মৃতি ইরানি-ধর্মেন্দ্র প্রদান।


বুধবার নন্দীগ্রামের সাতটি মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নন্দীগ্রামের সাতটি মন্দিরে গিয়ে পুজো দেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পরস্পরের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে সরব হয়েছে দু’দল।


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অভিযোগ,  সহানুভূতি আদায় করে বাংলার মানুষকে খরিদ করার চেষ্টা।খাদ্যমন্ত্রী ও  হাবড়ার তৃণমূল প্রার্থী  জ্যোতিপ্রিয় মল্লিক  বলেছেন, বিজেপি আঘাত করেছে প্রত্যাঘাত হবে।দিলীপ ঘোষের দাবি, সহানুভূতি আদায়ে এসব নাটক হচ্ছে।


নন্দীগ্রামে প্রচারে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়!ষড়যন্ত্র না দুর্ঘটনা, যন্ত্রণা না নাটক? এ নিয়ে তৃণমূলের সঙ্গে বিরোধীদের জোর বাগযুদ্ধের মধ্যেই নন্দীগ্রামে প্রার্থীদের টেম্পল রান অব্যাহত।বুধবার চোট পাওয়ার আগে, নন্দীগ্রামের সাতটি মন্দিরে গিয়ে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরতি করেন...রানিচকে হরিনাম সঙ্কীর্তনের অনুষ্ঠানে যোগ দেন।


এরইমধ্যে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হিসেবে শুক্রবার, হলদিয়ার মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী।তার আগে বৃহস্পতিবার, তিনিও নন্দীগ্রামের সাতটি মন্দিরে পুজো দিলেন।সোনাচূড়ার শিব মন্দির থেকে রেয়াপাড়ার শিবমন্দিরে পুজো দেন শুভেন্দু!কোথাও করলেন কীর্তন...কোথাও খোল বাজালেন।কোথাও পুজো দিলেন! বললেন,এটা ধর্মযুদ্ধ ভুলে যাবেন না।


এই প্রেক্ষাপটে, ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে তৃণমূল-বিজেপি দু’দলকেই কটাক্ষ করেছে বাম-কংগ্রেস জোট।


এদিকে, হাসপাতালে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত শনি ও রবিবারের জেলা সফরের কর্মসূচি আপাতত বাতিল করা হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর। এসএসকেএম থেকে ভিডিও বার্তায় তৃণমূলনেত্রী জানিয়েছেন, তাঁকে হয়তো হুইলচেয়ারে প্রচার করতে হবে। যদিও, বিরোধীদের গলায় এনিয়ে কটাক্ষের সুর।


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.