শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এবার নরেন্দ্র মোদি ও অমিত শাহর ফ্লেক্স ছেঁড়ার ঘটনাকে ঘিরে উত্তেজনা। ঘটনা কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের দেবগ্রাম এলাকার। অভিযোগ, গতকাল রাতে ফ্লেক্স ছেঁড়া হয়। আজ সকালে বিষয়টি চোখে পড়ার পর বিক্ষোভ দেখান বিজেপির কর্মী, সমর্থকরা। তাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


৭ মার্চ অর্থাৎ রবিবার নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ। তার আগে, বুধবার প্রধানমন্ত্রীর ফ্লেক্স ছেঁড়ার ঘটনায় বিক্ষোভ দেখায় বিজেপি। তুফানগঞ্জ ৩১ নং মণ্ডলের বিজেপি যুব মোর্চা সভাপতি কল্যাণ বর্মন জানান, ‘‘তৃণমূলের দুষ্কৃতীরা চোরের মতো ফ্লেক্স ছিঁড়েছে।  ৪টি জায়গায়  ছেঁড়া হয়েছে ফ্লেক্স।  তারা যেন নিজেদের ভবিষ্যত্‍ চিন্তা করে নেয়।


অন্যদিকে স্বরজিত্‍ রাভা, ২ নং অঞ্চল সভাপতি,  ১২ কোদালি, তুফানগঞ্জের দাবি, ‘‘আমাদের কোনও কর্মী এ কাজ করেনি। বিজেপি প্রচারে আসার জন্য নিজেরাই এ সব করেছে।’’ রাজনৈতিক তরজার পাশাপাশি এই ঘটনায় বক্সিরহাট থানায় অভিযোগও দায়ের হয়েছে।


প্রসঙ্গত, ভোটের মুখে তারকা-নেতাদের বড় বড় কাটআউট, ফ্লেক্সের ছড়াছড়ি দেখা যায় দক্ষিণের রাজ্যগুলিতে। কিন্তু, দাক্ষিণাত্যের রাজ্যগুলিতে ফ্লেক্স, পোস্টার, কাটআউট ছেঁড়ার ঘটনা সাধারণত চোখে পড়ে না। অথচ এ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিনিয়তই এ ধরনের ঘটনা ঘটে। এবার কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের দেবগ্রাম এলাকায় নরেন্দ্র মোদি ও অমিত শাহর ফ্লেক্স ছেঁড়া হল।